ETV Bharat / state

বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্থগিত, প্রবেশিকায় প্রথম হলেও মাও নেতা অর্ণব কি গবেষণা করতে পারবেন ? - Arnab Dam PhD

Arnab Dam PhD: জেলবন্দি মাও নেতা অর্ণব দাম কি গবেষণা করতে পারবেন ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নানা মহলে ৷ কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি-র ভরতি আপাতত স্থগিত রাখা হয়েছে ৷ তবে শুধু কেন অর্ণবের বিষয় ইতিহাসের ভর্তিই স্থগিত করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ETV BHARAT
মাও নেতা অর্ণব কি গবেষণা করতে পারবেন ? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 1:40 PM IST

বর্ধমান, 9 জুলাই: ইতিহাস নিয়ে গবেষণা করার জন্য আজ মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল মাও নেতা অর্ণব দামের । তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে হুগলি জেল সংশোধানাগারে বন্দি রয়েছেন । তবে ভর্তি স্থগিত থাকায় আপাতত তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না । যদিও কেন শুধুমাত্র ইতিহাস বিভাগের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হল, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানাতে চায়নি ।

বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, অন্যান্য বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও ইতিহাস বিভাগের জন্য আপাতত ভর্তি স্থগিত রাখা হয়েছে । কয়েকদিন পরেই সেই কাজ শুরু করা হবে । যদিও কেন শুধু ইতিহাস বিভাগের ভর্তি স্থগিত রাখা হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ।ইতিমধ্যেই এ বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় বেশ কিছু লেখালেখি শুরু হয়েছে । সেখানে বেশ কিছু মানুষ দাবি করছেন, যেহেতু অর্ণব দাম মাওবাদী । তাই তাঁর ভর্তি আটকানোর জন্যই ইতিহাসে ভর্তি স্থগিত করে দেওয়া হল ।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিহাস বিভাগের ভর্তি আপাতত স্থগিত রাখা হয়েছে । অর্ণব দাম কীভাবে পড়াশোনা করবেন, সেই সব বিষয় নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু আলোচনা চলছে । তবে প্রশ্ন উঠছে, এইরকম একজন ব্যাকগ্রাউন্ডের মানুষ সমাজের মূল স্রোতে ফিরতে চাইছেন । এখনও পর্যন্ত কারা বিভাগ, বিচার বিভাগ সরকার সকলে মিলে সহযোগিতা করেছে বলেই তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন । পরবর্তী ধাপে যাতে তিনি মূলস্রোতে ফিরতে পারেন, সেটা যদি সকলের সদিচ্ছা থাকে, তাহলে সেটা সর্বতভাবেই সম্ভব ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ উন্নয়ন আধিকারিক তথা ফ্যাকাল্টি অফ আর্টসের সচিব ইন্দ্রজিৎ রায় বলেন, "ইতিহাস বিভাগের ভর্তি আপাতত কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয়েছে । বিষয়টি সকল ছাত্রছাত্রীদের মেল করে জানিয়ে দেওয়া হয়েছে । হুগলি জেল সংশোধাগারেও মেল করে জানানো হয়েছে । কয়েকদিনের মধ্যেই ভর্তির তারিখ জানানো হবে ।"

এদিকে, এই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷ অনেকেই বলছেন, পিএইচডি করতে হলে ক্লাস তো করতেই হবে অর্ণবকে । সেক্ষেত্রে প্রয়োজন হলে তাঁকে হুগলি সংশোধনাগার থেকে বর্ধমান জেলা সংশোধানাগারে স্থানান্তরিত করা যেতেই পারে । যদিও সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ । অনেকে আবার বলছেন, যেহেতু এখন সংশোধনাগার বলা হয়, আর বন্দিদের সংশোধনই যদি উদ্দেশ্য হয়, তাহলে যে মানুষ নিজেকে সংশোধনের চেষ্টা করছেন, তাঁর প্রতি সহানুভূতিশীল হওয়া অবশ্যই উচিত । যদি অর্ণব সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করতে না পারেন, তাহলে হাইব্রিড মোড অর্থাৎ অনলাইন বা অফলাইনে ক্লাস করতে পারেন ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তনভীর নাসরিন বলেন, "অর্ণব দামকে সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য সরকার, বিচারবিভাগ, কারাবিভাগ সকলে ইতিবাচক ভূমিকা নিয়েছে, তাঁদের সাধুবাদ জানাই । তাঁকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের কর্তব্য । 1977 সালে জর্জ ফার্নান্ডেজ জেলের ভিতর থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন । শুধু তাই নয়, চলতি লোকসভা নির্বাচনেও পঞ্জাব ও কাশ্মীরে জেলের ভিতর থেকে নির্বাচনে লড়ে সাংসদ হয়েছেন । তাঁরা যদি এসে শপথ গ্রহণ করতে পারেন, তাঁরা যদি সংসদে যোগ দিতে পারেন, তাহলে এ তো পড়াশোনা করতে আসছে । তাই অসুবিধা কিছু থাকার কথা নয় ।"

