ETV Bharat / state

প্রভু রামে শান্তি খোঁজে পাপীরাও, অনুব্রতর বাড়িতে 'জয় শ্রীরাম' লেখা পতাকায় কটাক্ষ মালব্যর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Amit Malviya Taunts TMC: বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে উড়ছে 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া পতাকা ৷ যা দেখে অনুব্রত এবং তৃণমূলকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না এ রাজ্যে গেরুয়া শিবিরের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ৷ এক্সে অনুব্রতকে 'পাপী' বলে সম্বোধন করেন তিনি ৷

Anubrata Mandal's house
অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে উড়ছে 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া পতাকা (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 9:51 PM IST

বোলপুর, 11 মে: অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির ছাদে উড়ছে 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া পতাকা, যা নিয়ে জোর চর্চা রাজ্য-রাজনীতিতে। ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির আইটি সেলের ইনচার্জ তথা এ রাজ্যে গেরুয়া শিবিরের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ সোশালে মালব্য লিখলেন, "পাপীদের একসময় প্রভু রামের চরণে ঠাঁই নিতে হয় ৷"

ঘটনার ভিডিয়ো পোস্ট করে অমিত মালব্য লেখেন, "ঘটনাচক্রে সকল পাপী-ই প্রভু রামের চরণে শান্তি খুঁজে পায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা ঘোর অপরাধী অনুব্রত মণ্ডলও তার অন্যথা নন ৷ অনুব্রত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাখ্যাত এবং তিহাড় জেলে বন্দি ৷ চতুর্থ দফার আগে সেই অনুব্রত মণ্ডলের বাড়িতেই উড়ছে ভগবান রামের ভগওয়া ৷"

এরপর মালব্য লিখেছেন, "এর থেকে একটা বিষয় পরিষ্কার: ভাইপো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আর কারও মাথার উপর নেই ৷ আর তাই বীরভূমবাসীর উচিৎ বিজেপি'কে ভোট দেওয়া ৷ এটা শওকত মোল্লা, জাহাঙ্গির খান, কৃষ্ণনগরের শেখ এবং আসানসোল-বীরভূম-বোলপুর-বর্ধমানে দুষ্কৃতীরাজ দ্বিগুণ করেছে তাদের জন্য ৷"

উল্লেখ্য, গরুপাচার ও আর্থিক তছরুপ মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। এমনকী, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও বন্দি তিহাড় জেলে ৷ অনুব্রতর মা ও স্ত্রী মারা গিয়েছেন বহুদিন হল ৷ তাই বোলপুরের নীচুপট্টীর নীল বাড়ি এখন কার্যত ফাঁকাই ৷ দু'জন রাজ্য পুলিশের কর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকেন কেবল সামনের ঘরে ৷ অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বরাবরই তৃণমূল-কংগ্রেসের দলীয় পতাকা উড়ে থাকে ৷ তবে এদিন তাঁর বাড়ির ছাদে হঠাতই শোরগোল গেরুয়া পতাকা নিয়ে ৷ আর তা নিয়ে ভোটের আবহে অনুব্রত-সহ তৃণমূলকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না রাজ্যে বিজেপি'র সহ-পর্যবেক্ষক ৷

আরও পড়ুন:

  1. অনুব্রতহীন বীরভূমে মোতায়েন 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজরদারি কমিশনের
  2. অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না, বীরভূমে শাহী অভয়বাণী

বোলপুর, 11 মে: অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির ছাদে উড়ছে 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া পতাকা, যা নিয়ে জোর চর্চা রাজ্য-রাজনীতিতে। ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির আইটি সেলের ইনচার্জ তথা এ রাজ্যে গেরুয়া শিবিরের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ সোশালে মালব্য লিখলেন, "পাপীদের একসময় প্রভু রামের চরণে ঠাঁই নিতে হয় ৷"

ঘটনার ভিডিয়ো পোস্ট করে অমিত মালব্য লেখেন, "ঘটনাচক্রে সকল পাপী-ই প্রভু রামের চরণে শান্তি খুঁজে পায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা ঘোর অপরাধী অনুব্রত মণ্ডলও তার অন্যথা নন ৷ অনুব্রত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাখ্যাত এবং তিহাড় জেলে বন্দি ৷ চতুর্থ দফার আগে সেই অনুব্রত মণ্ডলের বাড়িতেই উড়ছে ভগবান রামের ভগওয়া ৷"

এরপর মালব্য লিখেছেন, "এর থেকে একটা বিষয় পরিষ্কার: ভাইপো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আর কারও মাথার উপর নেই ৷ আর তাই বীরভূমবাসীর উচিৎ বিজেপি'কে ভোট দেওয়া ৷ এটা শওকত মোল্লা, জাহাঙ্গির খান, কৃষ্ণনগরের শেখ এবং আসানসোল-বীরভূম-বোলপুর-বর্ধমানে দুষ্কৃতীরাজ দ্বিগুণ করেছে তাদের জন্য ৷"

উল্লেখ্য, গরুপাচার ও আর্থিক তছরুপ মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। এমনকী, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও বন্দি তিহাড় জেলে ৷ অনুব্রতর মা ও স্ত্রী মারা গিয়েছেন বহুদিন হল ৷ তাই বোলপুরের নীচুপট্টীর নীল বাড়ি এখন কার্যত ফাঁকাই ৷ দু'জন রাজ্য পুলিশের কর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকেন কেবল সামনের ঘরে ৷ অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বরাবরই তৃণমূল-কংগ্রেসের দলীয় পতাকা উড়ে থাকে ৷ তবে এদিন তাঁর বাড়ির ছাদে হঠাতই শোরগোল গেরুয়া পতাকা নিয়ে ৷ আর তা নিয়ে ভোটের আবহে অনুব্রত-সহ তৃণমূলকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না রাজ্যে বিজেপি'র সহ-পর্যবেক্ষক ৷

আরও পড়ুন:

  1. অনুব্রতহীন বীরভূমে মোতায়েন 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজরদারি কমিশনের
  2. অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না, বীরভূমে শাহী অভয়বাণী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.