ETV Bharat / state

অনলাইনে হাজিরার আবেদন, হাইকোর্টে স্বস্তি অমিত মালব্যর - Amit Malviya on High Court - AMIT MALVIYA ON HIGH COURT

Amit Malviya: পিছিয়ে গেল মামলার শুনানি ৷ কলকাতা হাইকোর্ট ভিডিয়ো কনফারেন্সে জিজ্ঞাসাবাদের সুযোগ করে দিতেই স্বস্তি মিলল বিজেপি নেতার ৷

ETV Bharat
হাইকোর্টে স্বস্তি বিজেপি আইটি সেলের কনভেনর অমিত মালব্যর
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:08 PM IST

কলকাতা, 22 মার্চ: আদালতে স্বস্তি পেলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । প্রয়োজনে তাঁকে ভিডিয়ো কনফারেন্সে জিজ্ঞাসাবাদ করতে পারবে বহরমপুর থানা । তবে জিজ্ঞাসাবাদের 48 ঘণ্টা আগে জানাতে হবে । শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এই মামলার পরবর্তী শুনানি 25 এপ্রিল। সবমিলিয়ে ভোট শুরুর আগে খানিকটা স্বস্তিতে অমিত।

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিজেপি আইটি সেলের ন্যাশানাল কনভেনর অমিত মালব্যর বিরুদ্ধে এফআইয়ার দায়ের করা হয় । তারপরেই তাঁকে বহরমপুর থানার তরফ থেকে 41-এ ধারায় নোটিশ পাঠানো হয়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে, ভিডিয়ো কনফারেন্সে হাজিরার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । এই ঘটনায় আদালত মনে করে, সুপ্রিমকোর্টের গাইডলাইন মেনে, থানা এফআইআর আপলোড না করে নির্দেশ অমান্য করেছে । 24 ঘণ্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে। সেটা করা হয়নি।

অমিতের আইনজীবী সৌরভ চট্টোপাধ্য়ায় জানান, মামলাকারী দিল্লির বাসিন্দা । ভারতীয় জনতা পার্টির পদাধিকারী । 8 ফেব্রুয়ারি বহরমপুর থানায় অমিত মালব্যর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় ৷ তার ভিত্তিতে মামলা শুরু হয়। এরপর 16 ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয় । এদিনের পরই তাঁর কাছে নোটিশ আসে । সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, 24 ঘণ্টার মধ্যে এফআইআর ওয়েবসাইটে আপলোড করতে হয় । সেটা করা হয়নি। এরপর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার কথা বললেও থানা সম্মতি দেয়নি ।

বিচারপতি রাজ্যের বক্তব্য জানতে চাইলে আইনজীবী অমল সেন জানান, মামলাকারীর এই আবেদন গ্রহণযোগ্য নয় । দেরি করে হলেও উনি তো নোটিশ পেয়েছেন । আসতেই পারতেন । হাজিরা দেননি কেন ? বিচারপতি পালটা প্রশ্ন ছোড়েন, "কবে আসতেন ? হাজিরার ডেট না জানলে আসবেন কী করে ?" এরপর অবশ্য সরকারি আইনজীবী আর কিছু বলেলনি ৷ এরপরই বিচারপতি 25 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৷

আরও পড়ুন :

  1. কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রসূনকে ফের আক্রমণে মালব্য
  2. ‘শাহনাওয়াজ রাষ্ট্রদ্রোহী’, মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও

কলকাতা, 22 মার্চ: আদালতে স্বস্তি পেলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । প্রয়োজনে তাঁকে ভিডিয়ো কনফারেন্সে জিজ্ঞাসাবাদ করতে পারবে বহরমপুর থানা । তবে জিজ্ঞাসাবাদের 48 ঘণ্টা আগে জানাতে হবে । শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এই মামলার পরবর্তী শুনানি 25 এপ্রিল। সবমিলিয়ে ভোট শুরুর আগে খানিকটা স্বস্তিতে অমিত।

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিজেপি আইটি সেলের ন্যাশানাল কনভেনর অমিত মালব্যর বিরুদ্ধে এফআইয়ার দায়ের করা হয় । তারপরেই তাঁকে বহরমপুর থানার তরফ থেকে 41-এ ধারায় নোটিশ পাঠানো হয়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে, ভিডিয়ো কনফারেন্সে হাজিরার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । এই ঘটনায় আদালত মনে করে, সুপ্রিমকোর্টের গাইডলাইন মেনে, থানা এফআইআর আপলোড না করে নির্দেশ অমান্য করেছে । 24 ঘণ্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে। সেটা করা হয়নি।

অমিতের আইনজীবী সৌরভ চট্টোপাধ্য়ায় জানান, মামলাকারী দিল্লির বাসিন্দা । ভারতীয় জনতা পার্টির পদাধিকারী । 8 ফেব্রুয়ারি বহরমপুর থানায় অমিত মালব্যর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় ৷ তার ভিত্তিতে মামলা শুরু হয়। এরপর 16 ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয় । এদিনের পরই তাঁর কাছে নোটিশ আসে । সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, 24 ঘণ্টার মধ্যে এফআইআর ওয়েবসাইটে আপলোড করতে হয় । সেটা করা হয়নি। এরপর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার কথা বললেও থানা সম্মতি দেয়নি ।

বিচারপতি রাজ্যের বক্তব্য জানতে চাইলে আইনজীবী অমল সেন জানান, মামলাকারীর এই আবেদন গ্রহণযোগ্য নয় । দেরি করে হলেও উনি তো নোটিশ পেয়েছেন । আসতেই পারতেন । হাজিরা দেননি কেন ? বিচারপতি পালটা প্রশ্ন ছোড়েন, "কবে আসতেন ? হাজিরার ডেট না জানলে আসবেন কী করে ?" এরপর অবশ্য সরকারি আইনজীবী আর কিছু বলেলনি ৷ এরপরই বিচারপতি 25 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৷

আরও পড়ুন :

  1. কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রসূনকে ফের আক্রমণে মালব্য
  2. ‘শাহনাওয়াজ রাষ্ট্রদ্রোহী’, মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.