শান্তিপুর, 3 মার্চ: দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদারের কনভয়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপির রাজ্য সভাপতি । জানা যাচ্ছে, ধুবুলিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন সুকান্ত। পথে শান্তিপুর-গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়ক সুকান্তপল্লীর কাছে একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে থাকা একটি গাড়িকে চেপে দেয় ৷ রাস্তার ডান দিকে ডিভাইডার থাকায় কনভয়ের সামনের ওই গাড়িটি দাঁড়িয়ে পড়ে ৷ তখনই সুকান্ত মজুমদারের গাড়ি ধাক্কা মারে সামনের গাড়িটিকে। গাড়িটির সামনের অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ আঘাত লাগে বিজেপির রাজ্য সভাপতিরও ৷
তবে আহত অবস্থাতেই সভাস্থলে রওনা দেন সুকান্ত ৷ অন্যদিকে, আহত গাড়ির চালককে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও দুর্ঘটনার পর ওই বাসটিকে আর দেখা যায়নি ৷ সুকান্তবাবুর কথা অনুযায়ী, দুর্ঘটনার কারণে দু-তিনজন জখম হয়েছেন ৷ তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ৷ পাশপাশি তিনি সন্দেহপ্রকাশ করে জানান, এভাবে মাঝেমধ্যেই তাঁর কনভয়ে গাড়ি ঢুকে পড়ে ৷ এই নিয়ে তিনি তদন্তের দাবিও করেছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির মেরামতির জন্য সেখানেই রাখা হয়। দলের জরুরি সভা থাকার কারণে সুকান্ত মজুমদার জখম অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে ৷ অন্যদিকে, দুর্ঘটনাস্থলে এসে পৌঁছন রানাঘাট জেলা পুলিশ-সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। যদিও তার আগেই বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছন সেখানে। তাঁদের তৎপরতাতেই সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্বভাবতই এই পথ দুর্ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার কাজ চলছিল এবং সেই সঙ্গে ডিভাইডারের জন্য মূলত বাসটি বাঁ-দিকে চেপে যেতে বাধ্য হয় ৷ আর তার ফলেই ঘটে এই অঘটন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি