ETV Bharat / state

পানীয় জল: সিপিআইএমের পর এবার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার শিলিগুড়ি পৌরনিগমে - BJP protest in Siliguri

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 3:26 PM IST

Updated : May 31, 2024, 4:58 PM IST

Drinking water dispute: পানীয় জল ইস্যুতে সিপিআইএমের পর এ বার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার বাঁধল শিলিগুড়ি পৌরনিগমে ৷ এ দিন পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা ৷

ETV BHARAT
বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার শিলিগুড়ি পৌরনিগমে (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 31 মে: পানীয় জল নিয়ে সিপিআইএমের পর এ বার তীব্র আন্দোলনে বিজেপি ৷ দূষিত পানীয় শহরবাসীকে পান করানো এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ না-করার অভিযোগে শুক্রবার ফের ধুন্ধুমার বাঁধল শিলিগুড়ি পৌরনিগমে ৷ পৌরভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকরা ।

প্রসঙ্গত, তিস্তার বাঁধ মেরামতের কারণে বন্ধ রয়েছে পরিশ্রুত পানীয় জল সরবরাহ । মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করতে গিয়ে দূষণের কারণে তা পরে বন্ধ কর‍তে হয় । কিন্তু প্রায় 15 দিন ওই দূষিত পানীয় জলই সরবরাহ করেছে পৌরনিগম । বিকল্প ব্যবস্থা অনুযায়ী 30টি জলের ট্যাঙ্কার ও তিন লক্ষ করে জলের পাউচ বিতরণ করা শুরু করে পৌর কর্তৃপক্ষ । কিন্তু দূষিত পানীয় জল সরবরাহের কারণে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় সিপিআইএম । বিক্ষোভে নেতৃত্ব দেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকাররা । অভিযোগ ওঠে পৌর ভবনের সরকারি সম্পত্তি নষ্ট করার । ওঠে 'চোর চোর' স্লোগান ।

পানীয় জল নিয়ে তুলকালাম শিলিগুড়িতে (ইটিভি ভারত)

আর তার পরের দিন, অর্থাৎ শুক্রবার একই ইস্যুতে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি । পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । কিন্তু সুরক্ষার জন্য এ দিন আগেভাগেই প্রস্তুত ছিল শিলিগুড়ি পৌরনিগম । সেজন্য সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী । বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেয় পুলিশ । পুলিশের বাধার মুখে পড়তেই আন্দোলন চরমে পৌঁছয় । সংঘর্ষ বাঁধে পুলিশ ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে । এরপর বিক্ষোভকারীরা পৌরনিগমের সামনে বসে পড়েন । পরে তাঁরা বিক্ষোভ তুলে নেন ।

বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "এই অপদার্থ পৌরনিগম দূষিত পানীয় জল পান করিয়েছে । এদের বিরুদ্ধে পুলিশকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে ।" তবে এ বিষয়ে পৌরনিগমের মেয়র গৌতম দেব বলেন, "আগে বাম করেছে । এবার রাম করবে । এটা জানার বিষয় । বিক্ষোভের নামে যে অরাজকতা তারা করেছে, সেটা বলার ভাষা নেই ।"

শিলিগুড়ি, 31 মে: পানীয় জল নিয়ে সিপিআইএমের পর এ বার তীব্র আন্দোলনে বিজেপি ৷ দূষিত পানীয় শহরবাসীকে পান করানো এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ না-করার অভিযোগে শুক্রবার ফের ধুন্ধুমার বাঁধল শিলিগুড়ি পৌরনিগমে ৷ পৌরভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকরা ।

প্রসঙ্গত, তিস্তার বাঁধ মেরামতের কারণে বন্ধ রয়েছে পরিশ্রুত পানীয় জল সরবরাহ । মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করতে গিয়ে দূষণের কারণে তা পরে বন্ধ কর‍তে হয় । কিন্তু প্রায় 15 দিন ওই দূষিত পানীয় জলই সরবরাহ করেছে পৌরনিগম । বিকল্প ব্যবস্থা অনুযায়ী 30টি জলের ট্যাঙ্কার ও তিন লক্ষ করে জলের পাউচ বিতরণ করা শুরু করে পৌর কর্তৃপক্ষ । কিন্তু দূষিত পানীয় জল সরবরাহের কারণে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় সিপিআইএম । বিক্ষোভে নেতৃত্ব দেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকাররা । অভিযোগ ওঠে পৌর ভবনের সরকারি সম্পত্তি নষ্ট করার । ওঠে 'চোর চোর' স্লোগান ।

পানীয় জল নিয়ে তুলকালাম শিলিগুড়িতে (ইটিভি ভারত)

আর তার পরের দিন, অর্থাৎ শুক্রবার একই ইস্যুতে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি । পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । কিন্তু সুরক্ষার জন্য এ দিন আগেভাগেই প্রস্তুত ছিল শিলিগুড়ি পৌরনিগম । সেজন্য সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী । বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেয় পুলিশ । পুলিশের বাধার মুখে পড়তেই আন্দোলন চরমে পৌঁছয় । সংঘর্ষ বাঁধে পুলিশ ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে । এরপর বিক্ষোভকারীরা পৌরনিগমের সামনে বসে পড়েন । পরে তাঁরা বিক্ষোভ তুলে নেন ।

বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "এই অপদার্থ পৌরনিগম দূষিত পানীয় জল পান করিয়েছে । এদের বিরুদ্ধে পুলিশকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে ।" তবে এ বিষয়ে পৌরনিগমের মেয়র গৌতম দেব বলেন, "আগে বাম করেছে । এবার রাম করবে । এটা জানার বিষয় । বিক্ষোভের নামে যে অরাজকতা তারা করেছে, সেটা বলার ভাষা নেই ।"

Last Updated : May 31, 2024, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.