ETV Bharat / state

ইডি' তলবে হাজিরা এড়ালেন ঋতুপর্ণা, পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক - RITUPARNA SKIPS ED SUMMON - RITUPARNA SKIPS ED SUMMON

Rituparna Sengupta ED Appearance: রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সল্টলেক সিজিও কমপ্লেক্সে বুধে হাজির হলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ তিনি দেশে নেই বলে জানিয়েছেন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে আবার ডেকে পাঠাবে কি না, তা নিয়ে চলছে বৈঠক ৷

Rituparna Sengupta
ইডি হাজিরা এড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত (ছবি সৌজন্য: ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 11:01 PM IST

কলকাতা, 5 জুন: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ইডি সূত্রের খবর, টলি অভিনেত্রী ঋতুপর্ণা ইডিকে একটি মেইল করে জানিয়েছেন তিনি বিদেশে রয়েছেন ৷ তাই তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না ৷ তবে টলি অভিনেত্রীকে কি বাড়তি সময় দেওয়া হবে ? নাকি ফের তাঁকে তলব করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? সূত্রের খবর, এই নিয়ে দিল্লির সদর কার্যালয়ের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে বাংলার ইডি আধিকারিকদের ৷ সবুজ সংকেত মিললেই টলি অভিনেত্রীকে ফের একবার নোটিশ ধরাতে পারে ইডি ৷

রেশন দুর্নীতি কাণ্ডে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে বুধবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ কিন্তু আজ তিনি নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেননি ৷ তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন বিভিন্ন প্রভাবশালী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাঙ্কের ট্রানজাকশন হয়েছিল ৷

প্রধানত ইডি আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তের কাছ থেকে তাঁর ব্যাঙ্কে হওয়া একাধিক আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইবেন ৷ পাশাপাশি এই রেশন দুর্নীতি কাণ্ডে তিনি কীভাবে জড়ালেন, তা বিশদে জানার প্রয়োজন রয়েছে তদন্তকারীদের ৷ আর তার জন্যই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল ৷

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করে ৷ পরে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় ৷ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতারের পরে সন্দেশখালির বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেই মতো 5 জানুয়ারির সকালে উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে পৌঁছন ইডি আধিকারিকরা ৷ সেখানে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ কিন্তু তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা ৷ আহত হন এক তদন্তকারী ৷ তারপর বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান ৷ পরে 28 ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷

কলকাতা, 5 জুন: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ইডি সূত্রের খবর, টলি অভিনেত্রী ঋতুপর্ণা ইডিকে একটি মেইল করে জানিয়েছেন তিনি বিদেশে রয়েছেন ৷ তাই তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না ৷ তবে টলি অভিনেত্রীকে কি বাড়তি সময় দেওয়া হবে ? নাকি ফের তাঁকে তলব করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? সূত্রের খবর, এই নিয়ে দিল্লির সদর কার্যালয়ের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে বাংলার ইডি আধিকারিকদের ৷ সবুজ সংকেত মিললেই টলি অভিনেত্রীকে ফের একবার নোটিশ ধরাতে পারে ইডি ৷

রেশন দুর্নীতি কাণ্ডে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে বুধবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ কিন্তু আজ তিনি নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেননি ৷ তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন বিভিন্ন প্রভাবশালী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাঙ্কের ট্রানজাকশন হয়েছিল ৷

প্রধানত ইডি আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তের কাছ থেকে তাঁর ব্যাঙ্কে হওয়া একাধিক আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইবেন ৷ পাশাপাশি এই রেশন দুর্নীতি কাণ্ডে তিনি কীভাবে জড়ালেন, তা বিশদে জানার প্রয়োজন রয়েছে তদন্তকারীদের ৷ আর তার জন্যই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল ৷

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করে ৷ পরে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় ৷ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতারের পরে সন্দেশখালির বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেই মতো 5 জানুয়ারির সকালে উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে পৌঁছন ইডি আধিকারিকরা ৷ সেখানে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ কিন্তু তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা ৷ আহত হন এক তদন্তকারী ৷ তারপর বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান ৷ পরে 28 ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.