ETV Bharat / state

আড়িয়াদহের পর ব‍্যারাকপুর ! যুবককে বেধড়ক মার, গ্রেফতার তৃণমূল কর্মী-সহ 2 - Youth beaten in Barrackpore

Youth beaten in Barrackpore: আড়িয়াদহের পর ব‍্যারাকপুরে ঘটল যুবককে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবক আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছে ৷ এই ঘটনায় পুলিশ একজন তৃণমূল কর্মী-সহ দু'জনকে গ্রেফতার করেছে ।

ETV BHARAT
ব‍্যারাকপুরে যুবককে বেধড়ক মার (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 7:39 PM IST

ব‍্যারাকপুর, 4 জুলাই: আড়িয়াদহের পর এবার ব‍্যারাকপুর ! মা ও ছেলেকে গণপিটুনির ঘটনার রেশ কাটতে না কাটতে যুবককে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ৷ লাঠির আঘাতে ওই যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতায় আরজিকরে নিয়ে আসা হয়েছে ৷ এই ঘটনায় এক তৃণমূল কর্মী এবং তাঁর শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ব্যারাকপুরে দিলীপ প্রামাণিক নামে এক যুবককে বৃহস্পতিবার রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ ৷ তাঁর মাথা ফেটে গিয়েছে । রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ব‍্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে আক্রান্ত যুবককে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে । সূত্রের খবর, তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে ।

পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী সাদ্দাম খান-সহ দু'জনকে গ্রেফতার করেছে । যদিও আক্রান্ত যুবকের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনে সরব হয়েছেন ধৃত তৃণমূল কর্মীর স্ত্রী সুরভি বাজপেয়ী । তাঁর অভিযোগ, "ওই যুবক অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল । ওই প্রথমে লোহার রড নিয়ে আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে । আমরা আত্মরক্ষার চেষ্টা করলে সেই রড গিয়ে ওর মাথাতেই লাগে ।" এই ঘটনায় তাঁর স্বামীর কোনও দোষ নেই বলে দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী ।

এদিকে, সাদ্দামের পাশে দাঁড়িয়ে বিষয়টিকে নেহাতই দুর্ঘটনা বলে সাফাই দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, সোমবার রাতে আড়িয়াদহে মা ও ছেলেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের নাম জড়িয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ প্রথমে গ্রেফতার করে বেশ কয়েকজনকে ৷ বুধবার রাতে পুলিশের জালে ধরা পড়েন জয়ন্ত সিং ৷

ব‍্যারাকপুর, 4 জুলাই: আড়িয়াদহের পর এবার ব‍্যারাকপুর ! মা ও ছেলেকে গণপিটুনির ঘটনার রেশ কাটতে না কাটতে যুবককে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ৷ লাঠির আঘাতে ওই যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতায় আরজিকরে নিয়ে আসা হয়েছে ৷ এই ঘটনায় এক তৃণমূল কর্মী এবং তাঁর শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ব্যারাকপুরে দিলীপ প্রামাণিক নামে এক যুবককে বৃহস্পতিবার রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ ৷ তাঁর মাথা ফেটে গিয়েছে । রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ব‍্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে আক্রান্ত যুবককে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে । সূত্রের খবর, তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে ।

পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী সাদ্দাম খান-সহ দু'জনকে গ্রেফতার করেছে । যদিও আক্রান্ত যুবকের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনে সরব হয়েছেন ধৃত তৃণমূল কর্মীর স্ত্রী সুরভি বাজপেয়ী । তাঁর অভিযোগ, "ওই যুবক অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল । ওই প্রথমে লোহার রড নিয়ে আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে । আমরা আত্মরক্ষার চেষ্টা করলে সেই রড গিয়ে ওর মাথাতেই লাগে ।" এই ঘটনায় তাঁর স্বামীর কোনও দোষ নেই বলে দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী ।

এদিকে, সাদ্দামের পাশে দাঁড়িয়ে বিষয়টিকে নেহাতই দুর্ঘটনা বলে সাফাই দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, সোমবার রাতে আড়িয়াদহে মা ও ছেলেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের নাম জড়িয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ প্রথমে গ্রেফতার করে বেশ কয়েকজনকে ৷ বুধবার রাতে পুলিশের জালে ধরা পড়েন জয়ন্ত সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.