ETV Bharat / state

কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের - বিজেপি

Suvendu Adhikari: কৌশল বদল করেও উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার ছ'কিলোমিটার আগেই পুলিশ আটকে দিল বিরোধী দলনেতার বাস । এর পর রাস্তাতেই বসে প্রতিবাদ করেন শুভেন্দু-সহ আরও তিন বিজেপি বিধায়ক ।

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 5:41 PM IST

Updated : Feb 15, 2024, 6:27 PM IST

কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের

সন্দেশখালি, 15 ফেব্রুয়ারি: কৌশল বদল করে বৃহস্পতিবারও সন্দেশখালিতে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার আগেই বাসন্তী হাইওয়ের রামপুরে আটকে দেওয়া হল শুভেন্দুদের গাড়ি । এই নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসা ও তর্কাতর্কি চলে বিরোধী দলনেতার । তিনি উত্তর 24 পরগনার মিনাখাঁর এসডিও আমিনুল ইসলামকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি নিয়ম মেনে তাঁর সঙ্গে থাকা দলের তিন বিধায়ককে নিয়েই গ্রামের ভিতরে যাবেন । কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে । সেখানে কোনও গন্ডগোল করতে যাচ্ছেন না তিনি ।

কিন্তু তাতেও বরফ গলেনি । ওই পুলিশ আধিকারিক স্পষ্টত জানিয়ে দেন, 144 ধারা জারির মধ্যে শুভেন্দু-সহ চার বিধায়ককে কোনও মতেই সন্দেশখালির ভিতরে ঢুকতে দেওয়া হবে না । এতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভেন্দু । প্রতিবাদ জানিয়ে তিনি বাসন্তী হাইওয়ের রাস্তাতেই বসে পড়েন । তাঁর পথেই রাস্তাতে বসে পড়েন শুভেন্দুর সঙ্গে থাকা বিজেপির আরও তিন বিধায়ক ।

উল্লেখ্য, সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার যে তিনি পরিষদীয় দলকে নিয়ে সেখানে যাবেন, তা আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে, প্রথমে গোটা পরিষদীয় দলকে নিয়ে তাঁর সন্দেশখালি যাওয়ার কথা থাকলেও পরে সেই অবস্থান থেকে সরে এসে কৌশল বদল করেন বিরোধী দলনেতা । বুঝতে পারেন, সব বিধায়ককে সঙ্গে নিয়ে গেলে আগের দিনের মতো মাঝপথেই তাঁকে আটকে দেওয়া হতে পারে ।

Suvendu Adhikari
সন্দেশখালি যেতে না পেরে রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু অধিকারীর৷ বৃহস্পতিবার৷

তাই, সব বিধায়ককে সঙ্গে না নিয়ে গিয়ে মাত্র তিনজন বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাওয়ার মনস্থির করেন শুভেন্দু । সেই মতো বৃহস্পতিবার বিধানসভা থেকে শংকর ঘোষ, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকে সঙ্গে নিয়ে ছোট একটি বাসে করে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী । কিন্তু, বাসন্তী হাইওয়ে ঢোকার মুখে এ দিন ফের শুভেন্দুদের বাস আটকায় পুলিশ । গাড়িতে উঠে পুলিশের তল্লাশি করে বলেও অভিযোগ । এরপর পুলিশ অনুমতি দিলে শুভেন্দুদের বাস এগোয় সন্দেশখালির দিকে ।

এদিকে, সন্দেশখালি ঢোকার ছ'কিলোমিটার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের বাসের গতি স্তব্ধ হয়ে যায় । কারণ, এরপরে আর তাঁদের এগোতে দেওয়া হয়নি । রামপুর ও লস্করপাড়া মোড়ের সংযোগস্থলে পুলিশ বাসের গতি স্তব্ধ করে দেওয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু । চলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও বাদানুবাদ । যা ঘিরে সরগরম হয়ে ওঠে ধামাখালি চত্বর । অন‍্যদিকে, বাধা পাওয়ায় এ দিন পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা । এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, রাজ‍্যের বিরোধী দলনেতার সন্দেশখালি সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তেতে ছিল রামপুর ও লস্করপাড়া মোড় এলাকা । কারণ, এটিই সন্দেশখালি যাওয়ার প্রবেশদ্বার । সেই কারণে এই দু’টি মোড়ের সংযোগস্থলে পুলিশের তরফে ত্রিস্তরীয় ব‍্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছিল । অশান্তি ঠেকাতে গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তা চাদরে । ঢাল, লাঠি ও কাঁদানো গ‍্যাসের শেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশের বিশেষ বাহিনী । পরিস্থিতির তদারকি করতে হাজির ছিলেন স্বয়ং বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার ও রাজ‍্য পুলিশের পদস্থ কর্তা সিদ্ধিনাথ গুপ্তা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
  2. সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপির, ধুন্ধুমার সুন্দরবনে
  3. আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুকান্ত মজুমদার

কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের

সন্দেশখালি, 15 ফেব্রুয়ারি: কৌশল বদল করে বৃহস্পতিবারও সন্দেশখালিতে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার আগেই বাসন্তী হাইওয়ের রামপুরে আটকে দেওয়া হল শুভেন্দুদের গাড়ি । এই নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসা ও তর্কাতর্কি চলে বিরোধী দলনেতার । তিনি উত্তর 24 পরগনার মিনাখাঁর এসডিও আমিনুল ইসলামকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি নিয়ম মেনে তাঁর সঙ্গে থাকা দলের তিন বিধায়ককে নিয়েই গ্রামের ভিতরে যাবেন । কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে । সেখানে কোনও গন্ডগোল করতে যাচ্ছেন না তিনি ।

কিন্তু তাতেও বরফ গলেনি । ওই পুলিশ আধিকারিক স্পষ্টত জানিয়ে দেন, 144 ধারা জারির মধ্যে শুভেন্দু-সহ চার বিধায়ককে কোনও মতেই সন্দেশখালির ভিতরে ঢুকতে দেওয়া হবে না । এতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভেন্দু । প্রতিবাদ জানিয়ে তিনি বাসন্তী হাইওয়ের রাস্তাতেই বসে পড়েন । তাঁর পথেই রাস্তাতে বসে পড়েন শুভেন্দুর সঙ্গে থাকা বিজেপির আরও তিন বিধায়ক ।

উল্লেখ্য, সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার যে তিনি পরিষদীয় দলকে নিয়ে সেখানে যাবেন, তা আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে, প্রথমে গোটা পরিষদীয় দলকে নিয়ে তাঁর সন্দেশখালি যাওয়ার কথা থাকলেও পরে সেই অবস্থান থেকে সরে এসে কৌশল বদল করেন বিরোধী দলনেতা । বুঝতে পারেন, সব বিধায়ককে সঙ্গে নিয়ে গেলে আগের দিনের মতো মাঝপথেই তাঁকে আটকে দেওয়া হতে পারে ।

Suvendu Adhikari
সন্দেশখালি যেতে না পেরে রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু অধিকারীর৷ বৃহস্পতিবার৷

তাই, সব বিধায়ককে সঙ্গে না নিয়ে গিয়ে মাত্র তিনজন বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাওয়ার মনস্থির করেন শুভেন্দু । সেই মতো বৃহস্পতিবার বিধানসভা থেকে শংকর ঘোষ, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকে সঙ্গে নিয়ে ছোট একটি বাসে করে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী । কিন্তু, বাসন্তী হাইওয়ে ঢোকার মুখে এ দিন ফের শুভেন্দুদের বাস আটকায় পুলিশ । গাড়িতে উঠে পুলিশের তল্লাশি করে বলেও অভিযোগ । এরপর পুলিশ অনুমতি দিলে শুভেন্দুদের বাস এগোয় সন্দেশখালির দিকে ।

এদিকে, সন্দেশখালি ঢোকার ছ'কিলোমিটার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের বাসের গতি স্তব্ধ হয়ে যায় । কারণ, এরপরে আর তাঁদের এগোতে দেওয়া হয়নি । রামপুর ও লস্করপাড়া মোড়ের সংযোগস্থলে পুলিশ বাসের গতি স্তব্ধ করে দেওয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু । চলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও বাদানুবাদ । যা ঘিরে সরগরম হয়ে ওঠে ধামাখালি চত্বর । অন‍্যদিকে, বাধা পাওয়ায় এ দিন পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা । এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, রাজ‍্যের বিরোধী দলনেতার সন্দেশখালি সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তেতে ছিল রামপুর ও লস্করপাড়া মোড় এলাকা । কারণ, এটিই সন্দেশখালি যাওয়ার প্রবেশদ্বার । সেই কারণে এই দু’টি মোড়ের সংযোগস্থলে পুলিশের তরফে ত্রিস্তরীয় ব‍্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছিল । অশান্তি ঠেকাতে গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তা চাদরে । ঢাল, লাঠি ও কাঁদানো গ‍্যাসের শেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশের বিশেষ বাহিনী । পরিস্থিতির তদারকি করতে হাজির ছিলেন স্বয়ং বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার ও রাজ‍্য পুলিশের পদস্থ কর্তা সিদ্ধিনাথ গুপ্তা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
  2. সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপির, ধুন্ধুমার সুন্দরবনে
  3. আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুকান্ত মজুমদার
Last Updated : Feb 15, 2024, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.