দাসপুর, 28 জুন: নতুন রেশন ডিলার নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ ৷ প্রতিবাদে খাদ্যদফতরে তালা দিয়ে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, কর্মাদক্ষ-সহ এলাকাবাসীর। খাদ্য আধিকারিক বিমল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে খাদ্য দফতরের তালা খুলে তদন্তের আশ্বাস দেন ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এক নম্বর ব্লকের ঘটনা। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
জানা গিয়েছে, দাসপুর এক নম্বর ব্লকের বড় শিমুলিয়া গ্রামে নতুন রেশন ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলছেন তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, এলাকায় কোনও প্রচার ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন না-দিয়ে পয়সার বিনিময়ে নিয়োগ করা হচ্ছে রেশন ডিলারদের। এমনকী এই নিয়েগের ব্য়াপারে পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ খাদ্য কর্মাধ্যক্ষদের কোনও কিছু জানানো হয়নি। খাদ্য দফতরের আধিকারিকরা নিজেদের ইচ্ছেমতো রেশন ডিলার নিয়োগ করেছেন৷
তবে খাদ্য দফতরের যে আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ, সেই বিমল মণ্ডল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, নিয়ম মেনে বিজ্ঞাপন দিয়ে এবং মাইকিং করে নিয়োগ করা হয়েছে রেশন ডিলার । তিনি বলেন, "সবকিছু নির্দিষ্ট নিয়ম মেনে হয়েছে ৷ আমরা বিভিন্ন পেপারে বিজ্ঞাপনও দিয়েছি। সেই নির্দেশ মোতাবেক নিয়োগ করা হয়েছে। এতে কোনও রকম দুর্নীতি বা অসাধুতা কিছু নেই । এছাড়াও এই রেশন ডিলার নিয়োগ নিয়ে আমরা রীতিমতো মাইকিং করে প্রচার করেছিলাম এলাকা জুড়ে সেই ক্লিপিংও আমাদের কাছে রয়েছে।"
ঘটনা প্রসঙ্গেই দাসপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজাতা সিং বলেন, "আমাদেরকে কোনও কিছু না জানিয়ে করা হয়েছে। কোন পেপারে বিজ্ঞাপন দেওয়া বা জানানো হয়নি ৷ আমাদের এখানে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে, যারা রেশন ডিলার পেলে কর্মসংস্থান হত এবং গ্রামের উন্নতি হত। এসব বাদ দিয়ে ওরা নিজেদের মতন করে নিয়েছে। এটা আমরা মানি না। আমরা চাই, আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে রেশন ডিলার নিয়োগ হোক।"