রায়গঞ্জ, 3 ফেব্রুয়ারি: রায়গঞ্জের নাগর নদী থেকে দেদার বালি উত্তোলন করে পাচারের অভিযোগ বিহারের মাফিয়াদের বিরুদ্ধে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে বাহিন গ্রাম পঞ্চায়েতের নাগর নদী থেকে চলছে এই বেআইনি বালি পাচার বলে অভিযোগ। গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা ।
তবে বালি পাচারের অভিযোগ এই প্রথম নয় । এর আগেও নাগর নদী থেকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বালি উত্তোলনের অভিযোগ উঠেছিল । মাঝে পুলিশ প্রশাসন কিছুটা নড়েচড়ে বসায় কিছুদিন এই কাজ বন্ধ রাখে বালি মাফিয়ারা । কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে তারা । দিনের পর দিন নদীর বক্ষ থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি উত্তোলন । রাতের অন্ধকারেও ট্রাক্টরে বালি পাচারের অভিযোগ উঠছে । সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাগর নদী থেকে ট্রাক্টরে চলছে এই দেদার বালি পাচার ।
স্থানীয় বাসিন্দা সঞ্জিত দাস বলেন, "ভোর রাত থেকেই নৌকা ও ট্রাক্টর দিয়ে নদী বক্ষ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালি । ট্রাক্টরে বালি লোড করে একে একে পাচার করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে । প্রশাসনের কাছে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে একাধিকবার আবেদন করা হয়েছে ৷ কিন্তু কোনও কাজ হয়নি । এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে ৷ তেমনই নদী ভাঙনের আশংকা দেখা দিয়েছে ।"
এই ঘটনায় সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, "প্রশাসন ও পুলিশের একাংশের মদতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই অপরাধের সঙ্গে যুক্ত । দিনের পর দিন অবৈধভাবে বালি উত্তোলনের ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না । অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির অভিযোগকে মানতে নারাজ ৷ তিনি বলেন,"বিজেপি মিথ্যা কথা বলছে । বালি পাচারের কিছু অভিযোগ পেয়েছি । অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলব ।"
আরও পড়ুন: