ETV Bharat / state

'খুব ভালো লাগছে', জমি বিবাদের অবসানে শান্তিনিকেতনে এসে জানালেন অমর্ত্য সেন - Amartya Sen - AMARTYA SEN

Amartya Sen: জমি বিবাদ শেষে শান্তিনিকেতনে ফিরেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বাড়ি ফিরে মৃদু হেসে বললেন, 'ভালো লাগছে শান্তিনিকেতনে এসে, তবে আজ কিছু বলব না।'

Amartya Sen
শান্তিনিকেতনে 'প্রতীচী' ফিরলেন অমর্ত্য সেন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 10:35 AM IST

Updated : Jun 27, 2024, 11:24 AM IST

বোলপুর, 27 জুন: জমি সংক্রান্ত মামলা অবসানের পর প্রথমবার শান্তিনিকতনে ফিরলেন অমর্ত্য সেন ৷ এদিন নিজের বাড়ি 'প্রতীচী'-তে ফিরেই তিনি বলেন, "খুব ভালো লাগছে" ৷ নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান, বীরভূম জেলা শাসক ও বোলপুর মহকুমা শাসক। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে জমি বিবাদ মামলার নিষ্পত্তি হওয়ার পর এই প্রথমবার শান্তিনিকেতনে ফিরলেন 'ভারতরত্ন' অমর্ত্য সেন ৷

শান্তিনিকেতন ফিরলেন অমর্ত্য সেন (ইটিভি ভারত)

নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিদ্বদজনেরা ৷ উল্লেখ্য, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন 'অমর্ত্য'। সেই মানুষটিকে 'জমি দখলকারী' বলে উচ্ছেদ করার নোটিশ দিয়েছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এই অভিযোগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

সেই মামলা নিয়ে কয়েকদিন আগেই সিউড়ি জেলা আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অধ্যাপক অমর্ত্য সেন কোনও জমি দখল করেননি ৷ প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমিটি পুত্র অমর্ত্য সেনের ৷ এমনকী 13.8 ডেসিমেল জমি যা নিয়ে বিতর্ক, সেই জমিটি অর্মত্য সেনের নামে নথিভুক্ত করে দিয়েছে সরকার ৷

প্রসঙ্গত, জমি বিবাদ মেটার পর এই প্রথম শান্তিনিকেতনে 'প্রতীচী' বাড়িতে এসেছেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ ৷ এদিন রাতে তাঁকে স্বাগত জানান বীরভূম জেলা শাসক বিধান রায় ও বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। পুষ্পস্তবক দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হন ৷ বাড়ি ফিরে মৃদু হেসে বললেন, 'ভালো লাগছে শান্তিনিকেতনে এসে, তবে আজ কিছু বলব না।'

বোলপুর, 27 জুন: জমি সংক্রান্ত মামলা অবসানের পর প্রথমবার শান্তিনিকতনে ফিরলেন অমর্ত্য সেন ৷ এদিন নিজের বাড়ি 'প্রতীচী'-তে ফিরেই তিনি বলেন, "খুব ভালো লাগছে" ৷ নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান, বীরভূম জেলা শাসক ও বোলপুর মহকুমা শাসক। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে জমি বিবাদ মামলার নিষ্পত্তি হওয়ার পর এই প্রথমবার শান্তিনিকেতনে ফিরলেন 'ভারতরত্ন' অমর্ত্য সেন ৷

শান্তিনিকেতন ফিরলেন অমর্ত্য সেন (ইটিভি ভারত)

নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিদ্বদজনেরা ৷ উল্লেখ্য, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন 'অমর্ত্য'। সেই মানুষটিকে 'জমি দখলকারী' বলে উচ্ছেদ করার নোটিশ দিয়েছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এই অভিযোগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

সেই মামলা নিয়ে কয়েকদিন আগেই সিউড়ি জেলা আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অধ্যাপক অমর্ত্য সেন কোনও জমি দখল করেননি ৷ প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমিটি পুত্র অমর্ত্য সেনের ৷ এমনকী 13.8 ডেসিমেল জমি যা নিয়ে বিতর্ক, সেই জমিটি অর্মত্য সেনের নামে নথিভুক্ত করে দিয়েছে সরকার ৷

প্রসঙ্গত, জমি বিবাদ মেটার পর এই প্রথম শান্তিনিকেতনে 'প্রতীচী' বাড়িতে এসেছেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ ৷ এদিন রাতে তাঁকে স্বাগত জানান বীরভূম জেলা শাসক বিধান রায় ও বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। পুষ্পস্তবক দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হন ৷ বাড়ি ফিরে মৃদু হেসে বললেন, 'ভালো লাগছে শান্তিনিকেতনে এসে, তবে আজ কিছু বলব না।'

Last Updated : Jun 27, 2024, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.