ETV Bharat / state

সন্দেশখালির বিচার চাইতে এবিভিপির উত্তরকন্যা অভিযান, পুলিশের লাঠিপেটা ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে - Uttarkanya Abhijan of abvp

Uttarkanya Abhijan: সামনেই লোকসভা ভোট ৷ তার আগে সন্দেশখালি ঘটনার প্রতিবাদে সোমবার উত্তরকন্যা অভিযানে নামে এবিভিপি ৷ তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ৷

সন্দেশখালির বিচার চাইতে এবিভিপির উত্তরকন্যা অভিযান
Uttarkanya Abhijan
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 4:44 PM IST

Updated : Mar 11, 2024, 6:14 PM IST

সন্দেশখালির বিচার চাইতে এবিভিপির উত্তরকন্যা অভিযান

শিলিগুড়ি, 11 মার্চ: সন্দেশখালি ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে। তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার সন্দেশখালি ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হিন্দি হাইস্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয় এবিভিপির। মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিন বাত্তি মোড়ে পৌঁছয়। উত্তরকন্যা অভিযান যাতে সফল না-হয় সেজন্য তিন বাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী ও ব়্যাফ।

এরপরই মিছিলটি তিনবাত্তি মোরে পৌঁছতেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবিভিপি। সে সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী-সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির কর্মী-সমর্থকদের আটকও করে পুলিশ। এবিভিপি নেতা-কর্মীদের দাবি, আমাদেরকে জোর করে আটকানো হয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে। এদিকে এবিভিপির অভিযানকে ঘিরে যাতে উত্তেজনা না-ছড়ায় সেকারণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

তবে এবিভিপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিরাট পুলিশ বাহিনী তাদের সামলাতে গিয়ে হিমশিম খায়। একাধিক এবিভিপি কর্মীকে পুলিশ কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যায়। সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। উল্লেখ্য, রাজ্যজুড়ে নারী নির্যাতনের অভিযোগে এবং রাজ্যে গণতন্ত্র বিপন্ন-এই ইস্যুকে হাতিয়ার করে উত্তরকন্যা অভিযানে নেমেছিল এবিভিপি ৷ আর সেই অভিযান ঘিরেই সোমবার দুপুরে কার্যত উত্তাল হল শিলিগুড়ি ৷

মিছিলে অংশগ্রহণকারীর দাবি করেছেন, শান্তিপূর্ণভাবে এই অভিযানে পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্য করেছেন ৷ পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের এই ভূমিকা নিয়েও প্রশিন তুলেছেন আটক এবিভিপির কর্মীরা ৷ এদিকে উত্তরবরঙ্গ অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘণ্টাখানেক বাদে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে ৷

আরও পড়ুন:

  1. চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড
  2. টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়ার অভিযোগ
  3. এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে মেদিনীপুরে ঝাঁটা হাতে ধুন্ধুমার বিজেপির মহিলা কর্মীদের

সন্দেশখালির বিচার চাইতে এবিভিপির উত্তরকন্যা অভিযান

শিলিগুড়ি, 11 মার্চ: সন্দেশখালি ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে। তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার সন্দেশখালি ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হিন্দি হাইস্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয় এবিভিপির। মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিন বাত্তি মোড়ে পৌঁছয়। উত্তরকন্যা অভিযান যাতে সফল না-হয় সেজন্য তিন বাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী ও ব়্যাফ।

এরপরই মিছিলটি তিনবাত্তি মোরে পৌঁছতেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবিভিপি। সে সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী-সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির কর্মী-সমর্থকদের আটকও করে পুলিশ। এবিভিপি নেতা-কর্মীদের দাবি, আমাদেরকে জোর করে আটকানো হয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে। এদিকে এবিভিপির অভিযানকে ঘিরে যাতে উত্তেজনা না-ছড়ায় সেকারণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

তবে এবিভিপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিরাট পুলিশ বাহিনী তাদের সামলাতে গিয়ে হিমশিম খায়। একাধিক এবিভিপি কর্মীকে পুলিশ কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যায়। সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। উল্লেখ্য, রাজ্যজুড়ে নারী নির্যাতনের অভিযোগে এবং রাজ্যে গণতন্ত্র বিপন্ন-এই ইস্যুকে হাতিয়ার করে উত্তরকন্যা অভিযানে নেমেছিল এবিভিপি ৷ আর সেই অভিযান ঘিরেই সোমবার দুপুরে কার্যত উত্তাল হল শিলিগুড়ি ৷

মিছিলে অংশগ্রহণকারীর দাবি করেছেন, শান্তিপূর্ণভাবে এই অভিযানে পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্য করেছেন ৷ পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের এই ভূমিকা নিয়েও প্রশিন তুলেছেন আটক এবিভিপির কর্মীরা ৷ এদিকে উত্তরবরঙ্গ অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘণ্টাখানেক বাদে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে ৷

আরও পড়ুন:

  1. চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড
  2. টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়ার অভিযোগ
  3. এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে মেদিনীপুরে ঝাঁটা হাতে ধুন্ধুমার বিজেপির মহিলা কর্মীদের
Last Updated : Mar 11, 2024, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.