ETV Bharat / state

সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে সবুজপত্রে নির্মাণের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ জমিহারাদের - Land Encroachment Controversy - LAND ENCROACHMENT CONTROVERSY

Bolpur Land Encroachment Controversy: সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দখল জমিতে নির্মাণ কাজের অভিযোগ বোলপুরে ৷ আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করল পাট্টা জমির চাষিরা ৷ ঘটনায় বোলপুর-পাঁড়ুই রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷

Bolpur Land Encroachment Controversy
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্রে' নির্মাণের অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 7:25 PM IST

বোলপুর, 7 অগস্ট: প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্র' আবাসনে নির্মাণ কাজের অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে বোলপুর-পাঁড়ুই রাস্তায় অবরোধ, বিক্ষোভ জমিহারা কৃষকদের ৷ তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও এখনও পর্যন্ত প্রশাসন চাষিদের পাট্টা জমির সীমানা চিহ্নিত করে দেয়নি ৷ তার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণ কাজ শুরু হয়েছে ৷ আর জমিহারা কৃষকদের দীর্ঘক্ষণের পথ অবরোধের জেরে নাজেহাল পথচলতি মানুষজন ৷

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্র'-এ নির্মাণের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বোলপুরের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা এলাকায় সবুজপত্র নামে একটি বেসরকারি বিলাশবহুল আবাসন গড়ে উঠেছে ৷ অভিযোগ, 1993 সালে প্রায় 37 জনকে পাট্টা দিয়েছিল তৎকালীন বাম সরকার ৷ এলাকায় ক্যাম্প করে পাট্টা প্রদান করেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ অভিযোগ সেই জমি কার্যত ভয় দেখিয়ে দখল করে নেওয়া হয়েছে ৷ বাইক বাহিনী বাড়ি বাড়ি গিয়ে চাষিদের হুমকি দিয়েছিল, 'জমি দিবি, নাকি ছেলের মাথা নিবি' ৷ অভিযোগ এরপর সেই জমিতে কোনরকম সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে 'সবুজপত্র' আবাসন ৷

এই মর্মে জমি ফেরত পেতে বীরভূম জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, বোলপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেন জমিহারা চাষিরা ৷ পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেন চাষিরা ৷ এই খবর প্রথম তুলে ধরেছিল ইটিভি ভারত ৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে 'সবুজপত্রে' নির্মাণ বন্ধ করে দেওয়া হয় ৷ এমনকি, প্রায় 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করা হয় ৷ চলতি বর্ষায় নিজেদের জমিতে চাষ করার দাবিতে আন্দোলন করে চলেছে চাষিরা ৷ কারণ, 4 বছর তারা নিজেদের পাট্টা জমিতে চাষ করতে পারেনি ৷

কিন্তু, এদিন সকাল থেকে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্র' আবাসনে নির্মাণ কাজ শুরু হয়েছে বলে অভিযোগ করেন সেই সব জমির পাট্টা পাওয়া চাষিরা ৷ এই অভিযোগে সকাল 8টা থেকে বোলপুর-পাঁড়ুই পথ অবরোধ করেন জমিহারারা ৷ রাস্তায় বাইক, সাইকেল, বাঁশ রেখে, হাতে তীর-ধনুক নিয়ে চলতে থাকে অবরোধ ৷ চাষিদের দাবি, অবিলম্বে তাদের জমির সীমানা চিহ্নিত করে দিতে হবে ৷ সঙ্গে দ্রুত তাদের পাট্টা জমি রেকর্ড করে দিতে হবে ৷ দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে নাজেহাল সাধারণ মানুষ ৷ রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি ৷

জমিহারা চাষিদের তরফে শ্যামলাল হাঁসদা এবং রাবণ মুর্মু বলেন, "প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও কাজ করছে ৷ আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার ৷ কিন্তু, এখনও জমি পেলাম না ৷ পাট্টা জমি দখল করে কাজ করে চলেছে ৷ আমাদের জমি ডিমারকেশন না করে দিলে, আমরা পথ অবরোধ চালিয়ে যাব ৷"

বোলপুর, 7 অগস্ট: প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্র' আবাসনে নির্মাণ কাজের অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে বোলপুর-পাঁড়ুই রাস্তায় অবরোধ, বিক্ষোভ জমিহারা কৃষকদের ৷ তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও এখনও পর্যন্ত প্রশাসন চাষিদের পাট্টা জমির সীমানা চিহ্নিত করে দেয়নি ৷ তার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণ কাজ শুরু হয়েছে ৷ আর জমিহারা কৃষকদের দীর্ঘক্ষণের পথ অবরোধের জেরে নাজেহাল পথচলতি মানুষজন ৷

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্র'-এ নির্মাণের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বোলপুরের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা এলাকায় সবুজপত্র নামে একটি বেসরকারি বিলাশবহুল আবাসন গড়ে উঠেছে ৷ অভিযোগ, 1993 সালে প্রায় 37 জনকে পাট্টা দিয়েছিল তৎকালীন বাম সরকার ৷ এলাকায় ক্যাম্প করে পাট্টা প্রদান করেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ অভিযোগ সেই জমি কার্যত ভয় দেখিয়ে দখল করে নেওয়া হয়েছে ৷ বাইক বাহিনী বাড়ি বাড়ি গিয়ে চাষিদের হুমকি দিয়েছিল, 'জমি দিবি, নাকি ছেলের মাথা নিবি' ৷ অভিযোগ এরপর সেই জমিতে কোনরকম সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে 'সবুজপত্র' আবাসন ৷

এই মর্মে জমি ফেরত পেতে বীরভূম জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, বোলপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেন জমিহারা চাষিরা ৷ পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেন চাষিরা ৷ এই খবর প্রথম তুলে ধরেছিল ইটিভি ভারত ৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে 'সবুজপত্রে' নির্মাণ বন্ধ করে দেওয়া হয় ৷ এমনকি, প্রায় 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করা হয় ৷ চলতি বর্ষায় নিজেদের জমিতে চাষ করার দাবিতে আন্দোলন করে চলেছে চাষিরা ৷ কারণ, 4 বছর তারা নিজেদের পাট্টা জমিতে চাষ করতে পারেনি ৷

কিন্তু, এদিন সকাল থেকে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে 'সবুজপত্র' আবাসনে নির্মাণ কাজ শুরু হয়েছে বলে অভিযোগ করেন সেই সব জমির পাট্টা পাওয়া চাষিরা ৷ এই অভিযোগে সকাল 8টা থেকে বোলপুর-পাঁড়ুই পথ অবরোধ করেন জমিহারারা ৷ রাস্তায় বাইক, সাইকেল, বাঁশ রেখে, হাতে তীর-ধনুক নিয়ে চলতে থাকে অবরোধ ৷ চাষিদের দাবি, অবিলম্বে তাদের জমির সীমানা চিহ্নিত করে দিতে হবে ৷ সঙ্গে দ্রুত তাদের পাট্টা জমি রেকর্ড করে দিতে হবে ৷ দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে নাজেহাল সাধারণ মানুষ ৷ রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি ৷

জমিহারা চাষিদের তরফে শ্যামলাল হাঁসদা এবং রাবণ মুর্মু বলেন, "প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও কাজ করছে ৷ আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার ৷ কিন্তু, এখনও জমি পেলাম না ৷ পাট্টা জমি দখল করে কাজ করে চলেছে ৷ আমাদের জমি ডিমারকেশন না করে দিলে, আমরা পথ অবরোধ চালিয়ে যাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.