ETV Bharat / state

কর্মীদের শালপাতার থালা, কাপড়ের ফ্লাক্স ! প্লাস্টিকমুক্ত ভোট চায় আলিপুরদুয়ার - Lok Sabha Election 2024

Plastic Free Election: সবুজের চাদরে মোড়া আলিপুরদুয়ারে ভোটের সময় প্লাস্টিকের ব্যবহার রুখতে তৎপর জেলাপ্রশাসন ৷ ভোটকর্মীদের জন্য শালাপাতা থালা, কাপড়ের ফ্লাক্স দেওয়া হচ্ছে ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 5:53 PM IST

আলিপুরদুয়ার, 14 এপ্রিল: সবুজের চাদরে মোড়া আলিপুরদুয়ার জেলা । ভোটের আবহেও প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্লাস্টিকের বর্জ্য পদার্থের বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন । প্লাস্টিকের ব্যবহার রুখতে ভোটকর্মীদের জন্য শালাপাতার থালা, কাপড়ের ফ্লাক্সের ব্যবস্থা করা হচ্ছে । আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটের কাজে প্লাস্টিক বর্জনই লক্ষ্য আলিপুরদুয়ার জেলা প্রশাসনের । ভোটের কাজে নিযুক্তদের প্লাস্টিক বর্জন করে কাজ করার বার্তা দিতে নিজে মাঠে নেমে পড়েছেন জেলাশাসক আর বিমলা ।

আলিপুরদুয়ার জেলার চারদিকে সবুজ পাহাড়, জঙ্গল, চা বাগান । পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই আলিপুরদুয়ারকে আরও সবুজ করতে উদ্যোগী জেলাপ্রশাসন ৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ারে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের কাজে প্লাস্টিক নিষিদ্ধের বার্তা দিতে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডের মুক্ত মঞ্চে জেলার 24 জন অংশ নেন এই প্রতিযোগিতায় । প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজন ছাড়াও অন্যান্যদের পুরস্কৃত করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং, আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার-সহ অন্যান্যরা ।

Plastic Free Election
আলিপুরদুয়ারে পরিবেশরক্ষায় তৎপরতা

আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন, "নির্বাচনের সমস্ত কাজ পরিবেশবান্ধব উপায়ে সম্পন্ন করা হবে । ভোটকর্মীদের শালপাতার থালা এবং কাপড়ের ফ্লাক্স ব্যবহার করতে দেওয়া হবে । যা পরিবেশ দূষণ ঘটাবে না । ভোটকর্মী থেকে শুরু করে ভোটের কাজে নিযুক্ত গাড়ির চালক, খালাসি, নিরাপত্তারক্ষী মিলিয়ে মোট 15 হাজার মানুষের আনা গোনা হবে নির্বাচন উপলক্ষে ৷ ভোট কর্মী, নিরাপত্তা কর্মী, গাড়ির চালকদের টিফিন থেকে শুরু করে অন্যান্য কাজের জন্য আমরা প্লাস্টিক নিষিদ্ধ করেছি । আমরা জিরো ওয়েস্ট করব । আলিপুরদুয়ার জেলার প্রকৃতি পর্যটনের উপর ভিত্তি করে রয়েছে । তার জন্য আমরা প্লাস্টিক-ফ্রি রাখার চেষ্টা করছি ৷ যদি প্লাস্টিকের ব্যবহার হয় তাহলে আমরা প্লাস্টিক রিসাইকেলের জন্য দেব । যে ফ্লাক্সগুলো ব্যবহার করা হচ্ছিল, সেগুলো কাপড় দিয়ে করা হচ্ছে । খাবারের জন্য আমরা শালপাতার থালা ব্যবহার করছি ।" তাঁরা নির্বাচনের সব কিছু সবুজ করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান জেলাশাসক আর বিমলা ।

Plastic Free Election
প্লাস্টিকমুক্ত ভোট

আরও পড়ুন:

  1. নববর্ষে গঙ্গাবক্ষে নৌকায় প্রচারে বিজেপি প্রার্থী লকেট
  2. নববর্ষে খাঁটি বাঙালি সাজে প্রচার, সবাইকে সৌজন্য রক্ষার আবেদন দেবের
  3. তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই

আলিপুরদুয়ার, 14 এপ্রিল: সবুজের চাদরে মোড়া আলিপুরদুয়ার জেলা । ভোটের আবহেও প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্লাস্টিকের বর্জ্য পদার্থের বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন । প্লাস্টিকের ব্যবহার রুখতে ভোটকর্মীদের জন্য শালাপাতার থালা, কাপড়ের ফ্লাক্সের ব্যবস্থা করা হচ্ছে । আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটের কাজে প্লাস্টিক বর্জনই লক্ষ্য আলিপুরদুয়ার জেলা প্রশাসনের । ভোটের কাজে নিযুক্তদের প্লাস্টিক বর্জন করে কাজ করার বার্তা দিতে নিজে মাঠে নেমে পড়েছেন জেলাশাসক আর বিমলা ।

আলিপুরদুয়ার জেলার চারদিকে সবুজ পাহাড়, জঙ্গল, চা বাগান । পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই আলিপুরদুয়ারকে আরও সবুজ করতে উদ্যোগী জেলাপ্রশাসন ৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ারে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের কাজে প্লাস্টিক নিষিদ্ধের বার্তা দিতে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডের মুক্ত মঞ্চে জেলার 24 জন অংশ নেন এই প্রতিযোগিতায় । প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজন ছাড়াও অন্যান্যদের পুরস্কৃত করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং, আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার-সহ অন্যান্যরা ।

Plastic Free Election
আলিপুরদুয়ারে পরিবেশরক্ষায় তৎপরতা

আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন, "নির্বাচনের সমস্ত কাজ পরিবেশবান্ধব উপায়ে সম্পন্ন করা হবে । ভোটকর্মীদের শালপাতার থালা এবং কাপড়ের ফ্লাক্স ব্যবহার করতে দেওয়া হবে । যা পরিবেশ দূষণ ঘটাবে না । ভোটকর্মী থেকে শুরু করে ভোটের কাজে নিযুক্ত গাড়ির চালক, খালাসি, নিরাপত্তারক্ষী মিলিয়ে মোট 15 হাজার মানুষের আনা গোনা হবে নির্বাচন উপলক্ষে ৷ ভোট কর্মী, নিরাপত্তা কর্মী, গাড়ির চালকদের টিফিন থেকে শুরু করে অন্যান্য কাজের জন্য আমরা প্লাস্টিক নিষিদ্ধ করেছি । আমরা জিরো ওয়েস্ট করব । আলিপুরদুয়ার জেলার প্রকৃতি পর্যটনের উপর ভিত্তি করে রয়েছে । তার জন্য আমরা প্লাস্টিক-ফ্রি রাখার চেষ্টা করছি ৷ যদি প্লাস্টিকের ব্যবহার হয় তাহলে আমরা প্লাস্টিক রিসাইকেলের জন্য দেব । যে ফ্লাক্সগুলো ব্যবহার করা হচ্ছিল, সেগুলো কাপড় দিয়ে করা হচ্ছে । খাবারের জন্য আমরা শালপাতার থালা ব্যবহার করছি ।" তাঁরা নির্বাচনের সব কিছু সবুজ করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান জেলাশাসক আর বিমলা ।

Plastic Free Election
প্লাস্টিকমুক্ত ভোট

আরও পড়ুন:

  1. নববর্ষে গঙ্গাবক্ষে নৌকায় প্রচারে বিজেপি প্রার্থী লকেট
  2. নববর্ষে খাঁটি বাঙালি সাজে প্রচার, সবাইকে সৌজন্য রক্ষার আবেদন দেবের
  3. তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.