কলকাতা, 2 জুন: প্রায় দেড়মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে স্কুলের দরজা ৷ আগামিকাল অর্থাৎ, সোমবার থেকে খুলে যাবে রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলি ৷ কিন্তু, স্কুল খুললেও শুরু হবে না পঠনপাঠন ৷ অর্থাৎ, পড়ুয়াদের শ্রেণিকক্ষে যাওয়ার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ৷ আগামিকাল থেকে স্কুলে যাবেন কেবলমাত্র শিক্ষক-শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা ৷ ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলের দরজা খোলা হবে 10 জুন থেকে ৷ ফলে ওইদিন থেকে পুরোদমে শুরু হবে বিদ্যালয়ের পঠনপাঠন ৷
এই বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে, সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিল শিক্ষা দফতর ৷ ফলে 22 এপ্রিল থেকে বাড়িতেই পড়ুয়ারা ৷ আর তার আগে 19 এপ্রিল শুরু হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচন ৷ সেই সময় জেলা ভিত্তিক নির্বাচন অনুযায়ী বন্ধ ছিল স্কুলগুলি ৷ কিন্তু, তীব্র তাপপ্রবাহের কারণে প্রথম দফা নির্বাচনের পরপর স্কুল বন্ধ হয়ে যায় ৷ অবশেষে শনিবার সপ্তম দফা দিয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন ৷ আগামী মঙ্গলবার হবে ফলপ্রকাশ ৷ কিন্তু, এখনও বহু স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ ফলে 3 জুন থেকে সব স্কুলে পঠনপাঠন শুরু করা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এরপর কেন্দ্রীয় বাহিনী স্কুল ছাড়ার পরেও থাকছে স্কুল ও শ্রেণিকক্ষ পরিষ্কারের মতো কাজ ৷
অপরদিকে এই সময় আবহাওয়া আগের থেকে অনেক উন্নত হয়েছে ৷ বহু শিক্ষক সংগঠন আবেদন জানিয়েছিল স্কুল খোলার ৷ তা না-হলে সময়ে সিলেবাস শেষ করা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল ৷ আগামী বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির সিলেবাস শেষ করা নিয়েও, প্রশ্ন ওঠে ৷ বিশেষত, একাদশ শ্রেণিকে নিয়ে ৷ কারণ, এই বছর থেকে তাদের সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে ৷ ফলে সেপ্টেম্বরে হবে প্রথম পরীক্ষা । তাই সময়ে সিলেবাস শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷
এই বিষয়ে শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে 9 জুন পর্যন্ত করা হল ৷ যদিও, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তিন তারিখ থেকে বিদ্যালয় যাওয়ার কথা বলা হয়েছে ৷ আবহাওয়া যেহেতু অনুকূল, তাই ভোটের ফলাফলের পরেরদিন থেকে ছাত্রছাত্রী-সহ সবার জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত ছিল ৷ তার আগে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে ৷"