ETV Bharat / state

'অনুপ্রবেশকারীরাই মমতাদি'র ভোটব্যাংক', বর্ধমানে পিসি-ভাইপোর রাজত্ব শেষ করার ডাক শাহের - Lok Sabha Election 2024

Amit Shah in Bengal: তৃতীয় দফা প্রচারের আগে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ করার ডাক দিলেন অমিত শাহ ৷ একইসঙ্গে বাংলার বুক থেকে পরিবারতন্ত্র বিনাশেরও ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Amit Shah in Bengal
অমিত শাহ ৷ --ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 7:52 PM IST

মেমারি, 30 এপ্রিল: প্রথম দু'দফা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফা নির্বাচনের আগে মঙ্গলবার ফের বঙ্গে নির্বাচনী প্রচারে এলেন অমিত শাহ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের মুখে এদিন শোনা গেল 'ভাইপো' শব্দটিও। বর্ধমান পূর্বের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ হবে বলে জানালেন শাহ ৷ একইসঙ্গে বাংলার বুক থেকে পরিবারতন্ত্র বিনাশেরও ডাক দিলেন তিনি ৷

সোমবারই সুপ্রিম কোর্টে সন্দেশখালি এবং এসএসসি-জোড়া মামলায় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে ৷ সন্দেশখালি মামলায় 'ব্যক্তিগত স্বার্থরক্ষা'র অভিযোগ তুলে রাজ্য সরকারেক ভর্ৎসনা করেছে বিআর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ ৷ সেইসঙ্গে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে কোনওরকম স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত ৷ একইভাবে এসএসসি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ এমতাবস্থায় মঙ্গলবার দুপুরে মেমারির রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় দলীয় প্রার্থীর জনসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার দেন শাহ ৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অসীম সরকারকে ভোট দিয়ে জেতাতে হবে।" এরপরেই সাধারণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, "এই ভোট পরিবারবাদের নাকি রাম রাজ্যের, কোনটা চান আপনারা। দেশের ও বাংলার মানুষকে তা ঠিক করতে হবে।"

এনআরসি ও সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নির্বাচনী জনসভায় সরব হচ্ছেন। সম্প্রতি মালদায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
'অনুপ্রবেশকারী' বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তারই পালটা শাহ বলেন, 'এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গিয়েছে। বিজেপিই পারবে গুন্ডাদের শায়েস্তা করতে। অনুপ্রবেশকারীদের আটকাবে না তৃণমূল কংগ্রেস। কারণ, এই অনুপ্রবেশকারীরাই মমতাদি'র ভোটব্যাংক।" শাহি বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনার ও আপনার ভাইপোর রাজত্ব শেষ হবে। দুর্নীতি করলে কাউকে ছাড়া হবে না। তাদের পাতাল থেকে খুঁজে এনে জেলে পাঠানো হবে।"

আরও পড়ুন:

  1. অমিতের দাবি উড়িয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মমতা
  2. বাংলাকে 10 লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র, সব আত্মসাৎ করেছে তৃণমূলের গুন্ডারা: শাহ

মেমারি, 30 এপ্রিল: প্রথম দু'দফা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফা নির্বাচনের আগে মঙ্গলবার ফের বঙ্গে নির্বাচনী প্রচারে এলেন অমিত শাহ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের মুখে এদিন শোনা গেল 'ভাইপো' শব্দটিও। বর্ধমান পূর্বের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ হবে বলে জানালেন শাহ ৷ একইসঙ্গে বাংলার বুক থেকে পরিবারতন্ত্র বিনাশেরও ডাক দিলেন তিনি ৷

সোমবারই সুপ্রিম কোর্টে সন্দেশখালি এবং এসএসসি-জোড়া মামলায় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে ৷ সন্দেশখালি মামলায় 'ব্যক্তিগত স্বার্থরক্ষা'র অভিযোগ তুলে রাজ্য সরকারেক ভর্ৎসনা করেছে বিআর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ ৷ সেইসঙ্গে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে কোনওরকম স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত ৷ একইভাবে এসএসসি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ এমতাবস্থায় মঙ্গলবার দুপুরে মেমারির রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় দলীয় প্রার্থীর জনসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার দেন শাহ ৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অসীম সরকারকে ভোট দিয়ে জেতাতে হবে।" এরপরেই সাধারণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, "এই ভোট পরিবারবাদের নাকি রাম রাজ্যের, কোনটা চান আপনারা। দেশের ও বাংলার মানুষকে তা ঠিক করতে হবে।"

এনআরসি ও সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নির্বাচনী জনসভায় সরব হচ্ছেন। সম্প্রতি মালদায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
'অনুপ্রবেশকারী' বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তারই পালটা শাহ বলেন, 'এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গিয়েছে। বিজেপিই পারবে গুন্ডাদের শায়েস্তা করতে। অনুপ্রবেশকারীদের আটকাবে না তৃণমূল কংগ্রেস। কারণ, এই অনুপ্রবেশকারীরাই মমতাদি'র ভোটব্যাংক।" শাহি বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনার ও আপনার ভাইপোর রাজত্ব শেষ হবে। দুর্নীতি করলে কাউকে ছাড়া হবে না। তাদের পাতাল থেকে খুঁজে এনে জেলে পাঠানো হবে।"

আরও পড়ুন:

  1. অমিতের দাবি উড়িয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মমতা
  2. বাংলাকে 10 লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র, সব আত্মসাৎ করেছে তৃণমূলের গুন্ডারা: শাহ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.