কোন্নগর, 7 অগস্ট: সম্পত্তির লোভে বিশেষভাবে সক্ষম যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ ৷ গত 2 অগস্টের এই ঘটনায় হুগলির কোন্নগরের বাসিন্দা ওই যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতে পিসেমশাই এবং তাঁর পিসতুতো নাবালক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যদিও, অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর ৷
পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, গত 2 অগস্ট বিশেষভাবে সক্ষম বছর পঁচিশের ওই যুবতী বাড়িতে একা ছিলেন ৷ সেই সময় তাঁর গায়ে গরম জল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ সঙ্গে চলে অমানসিক অত্যাচার ৷ অভিযোগ পুরো ঘটনায় যুবতীর পিসেমশাই এবং তাঁর নাবালক ছেলে জড়িত ৷ রাতে যুবতীর বাবা বাড়ি ফিরে দেখেন, তাঁর সারা শরীরে পোড়া ক্ষত ৷ তখনই মেয়ের কাছে অত্যাচারে সব কথা জানতে পারেন ওই ব্যক্তি ৷ তিনি প্রথমে মেয়েকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান ৷ সেখান থেকে পরবর্তী সময়ে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরীত করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবতী ৷
ঘটনার পর মঙ্গলবার রাতে উত্তরপাড়া থানায় যুবতীর বাবা তাঁর ভগ্নিপতি এবং ভাগ্নের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে ৷ তবে, যুবতীর পিসতুতো ভাই নাবালক ৷ ফলে তাঁকে জুভেনাইল জাস্টিস হোমে পাঠানো হতে পারে ৷ যুবতীর বাবা অভিযোগ করেছেন, সম্পত্তির লোভে তাঁকে এবং তাঁর মেয়েকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে ৷ এর জন্য নিজের বোন এবং ভগ্নিপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ৷ যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা ৷
স্থানীয় সূত্রে খবর, যুবতীর মা ক্যানসারে মারা গিয়েছেন বেশ কিছুমাস আগে ৷ তারপর থেকে যুবতীর অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর পিসি পরিবারের সবাইকে ভূতের ভয় দেখাতেন ৷ এমনকি নানানভাবে অত্যাচারও করতেন ৷ যুবতীর বাবার অভিযোগ, তাঁর মেয়ে মানসিকভাবে অপরিণত ৷ সেই সুযোগটাই নিচ্ছেন তাঁর বোনের পরিবার ৷ ওই ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর বোনের নিজের বাড়ি রয়েছে ৷ কিন্তু, তাঁর বাবার মৃত্যুর আগে ভুল বুঝিয়ে, তাঁদের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন ৷ তারপর থেকেই নানানভাবে অত্যাচার শুরু করেছেন বোন এবং তাঁর স্বামী ৷
এই ঘটনায়র পুলিশের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন ওই ব্যক্তি ৷ বিশেষত, তাঁর মেয়ের উপর যেভাবে অত্যাচার হয়েছে, তার সুবিচার দাবি করেছেন তিনি ৷ সেই সঙ্গে বাড়ির অধিকার নিয়ে আইনি লড়াইয়ের কথাও জানান অভিযোগকারী ব্যক্তি ৷