বর্ধমান, 5 অগস্ট: বৃষ্টি কমলেও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে চলেছে। আগামী কয়েকদিনে বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা আছে ৷ বিপদ এড়াতে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে ৷ ভিডিয়ো ও রিলস বানানোর জন্য কোনওরকম বিপদের সন্মুখীন না-হওয়ার অনুরোধ জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৷
পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, "শনিবার থেকেই জেলার বিভিন্ন ব্লকের নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে ৷ নদীর ধারে কিংবা যেসব জায়গা প্লাবিত হয়েছে সেই সমস্ত জায়গায় ছবি তুলতে যাওয়া কিংবা রিল বানানোর জন্য ভিডিয়ো তুলতে নিষেধ করা হয়েছে। এর ফলে বিপদ ঘটতে পারে ৷"
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দামোদর, অজয় নদের পাশাপাশি খড়ি, বেহুলা, কুনুর, ব্রহ্মাণী, বাঁকা, ফড়ে নদী-সহ একাধিক ছোট নদীগুলিতেও জলস্তর বেড়ে চলেছে। সোমবার বিকেলের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে রায়না, খণ্ডঘোষ, জামালপুর, কাটোয়া, কালনা-সহ বিভিন্ন ব্লক প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে বানের জলের ছবি কিংবা রিলস তৈরির জন্য কেউ যেন জলের পাশে না যায়। বিপদের সম্ভাবনা আছে।
ইতিমধ্যেই, ব্রহ্মাণী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কাটোয়া-মন্তেশ্বর সংযোগকারী রাস্তা-সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। মন্তেশ্বরের চন্দ্রপুর রাস্তা, কাটোয়ার শ্রীখন্ড রাস্তা বেহাল হয়ে পড়েছে । জলের তলায় চলে গিয়েছে 5 হাজার 570 হেক্টর জমি। এখনও পর্যন্ত 1 হাজার 385টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে । স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে 26টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে 64.465 মিটার বা 211.50 ফুট, মাইথন ড্যামে 147.36 মিটার বা 483.45 ফুট, পাঞ্চেত ড্যামে 127.33 মিটার বা 417.74 ফুট, তেনুঘাট বাঁধে 260.19 মিটার বা 853.63 ফুট জল ছিল ৷ রণডিহাতে ড্যামে দামোদর নদের জলস্তর 167.40 ফুট উচ্চতায় রয়েছে। যা বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে।