ETV Bharat / state

আমরা এনআইএ-কে সাহায্য করেছি, যৌথ অভিযানে গ্রেফতার 2: পুলিশ সুপার - Rameswaram Cafe blast case - RAMESWARAM CAFE BLAST CASE

Rameswaram Cafe blast case: বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতারির কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য । তিনি জানান, রাতে খবর পেয়ে তড়িঘড়ি রাজ্য পুলিশ এনআইএ-কে সাহায্য করে এবং দু'জনকে গ্রেফতার করা হয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 2:33 PM IST

Updated : Apr 12, 2024, 3:41 PM IST

কাঁথি, 12 এপ্রিল: রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে এনআইএ । শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য । তিনি জানান, রাতে খবর পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে এনআইএ-কে সাহায্য করে রাজ্য পুলিশ ৷ যৌথ অভিযানে গ্রেফতার করা হয় দু'জনকে ৷ তবে এর থেকে বেশি কিছু তিনি বলতে চাননি ৷ জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, ধৃতরা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার একটি হোটেলে নাম বদল করে লুকিয়ে ছিল ।

এ দিন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "গতকাল রাতে আমাদের কাছে এনআইএর তরফ থেকে একটি খবর আসে । তড়িঘড়ি আমরা তাদের সহযোগিতা করি ও দু'জনকে গ্রেফতার করা হয় । এর থেকে আর বেশি কিছু আমরা বলব না । যা কিছু বলবে ইনভেস্টিগেশন অফিসার বলবেন ।"

প্রসঙ্গত, মার্চ মাসের 1 তারিখ বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছিল । সেই বিস্ফোরণে আহত হয়েছিলেন 10 জন । তার ঠিক দু'দিন বাদে অর্থাৎ 3 মার্চ তদন্তের অনুমতি পায় এনআইএ । তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তারা দেখে, এক যুবক মুখে মাস্ক পরে কালো রঙের একটি ব্যাগ নিয়ে এসেছিল । ওই ক্যাফে থেকে কিছু খাবার খেয়ে বেরিয়ে যায় সে । কিন্তু টেবিলের নীচে রেখে যায় সেই কালো ব্যাগটি । তার কিছুক্ষণ পরেই ক্যাফেতে বিস্ফোরণ হয় ।

এই হামলায় মূল অভিযুক্ত ছিল আবদুল মাতিন ত্বাহা ও মুসাফির হোসেন সাজিব । বিস্ফোরণের পর থেকে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে এনআইএ । অবশেষে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরলের পুলিশের যৌথ উদ্যোগে পশ্চিমলঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার একটি হোটেল থেকে দু'জনকে গ্রেফতার করা হয় । ইতিমধ্যে এনআইএ দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

যদিও এ বিষয়ে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা দুঃখের বিষয় । একটা সময় পূর্ব মেদিনীপুর শিক্ষায় প্রথম ছিল,আজ মদ বিক্রিতে প্রথম হচ্ছে, কখনও এনআইএ এসে গ্রেফতার করছে যাকে সেই মাস্টারমাইন্ড কাঁথিতে বসে আছে । বাংলাটাকে কোথায় নামাচ্ছে এরা ! বাংলাটা নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছবে ! কিন্তু এনআইএ, সিবিআই ও ইডি এদেরকে উত্তর দিতে হবে । তদন্ত করতে করতে মাঝ রাস্তায় আটকে যাচ্ছে । একটা দুটো করে ধরছে, ওখানেই তদন্ত শেষ হয়ে যাচ্ছে । এর বিরুদ্ধেও আমরা আছি । আমরা প্রত্যেকটা তদন্তের শেষ দেখতে চাই ।"

আরও পড়ুন:

  1. কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই অভিযুক্ত
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় জেল থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত
  3. 'এখানে লুকিয়ে ছিল, দু'ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ ধরেছে', বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে মমতা

কাঁথি, 12 এপ্রিল: রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে এনআইএ । শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য । তিনি জানান, রাতে খবর পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে এনআইএ-কে সাহায্য করে রাজ্য পুলিশ ৷ যৌথ অভিযানে গ্রেফতার করা হয় দু'জনকে ৷ তবে এর থেকে বেশি কিছু তিনি বলতে চাননি ৷ জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, ধৃতরা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার একটি হোটেলে নাম বদল করে লুকিয়ে ছিল ।

এ দিন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "গতকাল রাতে আমাদের কাছে এনআইএর তরফ থেকে একটি খবর আসে । তড়িঘড়ি আমরা তাদের সহযোগিতা করি ও দু'জনকে গ্রেফতার করা হয় । এর থেকে আর বেশি কিছু আমরা বলব না । যা কিছু বলবে ইনভেস্টিগেশন অফিসার বলবেন ।"

প্রসঙ্গত, মার্চ মাসের 1 তারিখ বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছিল । সেই বিস্ফোরণে আহত হয়েছিলেন 10 জন । তার ঠিক দু'দিন বাদে অর্থাৎ 3 মার্চ তদন্তের অনুমতি পায় এনআইএ । তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তারা দেখে, এক যুবক মুখে মাস্ক পরে কালো রঙের একটি ব্যাগ নিয়ে এসেছিল । ওই ক্যাফে থেকে কিছু খাবার খেয়ে বেরিয়ে যায় সে । কিন্তু টেবিলের নীচে রেখে যায় সেই কালো ব্যাগটি । তার কিছুক্ষণ পরেই ক্যাফেতে বিস্ফোরণ হয় ।

এই হামলায় মূল অভিযুক্ত ছিল আবদুল মাতিন ত্বাহা ও মুসাফির হোসেন সাজিব । বিস্ফোরণের পর থেকে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে এনআইএ । অবশেষে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরলের পুলিশের যৌথ উদ্যোগে পশ্চিমলঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার একটি হোটেল থেকে দু'জনকে গ্রেফতার করা হয় । ইতিমধ্যে এনআইএ দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

যদিও এ বিষয়ে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা দুঃখের বিষয় । একটা সময় পূর্ব মেদিনীপুর শিক্ষায় প্রথম ছিল,আজ মদ বিক্রিতে প্রথম হচ্ছে, কখনও এনআইএ এসে গ্রেফতার করছে যাকে সেই মাস্টারমাইন্ড কাঁথিতে বসে আছে । বাংলাটাকে কোথায় নামাচ্ছে এরা ! বাংলাটা নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছবে ! কিন্তু এনআইএ, সিবিআই ও ইডি এদেরকে উত্তর দিতে হবে । তদন্ত করতে করতে মাঝ রাস্তায় আটকে যাচ্ছে । একটা দুটো করে ধরছে, ওখানেই তদন্ত শেষ হয়ে যাচ্ছে । এর বিরুদ্ধেও আমরা আছি । আমরা প্রত্যেকটা তদন্তের শেষ দেখতে চাই ।"

আরও পড়ুন:

  1. কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই অভিযুক্ত
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় জেল থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত
  3. 'এখানে লুকিয়ে ছিল, দু'ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ ধরেছে', বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে মমতা
Last Updated : Apr 12, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.