ETV Bharat / state

শেষ গরমের ছুটি, সোমবার থেকে স্কুলে শুরু পড়ুয়াদের পঠন-পাঠন - School Reopen - SCHOOL REOPEN

End of Summer Vacation in School: অবশেষে রাজ্যের স্কুলগুলিতে সোমবার থেকে শুরু হচ্ছে পঠন-পাঠন ৷ 3 তারিখ স্কুল খুললেও পঠান-পাঠন শুরু হয়নি ৷ 10 তারিখ থেকে পুরোদমে শুরু হচ্ছে পড়াশোনা ৷

BIKASH BHAVAN
স্কুলে শুরু পড়ুয়াদের পঠন-পাঠন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 7:33 PM IST

কলকাতা, 9 জুন: প্রায় দেড় মাস পর সোমবার অর্থাৎ 10 জুন থেকে স্কুল খুলছে পড়ুয়াদের জন্য। যদিও 3 তারিখ থেকে স্কুলে যাওয়া শুরু করেছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কিন্তু সরকারি নির্দেশিকার জন্য ওই দিন থেকে পড়াশোনা শুরু হয়নি। স্কুলের পড়াশুনা শুরু হচ্ছে সোমবার থেকে।

গরমের ছুটির পরেই প্রায় সব স্কুলেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একাদশ শ্রেণির জন্য স্কুল খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ শিক্ষক-শিক্ষিকাদের কথায় সেপ্টেম্বর মাসেই প্রথম সেমিস্টার। তাই সিলেবাস শেষ করা কঠিন হয়ে যেত। অন্যদিকে গরমের ছুটিতে সামার প্রজেক্টের নামে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল শহর কলকাতার একাধিক স্কুলে। কোথাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে ক্লাস এসে হয়েছিল। আবার কিছু স্কুলে দেখানো হয়েছিল সিনেমা। সেই সব প্রজেক্ট এই গরমের ছুটির পর জমা দিতে হবে পড়ুয়াদেরকে।

এই বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে, সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিল শিক্ষা দফতর ৷ ফলে 22 এপ্রিল থেকে বাড়িতেই পড়ুয়ারা ৷ তার আগে 19 এপ্রিল শুরু হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচন ৷ সেই সময় জেলা ভিত্তিক নির্বাচন অনুযায়ী বন্ধ ছিল স্কুলগুলি ৷ কিন্তু, তীব্র তাপপ্রবাহের কারণে প্রথম দফা নির্বাচনের পরপর স্কুল বন্ধ হয়ে যায় ৷ অবশেষে 1 জুন সপ্তম দফা দিয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন ৷ ৪ জুন তার ফলপ্রকাশ হয় ৷ অন্যদিকে এখন রাজ্যের সব স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলেও 19 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে স্কুল, কলেজ খুলবে কী করে? যদিও সোমবার থেকে পুরো দমে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 9 জুন: প্রায় দেড় মাস পর সোমবার অর্থাৎ 10 জুন থেকে স্কুল খুলছে পড়ুয়াদের জন্য। যদিও 3 তারিখ থেকে স্কুলে যাওয়া শুরু করেছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কিন্তু সরকারি নির্দেশিকার জন্য ওই দিন থেকে পড়াশোনা শুরু হয়নি। স্কুলের পড়াশুনা শুরু হচ্ছে সোমবার থেকে।

গরমের ছুটির পরেই প্রায় সব স্কুলেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একাদশ শ্রেণির জন্য স্কুল খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ শিক্ষক-শিক্ষিকাদের কথায় সেপ্টেম্বর মাসেই প্রথম সেমিস্টার। তাই সিলেবাস শেষ করা কঠিন হয়ে যেত। অন্যদিকে গরমের ছুটিতে সামার প্রজেক্টের নামে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল শহর কলকাতার একাধিক স্কুলে। কোথাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে ক্লাস এসে হয়েছিল। আবার কিছু স্কুলে দেখানো হয়েছিল সিনেমা। সেই সব প্রজেক্ট এই গরমের ছুটির পর জমা দিতে হবে পড়ুয়াদেরকে।

এই বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে, সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিল শিক্ষা দফতর ৷ ফলে 22 এপ্রিল থেকে বাড়িতেই পড়ুয়ারা ৷ তার আগে 19 এপ্রিল শুরু হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচন ৷ সেই সময় জেলা ভিত্তিক নির্বাচন অনুযায়ী বন্ধ ছিল স্কুলগুলি ৷ কিন্তু, তীব্র তাপপ্রবাহের কারণে প্রথম দফা নির্বাচনের পরপর স্কুল বন্ধ হয়ে যায় ৷ অবশেষে 1 জুন সপ্তম দফা দিয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন ৷ ৪ জুন তার ফলপ্রকাশ হয় ৷ অন্যদিকে এখন রাজ্যের সব স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলেও 19 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে স্কুল, কলেজ খুলবে কী করে? যদিও সোমবার থেকে পুরো দমে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.