ETV Bharat / state

ঘূর্ণিঝড় দানা: শিয়ালদা শাখায় 14 ঘণ্টা বন্ধ লোকাল ট্রেন, ব্যাহত হবে ফেরি পরিষেবাও - CYCLONE DANA

বৃহস্পতিবার রাত 8টা থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্বরেল ৷ বন্ধ থাকবে ফেরি পরিষেবাও ৷

CYCLONE DANA
শিয়ালদা শাখায় 14 ঘণ্টা বন্ধ লোকাল ট্রেন ৷ (ফাইনল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 1:43 PM IST

Updated : Oct 23, 2024, 7:56 PM IST

কলকাতা, 23 অক্টোবর: বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা ৷ তাই আগাম সতর্কতা হিসেবে শিয়ালদা শাখায় সমস্ত লোকাল ট্রেন 14 ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার রাত 8টা থেকে পরেরদিন সকাল 10টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন শিয়ালদা শাখায় চলাচল করবে না ৷ এই সময়ের মধ্যে 190টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷

তবে শুধু ট্রেন নয়, ফেরি চলাচলেও প্রভাব পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানার কারণে ৷ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবস্থা বুঝে কলকাতা ও হাওড়ার মধ্যে ফেরি পরিষেবা চালু রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি ৷

ঘূর্ণিঝড় দানার কারণে শিয়ালদা শাখায় 14 ঘণ্টা বন্ধ লোকাল ট্রেন ৷ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার শিয়ালদা থেকে প্রতিটি শাখার শেষ ট্রেন রাত 8টার মধ্যে ছাড়বে ৷ অর্থাৎ, সময়সূচি অনুযায়ী রাত 8টা আগে প্রত্যেক শাখার যে ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়ে, সেগুলি শেষ ট্রেন হিসেবে ধরা হবে ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিয়ো বার্তায় বলেছেন, "ঘূর্ণিঝড় দানার কারণে পূর্বরেল একটি সিদ্ধান্ত নিয়েছে ৷ যেখানে বৃহস্পতিবার রাত 8টার পর থেকে পরেরদিন অর্থাৎ, শুক্রবার সকাল 10টা পর্যন্ত কোনও ট্রেন শিয়ালদা শাখায় চলাচল করবে না ৷ পাশাপাশি, উপকূলবর্তী এলাকা থেকে শিয়ালদায় আসা ট্রেন অর্থাৎ, নামখানা, হাসনাবাদের দিক থেকে যে ট্রেনগুলি শিয়ালদায় আসে, সেই ট্রেনগুলি সন্ধে 7 টার পর থেকে আর চালানো হবে না ৷ অর্থাৎ, সন্ধে সাতটার পর নামখানা বা হাসনাবাদের দিক থেকে কোনও ট্রেন শিয়ালদার দিকে আসবে না ৷"

তিনি জানিয়েছেন, মূলত যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় আসার আগের মুহূর্তে কোনও ট্রেন যাতে মাঝপথে না-থাকে, সেটাই সুনিশ্চিত করছে তারা ৷ তা না-হলে, ওভারহেডের তার ছিঁড়ে বা গাছ পড়ে মাঝপথে কোনও ট্রেন দাঁড়িয়ে গেলে, তা বিপজ্জনক হতে পারে ৷ তাই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে, শুক্রবার সকাল 10টার পর থেকে আবারও শিয়ালদা শাখা থেকে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হবে ৷

পূর্ব রেলের তরফে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে ৷ যাত্রীদের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷

  • হাওড়া ডিভিশনের হেল্প ডেস্ক নম্বর- 033-2641 3660
  • মেইন এনকোয়ারি নম্বর- 033-2640 2241 ও 033-2640 2242
  • বিপর্যয় মোকাবিলা নম্বর- 033-2461 2323
  • শিয়ালদহ ডিভিশনের হেল্প ডেস্ক- 033-2351 6967

অন্যদিকে, হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির তরফে এ দিন জরুরি বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকের পর বোর্ডের ডিরেক্টর অজয় দে বলেন, "আমরা ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় প্রস্তুত রয়েছি ৷ এখনও সরকারের তরফে কোনও নির্দেশিকা আসেনি ৷ তবে, পরিস্থিতির উপর নজর রাখছি আমরা ৷ সরকার নির্দেশ দিলে, আমরা ফেরি পরিষেবা বন্ধ তো করবই ৷ কিন্তু, সেরকম পরিস্থিতি তৈরি হলে, আমরাই কলকাতা ও হাওড়ার ফেরি চলা বন্ধ করে দেব ৷ যাত্রী সুরক্ষা আমাদের কাছে সবার আগে ৷"