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাসে পিএচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট 220 জন এই পরীক্ষায় বসেছিলেন । তাঁদের মধ্যে প্রথম হয়েছেন অর্ণব ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব । শিলদা ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় । 2012 সালে তাঁকে আসানসোল থেকে গ্রেফতার করা হয় । জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান । জেল থেকেই তিনি স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ উত্তীর্ণ হয়েছেন । এবার সংশোধনাগার থেকে তিনি পিএইচডি করতে পারেন কি না, সেটাই দেখার ৷

বর্ধমান, 9 জুলাই: ইতিহাস নিয়ে গবেষণা করার জন্য আজ মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল মাও নেতা অর্ণব দামের । তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে হুগলি জেল সংশোধানাগারে বন্দি রয়েছেন । তবে ভর্তি স্থগিত থাকায় আপাতত তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না । যদিও কেন শুধুমাত্র ইতিহাস বিভাগের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হল, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানাতে চায়নি ।

বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, অন্যান্য বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও ইতিহাস বিভাগের জন্য আপাতত ভর্তি স্থগিত রাখা হয়েছে । কয়েকদিন পরেই সেই কাজ শুরু করা হবে । যদিও কেন শুধু ইতিহাস বিভাগের ভর্তি স্থগিত রাখা হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ।ইতিমধ্যেই এ বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় বেশ কিছু লেখালেখি শুরু হয়েছে । সেখানে বেশ কিছু মানুষ দাবি করছেন, যেহেতু অর্ণব দাম মাওবাদী । তাই তাঁর ভর্তি আটকানোর জন্যই ইতিহাসে ভর্তি স্থগিত করে দেওয়া হল ।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিহাস বিভাগের ভর্তি আপাতত স্থগিত রাখা হয়েছে । অর্ণব দাম কীভাবে পড়াশোনা করবেন, সেই সব বিষয় নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু আলোচনা চলছে । তবে প্রশ্ন উঠছে, এইরকম একজন ব্যাকগ্রাউন্ডের মানুষ সমাজের মূল স্রোতে ফিরতে চাইছেন । এখনও পর্যন্ত কারা বিভাগ, বিচার বিভাগ সরকার সকলে মিলে সহযোগিতা করেছে বলেই তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন । পরবর্তী ধাপে যাতে তিনি মূলস্রোতে ফিরতে পারেন, সেটা যদি সকলের সদিচ্ছা থাকে, তাহলে সেটা সর্বতভাবেই সম্ভব ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ উন্নয়ন আধিকারিক তথা ফ্যাকাল্টি অফ আর্টসের সচিব ইন্দ্রজিৎ রায় বলেন, "ইতিহাস বিভাগের ভর্তি আপাতত কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয়েছে । বিষয়টি সকল ছাত্রছাত্রীদের মেল করে জানিয়ে দেওয়া হয়েছে । হুগলি জেল সংশোধাগারেও মেল করে জানানো হয়েছে । কয়েকদিনের মধ্যেই ভর্তির তারিখ জানানো হবে ।"

এদিকে, এই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷ অনেকেই বলছেন, পিএইচডি করতে হলে ক্লাস তো করতেই হবে অর্ণবকে । সেক্ষেত্রে প্রয়োজন হলে তাঁকে হুগলি সংশোধনাগার থেকে বর্ধমান জেলা সংশোধানাগারে স্থানান্তরিত করা যেতেই পারে । যদিও সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ । অনেকে আবার বলছেন, যেহেতু এখন সংশোধনাগার বলা হয়, আর বন্দিদের সংশোধনই যদি উদ্দেশ্য হয়, তাহলে যে মানুষ নিজেকে সংশোধনের চেষ্টা করছেন, তাঁর প্রতি সহানুভূতিশীল হওয়া অবশ্যই উচিত । যদি অর্ণব সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করতে না পারেন, তাহলে হাইব্রিড মোড অর্থাৎ অনলাইন বা অফলাইনে ক্লাস করতে পারেন ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তনভীর নাসরিন বলেন, "অর্ণব দামকে সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য সরকার, বিচারবিভাগ, কারাবিভাগ সকলে ইতিবাচক ভূমিকা নিয়েছে, তাঁদের সাধুবাদ জানাই । তাঁকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের কর্তব্য । 1977 সালে জর্জ ফার্নান্ডেজ জেলের ভিতর থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন । শুধু তাই নয়, চলতি লোকসভা নির্বাচনেও পঞ্জাব ও কাশ্মীরে জেলের ভিতর থেকে নির্বাচনে লড়ে সাংসদ হয়েছেন । তাঁরা যদি এসে শপথ গ্রহণ করতে পারেন, তাঁরা যদি সংসদে যোগ দিতে পারেন, তাহলে এ তো পড়াশোনা করতে আসছে । তাই অসুবিধা কিছু থাকার কথা নয় ।"

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাসে পিএচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট 220 জন এই পরীক্ষায় বসেছিলেন । তাঁদের মধ্যে প্রথম হয়েছেন অর্ণব ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব । শিলদা ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় । 2012 সালে তাঁকে আসানসোল থেকে গ্রেফতার করা হয় । জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান । জেল থেকেই তিনি স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ উত্তীর্ণ হয়েছেন । এবার সংশোধনাগার থেকে তিনি পিএইচডি করতে পারেন কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.