চোপড়া, 1 জুলাই: চোপড়ার নেতা তাজেমুল হক ওরফে জেসিবির এক নারকীয় ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তরজা ৷ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে রাস্তা ফেলে সে এক যুগলকে রাস্তায় ফেলে বাঁশের কঞ্চি দিয়ে অনবরত পেটাতে থাকে ৷ আঘাতের জেরে মাটিতে ওই যুবক-যুবতী ছটপট করতে থাকেন ৷ জনা পঞ্চাশের লোক সেখানে গোল করে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন ৷ বাধা দিতে এগিয়ে আসেননি ৷ এই নারকীয় ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়তেই অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, ঘটনাটি 28 জুন, শুক্রবারের ৷ এই ঘটনায় চোপড়া থানার পুলিশ রবিবারই জেসিবিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ৷ আজ অর্থাৎ সোমবার তাজেমুলকে ইসলামপুর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পিলিশ সূত্রে ৷ এদিকে এনিয়ে ইসলামপুর পুলিশ ডিসট্রিক্টের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়েছে, "চোপড়া থানার অন্তর্গত একটি ঘটনাকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ কোনও নির্দিষ্ট মহল থেকে এই চেষ্টা করা হচ্ছে। আসল বিষয়টি হল, পুলিশ অবিলম্বে এক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ৷ এছাড়াও এই ঘটনায় একটি মামলাও রুজু করেছে পুলিশ ৷ আক্রান্ত যুগলকে নিরাপত্তাও দেওয়া হয়েছে ৷"
Efforts are being made from certain quarters to spread misinformation about an incident in Chopra PS under Islampur PD. The fact is, police has promptly identified and arrested one person who had publicly assaulted a lady.
— Islampur Police District (@IslampurD) June 30, 2024
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজেমুল ওরফে জেসিবি চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। একাধিক খুনের মামলা রয়েছে তার নামে । এনিয়ে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সহসভাপতি সুরজিৎ সেন অভিযোগ করেছেন, মূল অভিযুক্ত জেসিবির বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ কিন্তু, বিধায়কের খাস লোক হওয়ায় পুলিশ তাঁকে স্পর্শও করে না ৷
Suo moto case started by the police. Victim has been provided police security. Investigation proceeds.#islampur_police#always_with_you
— Islampur Police District (@IslampurD) June 30, 2024
সালিশি সভায় যুবক-যুবতীকে 'মার', অভিযুক্তের পাশে দাঁড়িয়ে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তৃণমূল নেতার