কলকাতা, 23 অক্টোবর: বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা ৷ তাই আগাম সতর্কতা হিসেবে শিয়ালদা শাখায় সমস্ত লোকাল ট্রেন 14 ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার রাত 8টা থেকে পরেরদিন সকাল 10টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন শিয়ালদা শাখায় চলাচল করবে না ৷ এই সময়ের মধ্যে 190টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷

তবে শুধু ট্রেন নয়, ফেরি চলাচলেও প্রভাব পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানার কারণে ৷ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবস্থা বুঝে কলকাতা ও হাওড়ার মধ্যে ফেরি পরিষেবা চালু রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি ৷

ঘূর্ণিঝড় দানার কারণে শিয়ালদা শাখায় 14 ঘণ্টা বন্ধ লোকাল ট্রেন ৷ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার শিয়ালদা থেকে প্রতিটি শাখার শেষ ট্রেন রাত 8টার মধ্যে ছাড়বে ৷ অর্থাৎ, সময়সূচি অনুযায়ী রাত 8টা আগে প্রত্যেক শাখার যে ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়ে, সেগুলি শেষ ট্রেন হিসেবে ধরা হবে ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিয়ো বার্তায় বলেছেন, "ঘূর্ণিঝড় দানার কারণে পূর্বরেল একটি সিদ্ধান্ত নিয়েছে ৷ যেখানে বৃহস্পতিবার রাত 8টার পর থেকে পরেরদিন অর্থাৎ, শুক্রবার সকাল 10টা পর্যন্ত কোনও ট্রেন শিয়ালদা শাখায় চলাচল করবে না ৷ পাশাপাশি, উপকূলবর্তী এলাকা থেকে শিয়ালদায় আসা ট্রেন অর্থাৎ, নামখানা, হাসনাবাদের দিক থেকে যে ট্রেনগুলি শিয়ালদায় আসে, সেই ট্রেনগুলি সন্ধে 7 টার পর থেকে আর চালানো হবে না ৷ অর্থাৎ, সন্ধে সাতটার পর নামখানা বা হাসনাবাদের দিক থেকে কোনও ট্রেন শিয়ালদার দিকে আসবে না ৷"

তিনি জানিয়েছেন, মূলত যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় আসার আগের মুহূর্তে কোনও ট্রেন যাতে মাঝপথে না-থাকে, সেটাই সুনিশ্চিত করছে তারা ৷ তা না-হলে, ওভারহেডের তার ছিঁড়ে বা গাছ পড়ে মাঝপথে কোনও ট্রেন দাঁড়িয়ে গেলে, তা বিপজ্জনক হতে পারে ৷ তাই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে, শুক্রবার সকাল 10টার পর থেকে আবারও শিয়ালদা শাখা থেকে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হবে ৷

পূর্ব রেলের তরফে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে ৷ যাত্রীদের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷

  • হাওড়া ডিভিশনের হেল্প ডেস্ক নম্বর- 033-2641 3660
  • মেইন এনকোয়ারি নম্বর- 033-2640 2241 ও 033-2640 2242
  • বিপর্যয় মোকাবিলা নম্বর- 033-2461 2323
  • শিয়ালদহ ডিভিশনের হেল্প ডেস্ক- 033-2351 6967

অন্যদিকে, হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির তরফে এ দিন জরুরি বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকের পর বোর্ডের ডিরেক্টর অজয় দে বলেন, "আমরা ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় প্রস্তুত রয়েছি ৷ এখনও সরকারের তরফে কোনও নির্দেশিকা আসেনি ৷ তবে, পরিস্থিতির উপর নজর রাখছি আমরা ৷ সরকার নির্দেশ দিলে, আমরা ফেরি পরিষেবা বন্ধ তো করবই ৷ কিন্তু, সেরকম পরিস্থিতি তৈরি হলে, আমরাই কলকাতা ও হাওড়ার ফেরি চলা বন্ধ করে দেব ৷ যাত্রী সুরক্ষা আমাদের কাছে সবার আগে ৷"

Last Updated : Oct 23, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.