আলিপুরদুয়ার, 17 মে: আলিপুরদুয়ার পুলিশের বড় সাফল্য ! সূত্র মারফত খবর পেয়ে 10 হাজার ইয়াবা ট্যাবলেট, 170 গ্রাম সানফ্লাওয়ার ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশ । নাগাল্যান্ড থেকে এই মাদক ও নেশার ট্যাবলেট-সহ গ্রেফতার হয়েছে তিনজন । এসটিএফের সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে নিউ আলিপুরদুয়ার স্টেশনের কাছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতরা নাগাল্যান্ড থেকে ট্রেনে করে আলিপুরদুয়ারে আসছিল বলে জানা গিয়েছে । আলিপুরদুয়ার জেলা পুলিশ উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড থেকে আসা দুই পুরুষ ও একজন মহিলাকে ড্রাগস ও নেশার ট্যাবলেট-সহ গ্রেফতার করে ।
সূত্র মারফত খবর পেয়ে পুলিশ নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালিয়ে তিন জনকে প্রথমে আটক করে । জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদ এবং বাকি দু'জনের বাড়ি পার্শ্ববর্তী জেলা কোচবিহারে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 10 হাজারটি নেশার ট্যাবলেট ইয়াবা, 170 গ্রাম ড্রাগস । বর্তমান বাজারে এর মূল্য অনেক বেশি ।
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার এসডিপিও শ্রীনিভাস এমপি বলেন, "নিউ আলিপুরদুয়ার এলাকা থেকে আমরা তিন জনকে গ্রেফতার করেছি । তাদের কাছ থেকে 10 হাজার ইয়াবা ট্যাবলেট ও 170 গ্রাম সানফ্লাওয়ার ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে । অভিযুক্তরা এই ড্রাগস ও ট্যাবলেট কোথায় নিয়ে যাচ্ছিল, তারা কোথা থেকে এসেছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে । তদন্ত শেষ হওয়ার পরেই এই ঘটনার সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানা যাবে । এই ঘটনা আলিপুরদুয়ার পুলিশের জন্য একটি বড় সাফল্য !"
আরও পড়ুন :