ETV Bharat / state

দত্তপুকুরে নার্সিং কলেজের এমডি'র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ - Molestation at Nursing College - MOLESTATION AT NURSING COLLEGE

Nursing College at Duttapukur: একদিকে আরজি কর মেডিক্যাল কলেজ নিয়ে তোলপাড় রাজ্য ৷ তার মধ্যেই একটি বেসরকারি নার্সিং কলেজে শ্লীলতাহানি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে ৷

Duttapukur News
ম্যানেজিং ডিরেক্টরের কু-কীর্তিতে দত্তপুকুর নার্সিং কলেজে বিক্ষোভ (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 8:28 PM IST

Updated : Aug 10, 2024, 8:55 PM IST

বারাসত, 10 অগস্ট: আরজি কর-কাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার দত্তপুকুরে এক বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ । রাতে মদ‍্যপ অবস্থায় হবু নার্সদের সঙ্গে অভ‍্যবতা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলেজের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে । যা ঘিরে শনিবার শোরগোল পড়ে গিয়েছে কলেজ চত্বরে।

দত্তপুকুরে নার্সিং কলেজে শ্লীলতাহানির অভিযোগ (ইটিভি ভারত)

কলেজ ক‍্যাম্পাসে নার্সিং পড়ুয়ারা দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বাকবিতণ্ডার জেরে এদিন রীতিমতো উত্তেজনা ছড়ায় সেখানে। পরে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ । যদিও এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ কলেজের সেই ম্যানেজিং ডিরেক্টর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পালটা এই ঘটনায় পড়ুয়াদের একাংশের বিরুদ্ধেই তিনি চক্রান্তের অভিযোগ এনেছেন ।

বারাসত শহর লাগোয়া দত্তপুকুর থানার রঙ্গপুর গ্রাম । আর সেখানেই রয়েছে ওই বেসরকারি নার্সিং কলেজ । তবে, নার্সিং বিভাগের সঙ্গে এখানে পড়ানো হয় অন‍্য বিভাগও । সদর শহর লাগোয়া এই কলেজের পরিকাঠামোর অভিযোগ তো রয়েছেই, সেই সঙ্গে কলেজে পাঠরত নার্সিং পড়ুয়ারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে এনেছেন দুর্ব্যবহার, ছাত্রীদের উত‍্যক্ত করা, খারাপ উদ্দেশ্যে স্পর্শ করার মতো গুরুতর অভিযোগ । আর এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছেন নার্সিং কলেজের ম্যানেজিং ডিরেক্টর। এমনই অভিযোগ নার্সিং পড়ুয়াদের ।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, রাতে তিনি মদ‍্যপ অবস্থায় কলেজের হস্টেলে ঢুকে আবাসিক ছাত্রীদের সঙ্গে অভ‍্যবতা করেন । নোংরা ভাষায় কথাও বলেন পড়ুয়াদের একাংশের সঙ্গে । এই নিয়ে কলেজের ডিরেক্টর সম্পর্কে অভিযুক্তের দিদিকে বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি ৷ উলটে ভাইয়ের এই অপরাধকে তিনি দিনের পর দিন প্রশয় দিয়ে গিয়েছেন বলে দাবি আন্দোলনরত নার্সিং পড়ুয়াদের ।

শেষে শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । কলেজ ক‍্যাম্পাসের গেট ভাঙারও চেষ্টা হয় এদিন । পড়ুয়াদের পাশাপাশি আন্দোলনে সামিল হতে দেখা যায় অভিভাবকদেরও । আন্দোলনকারীদের অভিযোগ,"কলেজের ম্যানেজিং ডিরেক্টর বিভিন্ন সময় দুর্ব্যবহার করেন তাঁদের সঙ্গে । কয়েকদিন আগে রাতে মদ্যপ অবস্থায় গার্লস হস্টেলে গিয়ে কয়েকজন ছাত্রীর সঙ্গে অভ‍্যবতা করতে শুরু করেন । নানা অছিলায় স্পর্শ করা হয় শরীরও । সেই ঘটনার প্রতিবাদ করেও কোনও সুরাহা মেলেনি ।"

এদিকে, হস্টেলের সামনে সিসি ক্যামেরা বসানো নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ । সূত্রের খবর, পুলিশের পাশাপাশি এই ঘটনায় জেলাশাসক ও স্বাস্থ্য দফতরেও অভিযোগ জানানো হয়েছে । স্বভাবতই, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিক ৷ সেটাই চাইছেন নার্সিং পড়ুয়ারা ।

বারাসত, 10 অগস্ট: আরজি কর-কাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার দত্তপুকুরে এক বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ । রাতে মদ‍্যপ অবস্থায় হবু নার্সদের সঙ্গে অভ‍্যবতা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলেজের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে । যা ঘিরে শনিবার শোরগোল পড়ে গিয়েছে কলেজ চত্বরে।

দত্তপুকুরে নার্সিং কলেজে শ্লীলতাহানির অভিযোগ (ইটিভি ভারত)

কলেজ ক‍্যাম্পাসে নার্সিং পড়ুয়ারা দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বাকবিতণ্ডার জেরে এদিন রীতিমতো উত্তেজনা ছড়ায় সেখানে। পরে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ । যদিও এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ কলেজের সেই ম্যানেজিং ডিরেক্টর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পালটা এই ঘটনায় পড়ুয়াদের একাংশের বিরুদ্ধেই তিনি চক্রান্তের অভিযোগ এনেছেন ।

বারাসত শহর লাগোয়া দত্তপুকুর থানার রঙ্গপুর গ্রাম । আর সেখানেই রয়েছে ওই বেসরকারি নার্সিং কলেজ । তবে, নার্সিং বিভাগের সঙ্গে এখানে পড়ানো হয় অন‍্য বিভাগও । সদর শহর লাগোয়া এই কলেজের পরিকাঠামোর অভিযোগ তো রয়েছেই, সেই সঙ্গে কলেজে পাঠরত নার্সিং পড়ুয়ারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে এনেছেন দুর্ব্যবহার, ছাত্রীদের উত‍্যক্ত করা, খারাপ উদ্দেশ্যে স্পর্শ করার মতো গুরুতর অভিযোগ । আর এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছেন নার্সিং কলেজের ম্যানেজিং ডিরেক্টর। এমনই অভিযোগ নার্সিং পড়ুয়াদের ।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, রাতে তিনি মদ‍্যপ অবস্থায় কলেজের হস্টেলে ঢুকে আবাসিক ছাত্রীদের সঙ্গে অভ‍্যবতা করেন । নোংরা ভাষায় কথাও বলেন পড়ুয়াদের একাংশের সঙ্গে । এই নিয়ে কলেজের ডিরেক্টর সম্পর্কে অভিযুক্তের দিদিকে বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি ৷ উলটে ভাইয়ের এই অপরাধকে তিনি দিনের পর দিন প্রশয় দিয়ে গিয়েছেন বলে দাবি আন্দোলনরত নার্সিং পড়ুয়াদের ।

শেষে শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । কলেজ ক‍্যাম্পাসের গেট ভাঙারও চেষ্টা হয় এদিন । পড়ুয়াদের পাশাপাশি আন্দোলনে সামিল হতে দেখা যায় অভিভাবকদেরও । আন্দোলনকারীদের অভিযোগ,"কলেজের ম্যানেজিং ডিরেক্টর বিভিন্ন সময় দুর্ব্যবহার করেন তাঁদের সঙ্গে । কয়েকদিন আগে রাতে মদ্যপ অবস্থায় গার্লস হস্টেলে গিয়ে কয়েকজন ছাত্রীর সঙ্গে অভ‍্যবতা করতে শুরু করেন । নানা অছিলায় স্পর্শ করা হয় শরীরও । সেই ঘটনার প্রতিবাদ করেও কোনও সুরাহা মেলেনি ।"

এদিকে, হস্টেলের সামনে সিসি ক্যামেরা বসানো নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ । সূত্রের খবর, পুলিশের পাশাপাশি এই ঘটনায় জেলাশাসক ও স্বাস্থ্য দফতরেও অভিযোগ জানানো হয়েছে । স্বভাবতই, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিক ৷ সেটাই চাইছেন নার্সিং পড়ুয়ারা ।

Last Updated : Aug 10, 2024, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.