কাঁথি, 12 এপ্রিল: রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে এনআইএ । শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য । তিনি জানান, রাতে খবর পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে এনআইএ-কে সাহায্য করে রাজ্য পুলিশ ৷ যৌথ অভিযানে গ্রেফতার করা হয় দু'জনকে ৷ তবে এর থেকে বেশি কিছু তিনি বলতে চাননি ৷ জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, ধৃতরা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার একটি হোটেলে নাম বদল করে লুকিয়ে ছিল ।
এ দিন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "গতকাল রাতে আমাদের কাছে এনআইএর তরফ থেকে একটি খবর আসে । তড়িঘড়ি আমরা তাদের সহযোগিতা করি ও দু'জনকে গ্রেফতার করা হয় । এর থেকে আর বেশি কিছু আমরা বলব না । যা কিছু বলবে ইনভেস্টিগেশন অফিসার বলবেন ।"
প্রসঙ্গত, মার্চ মাসের 1 তারিখ বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছিল । সেই বিস্ফোরণে আহত হয়েছিলেন 10 জন । তার ঠিক দু'দিন বাদে অর্থাৎ 3 মার্চ তদন্তের অনুমতি পায় এনআইএ । তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তারা দেখে, এক যুবক মুখে মাস্ক পরে কালো রঙের একটি ব্যাগ নিয়ে এসেছিল । ওই ক্যাফে থেকে কিছু খাবার খেয়ে বেরিয়ে যায় সে । কিন্তু টেবিলের নীচে রেখে যায় সেই কালো ব্যাগটি । তার কিছুক্ষণ পরেই ক্যাফেতে বিস্ফোরণ হয় ।
এই হামলায় মূল অভিযুক্ত ছিল আবদুল মাতিন ত্বাহা ও মুসাফির হোসেন সাজিব । বিস্ফোরণের পর থেকে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে এনআইএ । অবশেষে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরলের পুলিশের যৌথ উদ্যোগে পশ্চিমলঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার একটি হোটেল থেকে দু'জনকে গ্রেফতার করা হয় । ইতিমধ্যে এনআইএ দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
যদিও এ বিষয়ে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা দুঃখের বিষয় । একটা সময় পূর্ব মেদিনীপুর শিক্ষায় প্রথম ছিল,আজ মদ বিক্রিতে প্রথম হচ্ছে, কখনও এনআইএ এসে গ্রেফতার করছে যাকে সেই মাস্টারমাইন্ড কাঁথিতে বসে আছে । বাংলাটাকে কোথায় নামাচ্ছে এরা ! বাংলাটা নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছবে ! কিন্তু এনআইএ, সিবিআই ও ইডি এদেরকে উত্তর দিতে হবে । তদন্ত করতে করতে মাঝ রাস্তায় আটকে যাচ্ছে । একটা দুটো করে ধরছে, ওখানেই তদন্ত শেষ হয়ে যাচ্ছে । এর বিরুদ্ধেও আমরা আছি । আমরা প্রত্যেকটা তদন্তের শেষ দেখতে চাই ।"
আরও পড়ুন: