ETV Bharat / state

'মেয়েরা রাত দখল করো' কর্মসূচির পাশে কলকাতা মেট্রো, বিশেষ পরিষেবার ঘোষণা - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 4:16 PM IST

Updated : Aug 14, 2024, 4:36 PM IST

Kolkata Metro: স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে কলকাতা-সহ জেলার মূল মোড়গুলির দখল নিতে চলেছে মেয়েরা ৷ তাঁদের এই কর্মসূচিতে পাশে দাঁড়াল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ বুধবার রাতে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে ৷ জানুন সম্পূর্ণ সময়সূচি ৷

Kolkata Metro
মহিলাদের কর্মসূচির জন্য রাতের শহরে বিশেষ মেট্রো পরিষেবা (ইটিভি ভারত)

কলকাতা, 14 অগস্ট: 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচিতে সাহায্যের হাত বাড়াল কলকাতা মেট্রোরেল ৷ এই কর্মসূচির জন্য বুধবার বিশেষ মেট্রো চালানো হবে ৷ এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য (ইটিভি ভারত)

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথ করিডোরে আপ লাইনে দু’টি বিশেষ ট্রেন এবং ডাউন লাইনে আরও দু’টি মেট্রো চালানো হবে । প্রথম ট্রেনটি রাত ঠিক রাত দশটার সময় কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ছাড়বে । দমদম পৌঁছবে রাত 10টা 49 মিনিটে । অন্যদিকে ঠিক রাত 10টা 20 মিনিটে আরেকটি স্পেশাল ট্রেন কবি সুভাষ থেকে ছেড়ে যাবে ৷ দমদম মেট্রো স্টেশনে পৌঁছবে রাত 11টা 9মিনিটে । এছাড়াও ডাউন লাইনে ঠিক রাত 10টার সময় দমদম থেকে ছাড়বে একটি মেট্রো । এই ট্রেনটি কবি সুভাষ পৌঁছবে ঠিক রাত 10টা 49 মিনিটে । আরও একটি মেট্রো দমদম থেকে ছাড়বে রাত 10টা 20 মিনিটে । এই ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে 11টা 9 মিনিটে ।

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে সারা রাজ্য । তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ (বুধবার) মহিলারা সারা রাজ্যব্যাপী 'মেয়েরা রাত দখল করো' ব্যানারে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন । শহর থেকে রাজ্যের সর্বত্রই রাত থেকে শুরু হবে এই জমায়েত । এই কর্মসূচিতে যাতে মহিলারা অংশ নিতে পারেন তাই বিশেষ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । কিছুক্ষণ আগেই তার ঘোষণা করা হয়েছে ।

বুধবার এই বিশেষ ঘোষণা করে কৌশিক মিত্র একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, গত দু'তিন দিন ধরে মেট্রো কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সংস্থার থেকে মেল এসেছে এবং সেখানে আজ রাতে জমায়েতের জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানোর অনুরোধ এসেছে । তাই আজ রাতে মেট্রো পরিষেবায় কিছু রদবদল করা হয়েছে ।

তাঁর কথায়, রাতের শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না । দমদম এবং কবি সুভাষ থেকে রাতের শেষ মেট্রো যথা সময় ছাড়বে অর্থাৎ 10টা 40 মিনিটে । তবে তার আগে রাত 10 টায় এবং রাত 10টা 20মিনিটে দুদিক থেকেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই স্পেশাল ট্রেনগুলি সবকটি স্টেশনে থামবে । এছাড়াও আজ রাতের জন্য সমস্ত মেট্রো স্টেশনের সব কটি বুকিং কাউন্টারও খোলা রাখা হবে ।

কলকাতা, 14 অগস্ট: 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচিতে সাহায্যের হাত বাড়াল কলকাতা মেট্রোরেল ৷ এই কর্মসূচির জন্য বুধবার বিশেষ মেট্রো চালানো হবে ৷ এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য (ইটিভি ভারত)

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথ করিডোরে আপ লাইনে দু’টি বিশেষ ট্রেন এবং ডাউন লাইনে আরও দু’টি মেট্রো চালানো হবে । প্রথম ট্রেনটি রাত ঠিক রাত দশটার সময় কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ছাড়বে । দমদম পৌঁছবে রাত 10টা 49 মিনিটে । অন্যদিকে ঠিক রাত 10টা 20 মিনিটে আরেকটি স্পেশাল ট্রেন কবি সুভাষ থেকে ছেড়ে যাবে ৷ দমদম মেট্রো স্টেশনে পৌঁছবে রাত 11টা 9মিনিটে । এছাড়াও ডাউন লাইনে ঠিক রাত 10টার সময় দমদম থেকে ছাড়বে একটি মেট্রো । এই ট্রেনটি কবি সুভাষ পৌঁছবে ঠিক রাত 10টা 49 মিনিটে । আরও একটি মেট্রো দমদম থেকে ছাড়বে রাত 10টা 20 মিনিটে । এই ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে 11টা 9 মিনিটে ।

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে সারা রাজ্য । তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ (বুধবার) মহিলারা সারা রাজ্যব্যাপী 'মেয়েরা রাত দখল করো' ব্যানারে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন । শহর থেকে রাজ্যের সর্বত্রই রাত থেকে শুরু হবে এই জমায়েত । এই কর্মসূচিতে যাতে মহিলারা অংশ নিতে পারেন তাই বিশেষ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । কিছুক্ষণ আগেই তার ঘোষণা করা হয়েছে ।

বুধবার এই বিশেষ ঘোষণা করে কৌশিক মিত্র একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, গত দু'তিন দিন ধরে মেট্রো কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সংস্থার থেকে মেল এসেছে এবং সেখানে আজ রাতে জমায়েতের জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানোর অনুরোধ এসেছে । তাই আজ রাতে মেট্রো পরিষেবায় কিছু রদবদল করা হয়েছে ।

তাঁর কথায়, রাতের শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না । দমদম এবং কবি সুভাষ থেকে রাতের শেষ মেট্রো যথা সময় ছাড়বে অর্থাৎ 10টা 40 মিনিটে । তবে তার আগে রাত 10 টায় এবং রাত 10টা 20মিনিটে দুদিক থেকেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই স্পেশাল ট্রেনগুলি সবকটি স্টেশনে থামবে । এছাড়াও আজ রাতের জন্য সমস্ত মেট্রো স্টেশনের সব কটি বুকিং কাউন্টারও খোলা রাখা হবে ।

Last Updated : Aug 14, 2024, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.