ETV Bharat / state

প্রকাশ্য রাস্তায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ - Molestation of Female Doctor - MOLESTATION OF FEMALE DOCTOR

Molestation of Female Doctor: আরজি করের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে ৷ এর মাঝেই প্রকাশ্য রাস্তায় এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রায়গঞ্জে ৷

Molestation of Female Doctor
মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 10:01 PM IST

রায়গঞ্জ, 11 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য ৷ এবার প্রকাশ্য রাস্তায় এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে সামনে এল ৷ যে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে। পাশাপাশি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগেও সরব হয়েছে চিকিৎসক মহল।

জানা গিয়েছে, গত 13 জুলাই সকাল 10টা নাগাদ রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতেই এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করে এক ব্যক্তি ৷ ওই মহিলা চিকিৎসক নিজেকে বাঁচানোর চেষ্টা করে ৷ হাতে থাকা ছাতা দিয়ে ওই ব্যক্তির উপরে আঘাত করে বলেও জানা গিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার পর প্রায় একমাস পেরিয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

এরপরই ওই মহিলা চিকিৎসকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে এলাকা থেকে চম্পট দেয় ওই ব্যক্তি ৷ খবর দেওয়া হয় পুলিশে। রায়গঞ্জ থানায় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক ৷ তবে ঘটনার এক মাস পার হয়ে গেলেও পুলিশ দোষী ওই ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারেনি বলেই অভিযোগ আক্রান্ত ওই মহিলা চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

আরজি কর কাণ্ডের মতো শেষ পর্যায়ে না পৌঁছলে কি পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করবে না ? এমনই প্রশ্ন তুলছেন আক্রান্ত ওই মহিলা চিকিৎসক। এই বিষয়ে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্রয় সরকার বলেন, "সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আামদের হাতে রয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে।"

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও। এরই মাঝে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক মহিলা চিকিৎসককে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷

রায়গঞ্জ, 11 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য ৷ এবার প্রকাশ্য রাস্তায় এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে সামনে এল ৷ যে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে। পাশাপাশি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগেও সরব হয়েছে চিকিৎসক মহল।

জানা গিয়েছে, গত 13 জুলাই সকাল 10টা নাগাদ রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতেই এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করে এক ব্যক্তি ৷ ওই মহিলা চিকিৎসক নিজেকে বাঁচানোর চেষ্টা করে ৷ হাতে থাকা ছাতা দিয়ে ওই ব্যক্তির উপরে আঘাত করে বলেও জানা গিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার পর প্রায় একমাস পেরিয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

এরপরই ওই মহিলা চিকিৎসকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে এলাকা থেকে চম্পট দেয় ওই ব্যক্তি ৷ খবর দেওয়া হয় পুলিশে। রায়গঞ্জ থানায় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক ৷ তবে ঘটনার এক মাস পার হয়ে গেলেও পুলিশ দোষী ওই ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারেনি বলেই অভিযোগ আক্রান্ত ওই মহিলা চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

আরজি কর কাণ্ডের মতো শেষ পর্যায়ে না পৌঁছলে কি পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করবে না ? এমনই প্রশ্ন তুলছেন আক্রান্ত ওই মহিলা চিকিৎসক। এই বিষয়ে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্রয় সরকার বলেন, "সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আামদের হাতে রয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে।"

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও। এরই মাঝে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক মহিলা চিকিৎসককে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.