ETV Bharat / state

‘সুকান্ত যেন না জানে’, কল্যাণ-কবীরের ‘ফোনালাপে’ শোরগোল শ্রীরামপুরে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ভাইরাল একটি অডিয়ো ক্লিপ ৷ যার বিষয়বস্তু লোকসভা নির্বাচনের টিকিট ৷ দাবি, সেটি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের ফোনালাপ ৷ বিস্তারিত পডুন প্রতিবেদনে ৷

Lok Sabha Election 2024
কবীর শঙ্কর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 8:14 AM IST

Updated : Apr 3, 2024, 10:20 AM IST

কল্যাণ ও কবীর শঙ্করের অডিয়ো ভাইরাল

শ্রীরামপুর, 2 এপ্রিল: একজন চতুর্থবার সাংসদ হওয়ার জন্য লড়ছেন ৷ অন্যজনের রাজনৈতিক ময়দানে এখনও ‘তরুণ’ ৷ সম্পর্কে তাঁরা আবার একসময়ের শ্বশুর-জামাই ৷ এবার হুগলির শ্রীরামপুরে তাঁরা একে-অপরের প্রতিপক্ষ ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিয়ো ক্লিপ ৷ দাবি, ওই কথোপকথন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের ৷ লোকসভা ভোটের আগে যা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে । তবে এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপ...

প্রথম ব্যক্তি: হ্যালো...
দ্বিতীয় ব্যক্তি: নমস্কার !
প্রথম ব্যক্তি:আমি কিন্তু খুব চাপে আছি । টিকিটটা নাও তুমি।
দ্বিতীয় ব্যক্তি: অনেক অসুবিধা আছে । চেষ্টা করছি ।
প্রথম ব্যক্তি: যা দরকার করো । কিন্তু মালটা নিয়ে যাও ।
দ্বিতীয় ব্যক্তি: কুড়ি পৌঁছে দিতে হবে ।
প্রথম ব্যক্তি: সুকান্ত যেন না জানতে পারে ।
দ্বিতীয় ব্যক্তি: চিন্তা নেই, জানতে পারবে না ।
প্রথম ব্যক্তি: রাখো ৷

দাবি করা হচ্ছে, প্রথম ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দ্বিতীয় জন তাঁর প্রাক্তন জামাতা কবীর ৷ যদিও এই অডিয়ো সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন দুই রাজনৈতিক দলের প্রার্থী । তাঁদের দাবি, বিরোধী দল ষড়যন্ত্র করছে ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, অসৎ উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে । এটা ভুয়ো । তাঁকে বদনাম করার জন্যই করা হয়েছে । তিনি বলেন, ‘‘অনেকে নতুন এসেছে ৷ আমি শ্রীরামপুরের পুরনো সাংসদ ।’’ যারা এই ধরনের অডিয়ো ভাইরাল করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তৃণমূল প্রার্থী । ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্দননগর পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন ।

অনেকটা একই অভিযোগ শোনা গেল বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের গলাতেও ৷ বিজেপি প্রার্থীর কথায়, ‘‘এর কোনও সত্যতা নেই ।’’ তিনিও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন । তিনি বলেন, ‘‘এটা নিয়ে যারা নোংরা রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে একটা তদন্ত হওয়া উচিত । তৃণমূল-সিপিআইএম এগুলো করছে ৷ বিজেপি সর্ববৃহৎ দল, বিজেপি এসব করে না । এর বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি ।’’

আরও পড়ুন:

'সাংসদ মিস্টার ইন্ডিয়া', দীপ্সিতার কটাক্ষ ভিত্তিহীন বলে ওড়ালেন কল্যাণ

কল্যাণ ও কবীর শঙ্করের অডিয়ো ভাইরাল

শ্রীরামপুর, 2 এপ্রিল: একজন চতুর্থবার সাংসদ হওয়ার জন্য লড়ছেন ৷ অন্যজনের রাজনৈতিক ময়দানে এখনও ‘তরুণ’ ৷ সম্পর্কে তাঁরা আবার একসময়ের শ্বশুর-জামাই ৷ এবার হুগলির শ্রীরামপুরে তাঁরা একে-অপরের প্রতিপক্ষ ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিয়ো ক্লিপ ৷ দাবি, ওই কথোপকথন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের ৷ লোকসভা ভোটের আগে যা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে । তবে এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপ...

প্রথম ব্যক্তি: হ্যালো...
দ্বিতীয় ব্যক্তি: নমস্কার !
প্রথম ব্যক্তি:আমি কিন্তু খুব চাপে আছি । টিকিটটা নাও তুমি।
দ্বিতীয় ব্যক্তি: অনেক অসুবিধা আছে । চেষ্টা করছি ।
প্রথম ব্যক্তি: যা দরকার করো । কিন্তু মালটা নিয়ে যাও ।
দ্বিতীয় ব্যক্তি: কুড়ি পৌঁছে দিতে হবে ।
প্রথম ব্যক্তি: সুকান্ত যেন না জানতে পারে ।
দ্বিতীয় ব্যক্তি: চিন্তা নেই, জানতে পারবে না ।
প্রথম ব্যক্তি: রাখো ৷

দাবি করা হচ্ছে, প্রথম ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দ্বিতীয় জন তাঁর প্রাক্তন জামাতা কবীর ৷ যদিও এই অডিয়ো সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন দুই রাজনৈতিক দলের প্রার্থী । তাঁদের দাবি, বিরোধী দল ষড়যন্ত্র করছে ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, অসৎ উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে । এটা ভুয়ো । তাঁকে বদনাম করার জন্যই করা হয়েছে । তিনি বলেন, ‘‘অনেকে নতুন এসেছে ৷ আমি শ্রীরামপুরের পুরনো সাংসদ ।’’ যারা এই ধরনের অডিয়ো ভাইরাল করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তৃণমূল প্রার্থী । ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্দননগর পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন ।

অনেকটা একই অভিযোগ শোনা গেল বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের গলাতেও ৷ বিজেপি প্রার্থীর কথায়, ‘‘এর কোনও সত্যতা নেই ।’’ তিনিও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন । তিনি বলেন, ‘‘এটা নিয়ে যারা নোংরা রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে একটা তদন্ত হওয়া উচিত । তৃণমূল-সিপিআইএম এগুলো করছে ৷ বিজেপি সর্ববৃহৎ দল, বিজেপি এসব করে না । এর বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি ।’’

আরও পড়ুন:

'সাংসদ মিস্টার ইন্ডিয়া', দীপ্সিতার কটাক্ষ ভিত্তিহীন বলে ওড়ালেন কল্যাণ

Last Updated : Apr 3, 2024, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.