ডায়মন্ড হারবার, 29 জানুয়ারি: 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগের এক হাজার 834 জনের পূর্ণাঙ্গ প্যানেলের দাবিতে ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে দেখালেন চাকরিপ্রার্থীরা। সোমবার দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিজেদের নিয়োগের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসেন।
চাকরি প্রার্থীদের অভিযোগ, 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের এক হাজার 834 জনের প্যানেলের মধ্যে এক হাজার 506 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত 328 জন চাকরিপ্রার্থী নিয়োগের কাগজপত্র পাননি। তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। তাদের আরও অভিযোগ, এক হাজার 42 জন চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়োগ হয়নি। চেয়ারম্যানকে অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেও দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।
যদিও তাদের অভিযোগ, এখনও পর্যন্ত চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর উপরেই ভরসা করে বসে আছেন। এক চাকরিপ্রার্থীর কথায়, "আমাদের জীবন থেকে 15 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র আমাদের হাতে এসে পৌঁছয়নি। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমরা এখনও পর্যন্ত আশার আলো দেখছি আমরা নিয়োগ পাব। দেখলাম অনেক চাকরিপ্রার্থীরা যারা মারা গিয়েছে আদালতের নির্দেশে তাদের বাড়িতে নিয়োগপত্র যাচ্ছে। আমরা এটা চাই না। অবিলম্বে চেয়ারম্যানকে স্মারকলিপি জমা দিয়ে আমরা জানাতে চাই যে আমাদের নিয়োগ করা হোক।" ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক বলেন, "এক হাজার 506 জনকে আদালতের নির্দেশ মেনেই নিয়োগপত্র দেয়া হয়েছে ৷ বাকিদেরও খুব শীঘ্রই দেওয়া হবে ৷"
আরও পড়ুন: