ETV Bharat / state

রাহুলের জন্য সরকারি বাংলো ব্যবহারের অনুমতি দেয়নি মালদা প্রশাসন, অভিযোগ কংগ্রেসের - রাহুল গান্ধি

Bharat Jodo Nyay Yatra: এখনও পর্যন্ত ভালুকায় সেচ দফতরের বাংলো ব্যবহারের অনুমতি না পাওয়ায় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জেলা কংগ্রেস ৷ রাজনৈতিক তরজা শুরু হলেও প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে ওই বাংলো ব্যবহারের অনুমতি না পেয়ে কংগ্রেসের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 3:52 PM IST

মালদা, 29 জানুয়ারি: মাঝে আর একটামাত্র দিন ৷ তারপরেই মালদায় ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধি ৷ একইদিনে দুই হেভিওয়েটের উপস্থিতি নিয়ে ঘুম উড়েছে জেলা প্রশাসনের ৷ এরই মধ্যে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কংগ্রেস ৷ ওইদিন রতুয়ার ভালুকায় সেচ দফতরের বাংলোয় রাহুলের মধ্যাহ্নভোজ করার ব্যবস্থা করেছিল জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ তার জন্য আবেদনও জানানো হয়েছিল ৷ কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতৃত্ব ৷ যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলেও প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে ওই বাংলো ব্যবহারের অনুমতি না-পেয়ে কংগ্রেসের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ৷

স্থানীয় একটি মাঠে রাহুলের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে ৷ মধ্যাহ্নভোজের মেনুও ঠিক হয়ে গিয়েছে ৷ বুধবার সকাল 11টায় হরিশ্চন্দ্রপুরের লাভা দিয়ে বিহার থেকে মালদায় ঢুকবে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ সেখান থেকে যাত্রা যাবে রতুয়া 1 নম্বর ব্লকে ৷ দুপুরে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ মেনুতে থাকছে সবুজ স্যালাড, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, ভাত, ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি, আড় মাছ, চিকেন কষা, খেজুর দিয়ে টম্যাটোর চাটনি, মালদার কানসাট আর দই ৷ খুব কম তেলে সমস্ত রান্না করা হবে বলেও জানা গিয়েছে ৷ খাবার পরিবেশন করা হবে আখের ছিবড়ে দিয়ে তৈরি প্লেটে ৷ থাকবে আখের ছিবড়ের চামচও ৷ সেদিন সুজাপুরেই রাত কাটাবেন রাহুল ৷ তবে ডিনারের মেনু এখনও ঠিক করা হয়নি বলেই দলীয় সূত্রে খবর ৷

এদিকে এখনও পর্যন্ত ভালুকায় সেচ দফতরের বাংলো ব্যবহারের অনুমতি না-পাওয়ায় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার ৷ তিনি বলেন, “আমরা সেচ দফতরের ভালুকা ডাকবাংলোয় আমাদের নেতা রাহুল গান্ধির মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছিলাম ৷ তার জন্য অনেক আগেই সেচ দফতরের মহানন্দা এমব্যাংকমেন্ট ডিভিশনে চিঠি দিয়েছিলাম ৷ সচিবের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছিল ৷ তিনি পরে জানাবেন বলেছেন ৷ এখনও পর্যন্ত তাঁরা কোনও অনুমতি দেননি ৷ আমাদের মনে হচ্ছে, আধিকারিকদের মধ্যে একটা ভীতি কাজ করছে ৷ তাঁরা ভাবছেন, রাহুল গান্ধিকে সরকারি বাংলো ব্যবহারের অনুমতি দিয়ে তাঁরা রোষানলে পড়তে পারেন ৷ আমরা শুনলাম, সেদিনই মুখ্যমন্ত্রী মালদায় সভা করতে আসছেন ৷ তাই সমস্ত সরকারি বাংলো তাঁরা দখলে নিয়েছেন ৷ আমরা মানুষকে নিয়েই আমাদের কর্মসূচি সফল করব ৷”

এই ইস্যুতে তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারের প্রতিক্রিয়া, “নির্বাচন আসলেই শুধু মালদা জেলার কংগ্রেস নেতৃত্বের ঘুম ভাঙে ৷ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ তাই এবার বিভিন্ন প্রকল্পের মেলাগুলি জানুয়ারিতেই সেরে ফেলছে রাজ্য সরকার ৷ তার জন্য জেলার সমস্ত সরকারি অতিথিশালাগুলি মন্ত্রী ও আমলাদের জন্য সরকার বুক করে রেখেছে ৷ হঠাৎ করে রাহুল গান্ধি জেলায় আসবেন বলে কংগ্রেস নেতৃত্ব অতিথিশালার আবেদন জানালে চলবে না ৷ এসব অভিযোগ করে কংগ্রেস মানুষের মন ভেজাতে পারবে না ৷ রাহুল গান্ধির কর্মসূচি অনেকদিন আগেই নির্ধারিত হয়েছে ৷ এতদিন কংগ্রেস ঘুমিয়ে ছিল কেন ?”

আরও পড়ুন:

  1. কারও চাপিয়ে দেওয়া দেবতাকে মানতে বাধ্য নন, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতার
  2. মমতার বাংলায় নিরাপত্তার ঘেরাটোপে রাহুলের ন্যায় যাত্রা
  3. 'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

মালদা, 29 জানুয়ারি: মাঝে আর একটামাত্র দিন ৷ তারপরেই মালদায় ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধি ৷ একইদিনে দুই হেভিওয়েটের উপস্থিতি নিয়ে ঘুম উড়েছে জেলা প্রশাসনের ৷ এরই মধ্যে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কংগ্রেস ৷ ওইদিন রতুয়ার ভালুকায় সেচ দফতরের বাংলোয় রাহুলের মধ্যাহ্নভোজ করার ব্যবস্থা করেছিল জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ তার জন্য আবেদনও জানানো হয়েছিল ৷ কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতৃত্ব ৷ যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলেও প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে ওই বাংলো ব্যবহারের অনুমতি না-পেয়ে কংগ্রেসের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ৷

স্থানীয় একটি মাঠে রাহুলের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে ৷ মধ্যাহ্নভোজের মেনুও ঠিক হয়ে গিয়েছে ৷ বুধবার সকাল 11টায় হরিশ্চন্দ্রপুরের লাভা দিয়ে বিহার থেকে মালদায় ঢুকবে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ সেখান থেকে যাত্রা যাবে রতুয়া 1 নম্বর ব্লকে ৷ দুপুরে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ মেনুতে থাকছে সবুজ স্যালাড, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, ভাত, ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি, আড় মাছ, চিকেন কষা, খেজুর দিয়ে টম্যাটোর চাটনি, মালদার কানসাট আর দই ৷ খুব কম তেলে সমস্ত রান্না করা হবে বলেও জানা গিয়েছে ৷ খাবার পরিবেশন করা হবে আখের ছিবড়ে দিয়ে তৈরি প্লেটে ৷ থাকবে আখের ছিবড়ের চামচও ৷ সেদিন সুজাপুরেই রাত কাটাবেন রাহুল ৷ তবে ডিনারের মেনু এখনও ঠিক করা হয়নি বলেই দলীয় সূত্রে খবর ৷

এদিকে এখনও পর্যন্ত ভালুকায় সেচ দফতরের বাংলো ব্যবহারের অনুমতি না-পাওয়ায় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার ৷ তিনি বলেন, “আমরা সেচ দফতরের ভালুকা ডাকবাংলোয় আমাদের নেতা রাহুল গান্ধির মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছিলাম ৷ তার জন্য অনেক আগেই সেচ দফতরের মহানন্দা এমব্যাংকমেন্ট ডিভিশনে চিঠি দিয়েছিলাম ৷ সচিবের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছিল ৷ তিনি পরে জানাবেন বলেছেন ৷ এখনও পর্যন্ত তাঁরা কোনও অনুমতি দেননি ৷ আমাদের মনে হচ্ছে, আধিকারিকদের মধ্যে একটা ভীতি কাজ করছে ৷ তাঁরা ভাবছেন, রাহুল গান্ধিকে সরকারি বাংলো ব্যবহারের অনুমতি দিয়ে তাঁরা রোষানলে পড়তে পারেন ৷ আমরা শুনলাম, সেদিনই মুখ্যমন্ত্রী মালদায় সভা করতে আসছেন ৷ তাই সমস্ত সরকারি বাংলো তাঁরা দখলে নিয়েছেন ৷ আমরা মানুষকে নিয়েই আমাদের কর্মসূচি সফল করব ৷”

এই ইস্যুতে তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারের প্রতিক্রিয়া, “নির্বাচন আসলেই শুধু মালদা জেলার কংগ্রেস নেতৃত্বের ঘুম ভাঙে ৷ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ তাই এবার বিভিন্ন প্রকল্পের মেলাগুলি জানুয়ারিতেই সেরে ফেলছে রাজ্য সরকার ৷ তার জন্য জেলার সমস্ত সরকারি অতিথিশালাগুলি মন্ত্রী ও আমলাদের জন্য সরকার বুক করে রেখেছে ৷ হঠাৎ করে রাহুল গান্ধি জেলায় আসবেন বলে কংগ্রেস নেতৃত্ব অতিথিশালার আবেদন জানালে চলবে না ৷ এসব অভিযোগ করে কংগ্রেস মানুষের মন ভেজাতে পারবে না ৷ রাহুল গান্ধির কর্মসূচি অনেকদিন আগেই নির্ধারিত হয়েছে ৷ এতদিন কংগ্রেস ঘুমিয়ে ছিল কেন ?”

আরও পড়ুন:

  1. কারও চাপিয়ে দেওয়া দেবতাকে মানতে বাধ্য নন, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতার
  2. মমতার বাংলায় নিরাপত্তার ঘেরাটোপে রাহুলের ন্যায় যাত্রা
  3. 'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.