ETV Bharat / state

জীবন মূল্যবান ! চরম পদক্ষেপ করার ঘটনা রুখতে গার্ডরেলের পর এবার মেট্রোয় সতর্কবার্তা

চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনা রুখতে স্টেশনে গার্ডরেল দিয়েছিল কলকাতা মেট্রো ৷ এবার দেওয়া হল সতর্কবার্তা ৷ কী লেখা রয়েছে তাতে ?

ETV BHARAT
সতর্কতামূলক বার্তা মেট্রো স্টেশনে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 29 নভেম্বর: মেট্রোয় চরম পদক্ষেপ করার ঘটনা রুখতে দিনকয়েক আগেই বসানো হয়েছে গার্ডরেল ৷ এবার নয়া উদ্যোগ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের ৷ জীবনের মাহাত্ম্য বোঝাতে মেট্রোর প্ল্যাটফর্মে দেওয়া হল সতর্কতামূলক ব্যবস্থা ৷

শহর কলকাতার পরিবহণের লাইফলাইন মেট্রোরেল । অনেক অল্প সময়ে যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যেতে যাত্রীদের প্রথম পছন্দ মেট্রো । তবে চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মেট্রোরেলকেই বেছে নেন অনেকে । কলকাতা মেট্রোর মেন লাইন বা ব্লু লাইনে এমন ঘটনা বর্তমানে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের ৷

ETV BHARAT
চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনা রুখতে গার্ডরেলের পর এবার সতর্কতামূলক বার্তা (নিজস্ব চিত্র)

এমনকি চলতি বছরের 15 মার্চ থেকে চালু হওয়া অরেঞ্জ লাইনেও গত অগস্ট মাসে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে এক ব্যক্তি চরম পদক্ষেপ করার চেষ্টা করেন । উল্লেখ্য, কলকাতা মেট্রোর সম্প্রসারিত অংশে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, তবে অরেঞ্জ লাইনে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের ব্যবস্থা নেই ।

সম্প্রতি এমন ঘটনা রুখতে নর্থ সাউথ করিডোরেও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর না-থাকায়, কয়েকটি স্টেশনের বেশকিছু অংশে কিছুটা জায়গায় বসানো হয়েছে গার্ড রেল । আর এবার কালীঘাট ও গিরিশ পার্ক মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের উলটো দিকের দেওয়ালে সতর্কতামূলক বার্তা দিয়ে পোস্টার লাগানো হল ।

ETV BHARAT
সতর্কতামূলক বার্তা মেট্রোয় (নিজস্ব চিত্র)

পোস্টারে যে বার্তাগুলি লেখা হয়েছে তার বাংলার তর্জমা করলে দাঁড়ায়, 'জীবন একটি সফর: এই মূল্যবান উপহারটি তাড়াতাড়ি শেষ করে ফেলবেন না', 'সব শেষ করার আগে দুবার চিন্তা করুন', 'আপনার জীবন মূল্যবান, কখনও হাল ছেড়ে দেবেন না', 'আপনার পরিবারের সদস্যরা বাড়িতে অপেক্ষা করছেন, তাঁদের সম্পর্কে চিন্তা করুন ৷'

এই পোস্টারগুলিকে এমনভাবেই ট্র্যাকের দিকের দেওয়ালে লাগানো হয়েছে, যিনি চরম কোনও পদক্ষেপ করতে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন তিনি একেবারে শেষ মুহূর্তে সেই পোস্টারটি দেখে যাতে জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসেন ৷ মেট্রোরেল সূত্রে খবর যে, আপাতত দুটি স্টেশনে লাগানো হলেও ধীরে ধীরে আরও আটটি স্টেশনে লাগানো হবে এ ধরনের সতর্কতামূলক বার্তার পোস্টার ।

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও চরম পদক্ষেপ করার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

কলকাতা, 29 নভেম্বর: মেট্রোয় চরম পদক্ষেপ করার ঘটনা রুখতে দিনকয়েক আগেই বসানো হয়েছে গার্ডরেল ৷ এবার নয়া উদ্যোগ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের ৷ জীবনের মাহাত্ম্য বোঝাতে মেট্রোর প্ল্যাটফর্মে দেওয়া হল সতর্কতামূলক ব্যবস্থা ৷

শহর কলকাতার পরিবহণের লাইফলাইন মেট্রোরেল । অনেক অল্প সময়ে যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যেতে যাত্রীদের প্রথম পছন্দ মেট্রো । তবে চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মেট্রোরেলকেই বেছে নেন অনেকে । কলকাতা মেট্রোর মেন লাইন বা ব্লু লাইনে এমন ঘটনা বর্তমানে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের ৷

ETV BHARAT
চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনা রুখতে গার্ডরেলের পর এবার সতর্কতামূলক বার্তা (নিজস্ব চিত্র)

এমনকি চলতি বছরের 15 মার্চ থেকে চালু হওয়া অরেঞ্জ লাইনেও গত অগস্ট মাসে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে এক ব্যক্তি চরম পদক্ষেপ করার চেষ্টা করেন । উল্লেখ্য, কলকাতা মেট্রোর সম্প্রসারিত অংশে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, তবে অরেঞ্জ লাইনে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের ব্যবস্থা নেই ।

সম্প্রতি এমন ঘটনা রুখতে নর্থ সাউথ করিডোরেও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর না-থাকায়, কয়েকটি স্টেশনের বেশকিছু অংশে কিছুটা জায়গায় বসানো হয়েছে গার্ড রেল । আর এবার কালীঘাট ও গিরিশ পার্ক মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের উলটো দিকের দেওয়ালে সতর্কতামূলক বার্তা দিয়ে পোস্টার লাগানো হল ।

ETV BHARAT
সতর্কতামূলক বার্তা মেট্রোয় (নিজস্ব চিত্র)

পোস্টারে যে বার্তাগুলি লেখা হয়েছে তার বাংলার তর্জমা করলে দাঁড়ায়, 'জীবন একটি সফর: এই মূল্যবান উপহারটি তাড়াতাড়ি শেষ করে ফেলবেন না', 'সব শেষ করার আগে দুবার চিন্তা করুন', 'আপনার জীবন মূল্যবান, কখনও হাল ছেড়ে দেবেন না', 'আপনার পরিবারের সদস্যরা বাড়িতে অপেক্ষা করছেন, তাঁদের সম্পর্কে চিন্তা করুন ৷'

এই পোস্টারগুলিকে এমনভাবেই ট্র্যাকের দিকের দেওয়ালে লাগানো হয়েছে, যিনি চরম কোনও পদক্ষেপ করতে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন তিনি একেবারে শেষ মুহূর্তে সেই পোস্টারটি দেখে যাতে জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসেন ৷ মেট্রোরেল সূত্রে খবর যে, আপাতত দুটি স্টেশনে লাগানো হলেও ধীরে ধীরে আরও আটটি স্টেশনে লাগানো হবে এ ধরনের সতর্কতামূলক বার্তার পোস্টার ।

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও চরম পদক্ষেপ করার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.