কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচে সোমবারের ঘটনার পর এবার বেআইনি নির্মাণে কড়া আদালত। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয়, বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, "বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনও মামলাই শুনব না।" ফলে কোনও রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার কোনও প্রশ্ন নেই বলেও স্পষ্ট করে দেন বিচারপতি ৷
এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অবৈধ বাড়ি নির্মাণ সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা ৷ যদিও তিনিটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি। পালটা বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, "বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত যে আদালতই নির্দেশ দিক সেটাই বলবৎ থাকবে। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরনের মামলায় কোন হস্তক্ষেপ করবে না।" বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনও মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
একবালপুরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে পৌরনিগম কেন এতো দেরি করছে, সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, "একটা বেআইনি নির্মাণের বাইরের কাঠামো ভাঙতে পৌর কমিশনার 30 দিন সময় নিচ্ছে !" আদালতের পালটা নির্দেশ, "মিউনিসিপ্যাল কমিশনার হলফনামা জমা দিয়ে জানাবে এই নির্মাণ ভাঙতে কী কী যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে ? যার জন্য এত সময় লাগছে ?" আগামী 9 এপ্রিল মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে হাইকোর্ট।
একবালপুরে ছয় তলা বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশের ডিসি পোর্টকে। 18 নভেম্বর-এর মধ্যে ভাঙার কাজ শেষ করতে নির্দেশ দেয়। এরপর আদালতে, রিপোর্ট দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়ে জানাতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট ৷ মামলাকারীর অভিযোগ ছিল, আদালতের নির্দেশ কার্যকর না-করে, উলটে আরও একটা ফ্লোর বাড়ানো হয়েছে বেআইনি বাড়িটির। সেই মামলাতেই কড়া নির্দেশ দিল হাইকোর্ট ৷
আরও পড়ুন: