ETV Bharat / state

মেদিনীপুরে হারার বড় কারণ 'লক্ষ্মীর ভাণ্ডার'! স্বীকারোক্তি অগ্নিমিত্রার - Agnimitra Paul

BJP Leader Agnimitra Paul: মেদিনীপুরে ভোটে হারের কারণ নিয়ে এবার চুলচেরা বিশ্লেষণে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । কারণ, হিসেবে উল্লেখ করতে গিয়ে তিনি লক্ষ্মীর ভাণ্ডারকে দায়ী করলেন । এরই সঙ্গে আক্ষেপের সুরে বললেন, "আমি অনেক কিছু হারালাম ৷ কিন্তু মেদিনীপুরের মানুষ একজন ভালো সাংসদকে হারালো ।"

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 12:43 PM IST

Agnimitra Paul
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (নিজস্ব ছবি)

মেদিনীপুর, 8 জুন: মেদিনীপুর লোকসভা থেকেই 2019 সালে জিতেছিলেন দিলীপ ঘোষ ৷ বিজেপির এই জেতা সিট এবার হাতছাড়া হয়েছে । বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এই আসনে জয় ধরে রাখতে পারেননি ৷ মানুষ তাঁর উপর ভরসা রাখেনি ৷ বরং, ভোটাররা তৃণমূলের উপর আস্থা রেখেছে । এই আসনে জিতেছেন মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া । তবে তাঁর ভোটের ব্যবধান 27 হাজারের মতো ।

মেদিনীপুরে হারের কারণ দর্শালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

যেখানে আগেরবার বিজেপি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে মেদিনীপুরে জিতেছিল ৷ সেই জেতা সিট হাতছাড়া হতে হল কেন, তাই নিয়ে গেরুয়া শিবিরে চলছে গভীর বিশ্লেষণ । তবে এই ভোটের হারার কারণ নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । বৃহস্পতিবার রাতে তিনি এসেছিলেন মেদিনীপুরে বিজেপি কার্যালয়ে ৷ ভোট পরবর্তী হিংসার জেরে যেসব বিজেপি নেতা ও কর্মীরা ঘরছাড়া রয়েছেন তাঁদের সঙ্গে এ দিন দেখা করেন অগ্নিমিত্রা । তাঁদের সঙ্গে কথা বলার পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷

সেখানেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে হারার কারণ নিয়ে তিনি বলেন, "ভোটের পর সময় করে উঠতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম । কিন্তু, এখন আমরা ভোটে হারার কারণ বিশ্লেষণ করতে শুরু করেছি । মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে অন্যতম ছিল খড়গপুর গ্রামীন যা সংখ্যালঘু অধ্যুষিত । এই সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি । যার জন্য প্রায় 32 হাজার ভোটের লিড দিয়েছে এই খড়গপুর গ্রামীণ থেকে । এরই সঙ্গে মেদিনীপুরেও বিজেপি ব্যবধান বাড়াতে পারেনি । তার কারণ ভাবতে হচ্ছে । পাশাপাশি কেশিয়াড়িতেও বিজেপির ভোট-ব্যবধান হয়নি, হেরেছে নারায়ণগড়ে । খড়গপুর সদরে যে ভোটের ব্যবধান হয়েছে তা-ও অত্যন্ত কম ৷ কেন অবাঙালিরা পিছু হটল বিজেপি থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে ।"

Agnimitra Paul
ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথন অগ্নিমিত্রার (নিজস্ব ছবি)

অগ্নিমিত্রার আরও সংযোজন,"আমার হারার পেছনে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ ।" তিনি এও ব্যক্ত করেন, "মা-বোনেরা কেন হাজার টাকার বিনিময়ে নিজেদের ভোটটা তৃণমূলকে দিল তা বুঝতে পারছি না । একদিকে হাজার টাকা দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদির দেওয়া বাড়ি ঘরের টাকা কেড়ে নিচ্ছে ।" দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, নতুনদের তাড়াতাড়ি ক্ষমতা বৃদ্ধির জন্য বিজেপির এই বিপর্যয় ৷ এ বিষয়ে অগ্নিমিত্রা পল বলেন, "দিলীপ ঘোষ আমাদের প্রবীণ নেতা । তিনি কেন এ কথা বলেছেন তাঁর উত্তর দিতে পারব না ।"

তবে নিজের হার প্রসঙ্গে তিনি বলেন," আমি এই মেদিনীপুরে অনেক কিছু পেয়েছি প্রায় 6 লক্ষ 74 হাজার ভোট পেয়েছি । যেখানে অন্যান্য প্রার্থীরা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ ভোটে জিতে আসে । মেদিনীপুরের প্রতি আমার কাজ জারি থাকবে । ভাতা'র বাংলা হতে দেব না ৷" এইসঙ্গে তিনি আক্ষেপের সুরে বলেন, "আমি তো অনেক কিছু হারালাম । কারণ আমার ইচ্ছে ছিল মেদিনীপুরে এমইসের মতো একটি হাসপাতাল করার ৷ সঙ্গে শিল্প স্থাপন করারও ৷ কিন্তু মেদিনীপুরের মানুষ একজন ভালো সাংসদকে হারালো ।" এ দিন অগ্নিমিত্রা এও ঘোষণা করেছেন, মেদিনীপুরে তিনি দু'মাস থাকবেন । এরপর দল যেমন নির্দেশ দেবেন তেমনভাবে তিনি কাজ করবেন ।

মেদিনীপুর, 8 জুন: মেদিনীপুর লোকসভা থেকেই 2019 সালে জিতেছিলেন দিলীপ ঘোষ ৷ বিজেপির এই জেতা সিট এবার হাতছাড়া হয়েছে । বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এই আসনে জয় ধরে রাখতে পারেননি ৷ মানুষ তাঁর উপর ভরসা রাখেনি ৷ বরং, ভোটাররা তৃণমূলের উপর আস্থা রেখেছে । এই আসনে জিতেছেন মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া । তবে তাঁর ভোটের ব্যবধান 27 হাজারের মতো ।

মেদিনীপুরে হারের কারণ দর্শালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

যেখানে আগেরবার বিজেপি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে মেদিনীপুরে জিতেছিল ৷ সেই জেতা সিট হাতছাড়া হতে হল কেন, তাই নিয়ে গেরুয়া শিবিরে চলছে গভীর বিশ্লেষণ । তবে এই ভোটের হারার কারণ নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । বৃহস্পতিবার রাতে তিনি এসেছিলেন মেদিনীপুরে বিজেপি কার্যালয়ে ৷ ভোট পরবর্তী হিংসার জেরে যেসব বিজেপি নেতা ও কর্মীরা ঘরছাড়া রয়েছেন তাঁদের সঙ্গে এ দিন দেখা করেন অগ্নিমিত্রা । তাঁদের সঙ্গে কথা বলার পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷

সেখানেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে হারার কারণ নিয়ে তিনি বলেন, "ভোটের পর সময় করে উঠতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম । কিন্তু, এখন আমরা ভোটে হারার কারণ বিশ্লেষণ করতে শুরু করেছি । মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে অন্যতম ছিল খড়গপুর গ্রামীন যা সংখ্যালঘু অধ্যুষিত । এই সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি । যার জন্য প্রায় 32 হাজার ভোটের লিড দিয়েছে এই খড়গপুর গ্রামীণ থেকে । এরই সঙ্গে মেদিনীপুরেও বিজেপি ব্যবধান বাড়াতে পারেনি । তার কারণ ভাবতে হচ্ছে । পাশাপাশি কেশিয়াড়িতেও বিজেপির ভোট-ব্যবধান হয়নি, হেরেছে নারায়ণগড়ে । খড়গপুর সদরে যে ভোটের ব্যবধান হয়েছে তা-ও অত্যন্ত কম ৷ কেন অবাঙালিরা পিছু হটল বিজেপি থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে ।"

Agnimitra Paul
ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথন অগ্নিমিত্রার (নিজস্ব ছবি)

অগ্নিমিত্রার আরও সংযোজন,"আমার হারার পেছনে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ ।" তিনি এও ব্যক্ত করেন, "মা-বোনেরা কেন হাজার টাকার বিনিময়ে নিজেদের ভোটটা তৃণমূলকে দিল তা বুঝতে পারছি না । একদিকে হাজার টাকা দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদির দেওয়া বাড়ি ঘরের টাকা কেড়ে নিচ্ছে ।" দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, নতুনদের তাড়াতাড়ি ক্ষমতা বৃদ্ধির জন্য বিজেপির এই বিপর্যয় ৷ এ বিষয়ে অগ্নিমিত্রা পল বলেন, "দিলীপ ঘোষ আমাদের প্রবীণ নেতা । তিনি কেন এ কথা বলেছেন তাঁর উত্তর দিতে পারব না ।"

তবে নিজের হার প্রসঙ্গে তিনি বলেন," আমি এই মেদিনীপুরে অনেক কিছু পেয়েছি প্রায় 6 লক্ষ 74 হাজার ভোট পেয়েছি । যেখানে অন্যান্য প্রার্থীরা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ ভোটে জিতে আসে । মেদিনীপুরের প্রতি আমার কাজ জারি থাকবে । ভাতা'র বাংলা হতে দেব না ৷" এইসঙ্গে তিনি আক্ষেপের সুরে বলেন, "আমি তো অনেক কিছু হারালাম । কারণ আমার ইচ্ছে ছিল মেদিনীপুরে এমইসের মতো একটি হাসপাতাল করার ৷ সঙ্গে শিল্প স্থাপন করারও ৷ কিন্তু মেদিনীপুরের মানুষ একজন ভালো সাংসদকে হারালো ।" এ দিন অগ্নিমিত্রা এও ঘোষণা করেছেন, মেদিনীপুরে তিনি দু'মাস থাকবেন । এরপর দল যেমন নির্দেশ দেবেন তেমনভাবে তিনি কাজ করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.