আসানসোল, 27 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কান্ডে প্রতিবাদের কারণে স্থানীয় তিন বিজেপি-কর্মীর নামে মিথ্যে মামলায় দায়ে করেছে পুলিশ ৷ অভিযোগ আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের । তারই প্রতিবাদে মঙ্গলবার আসানসোলের ভগৎ সিং মোড়ে পথ অবরোধ বিধায়কের । এই বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিতে আসেন আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ড ৷ তাঁকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমক দেন অগ্নিমিত্রা পল ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপির এই কর্মসূচির জন্য পূর্ব ঘোষিত ছিল না ৷ তাই পুলিশের অনুমতিও ছিল না । আর সেই কারণেই পুলিশ বিক্ষোভে বাধা দেয় । তা নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ৷ আইসি কৌশিক কুন্ডুকে অগ্নিমিত্রা বলেন, "আপনার কাছে অনুমতি নেই। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে অবরোধের ফলে।"
জানা গিয়েছে, বারাবনি থানা এলাকায় সন্দেশখালি নিয়ে আন্দোলন করার জন্য বিজেপির তিন কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে । বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ ভুয়ো মামলা করেছে পুলিশ । আর এই অভিযোগের ভিত্তিতেই প্রতিবাদ জানাতে পথ অবরোধে নামেন তিনি । মঙ্গলবার বিকেলে আসানসোল ভগৎ সিং মোড়ের কাছে তিনি পথ অবরোধ করতে নামেন। খবর পেয়ে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু অগ্নিমিত্রা পলকে অনুরোধ করেন অবরোধ তুলে নেওয়ার জন্য।
তাতেই যেন আগুনে ঘৃতাহুতি ৷ ক্ষোভ প্রকাশ করেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পুলিশকে আঙুল উচিয়ে ধমক দিতে শুরু করেন। পুলিশকে ধমক দিয়ে বলেন "আপনারা মিথ্যে মামলা করেছেন বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আমরাও এবার পুলিশের বিরুদ্ধে মামলা করব।" যদিও আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু বলেছেন "কোনও মিথ্যা মামলা করা হয়নি। সবটাই তদন্ত সাপেক্ষ।"
আরও পড়ুন: