ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবিভিপি-র বিক্ষোভে ধুন্ধুমার - RG KAR DOCTOR RAPE AND MURDER

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 7:20 PM IST

ABVP Protests RG Kar Incident: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতর ঘেরাও এবিভিপি-র ৷ আর সেই আন্দোলন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলল আরএসএসের ছাত্র সংগঠন ৷ সেই বিক্ষোভ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি শহরে ৷

ABVP Protest Over RG Kar Incident
আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবিভিপি-র বিক্ষোভে উত্তেজনা ৷ (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি ৷ আর সেই দাবিতে আজ শিলিগুড়ি মহকুমাশাসকের দফতর ঘেরাও করল আরএসএস-এর এই সংগঠন ৷ আর সেই ঘেরাও কর্মসূচি ও আন্দোলনের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি শহরে ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে ৷

আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবিভিপি-র বিক্ষোভে উত্তেজনা ৷ (ইটিভি ভারত)

আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ জারি রয়েছে গত দু’সপ্তাহ ধরে ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল বের করে এবিভিপি ৷ বুধবার দুপুরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একটি প্রতিবাদ মিছিল হাসমিচক, সেবক মোড়, মহাত্মা গান্ধি চক হয়ে মহকুমাশাসককের দফতরে পৌঁছয় ৷ মহকুমাশাসকের দফতরের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে তা আটকে দেয় ৷

মিছিল এগোতে বাধা দিতেই, পুলিশি ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন এবিভিপি-র সমর্থকরা ৷ এর ফলে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের ৷ দীর্ঘক্ষণ হাতাহাতি করেও মিছিল এগোতে না-পারায় রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর কুশপুতুল দেখা যায় ৷ তখন পুলিশ সেই কুশপুতুল কেড়ে নেয় বলে অভিযোগ ৷ কিন্তু, তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারী এবিভিপি নেতৃত্ব ও সমর্থকরা ৷ শেষে বাধ্য হয়ে কুশপুতুলটি ফিরিয়ে দেয় পুলিশ ৷

কুশপুতুল ফিরে পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় কয়েকজন আন্দোলনকারীকে ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে নিজেদের বিক্ষোভ শেষ করে এবিভিপি ৷ তবে, মহকুমাশাসকের দফতর ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয় তাদের ৷ এদিনের বিক্ষোভ নিয়ে এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী বলেন, "আরজি কর-কাণ্ডে জনমত গড়ে তুলতে হবে ৷ আমাদের দাবি এক, দফাও এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা ৷"

শিলিগুড়ি, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি ৷ আর সেই দাবিতে আজ শিলিগুড়ি মহকুমাশাসকের দফতর ঘেরাও করল আরএসএস-এর এই সংগঠন ৷ আর সেই ঘেরাও কর্মসূচি ও আন্দোলনের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি শহরে ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে ৷

আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবিভিপি-র বিক্ষোভে উত্তেজনা ৷ (ইটিভি ভারত)

আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ জারি রয়েছে গত দু’সপ্তাহ ধরে ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল বের করে এবিভিপি ৷ বুধবার দুপুরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একটি প্রতিবাদ মিছিল হাসমিচক, সেবক মোড়, মহাত্মা গান্ধি চক হয়ে মহকুমাশাসককের দফতরে পৌঁছয় ৷ মহকুমাশাসকের দফতরের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে তা আটকে দেয় ৷

মিছিল এগোতে বাধা দিতেই, পুলিশি ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন এবিভিপি-র সমর্থকরা ৷ এর ফলে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের ৷ দীর্ঘক্ষণ হাতাহাতি করেও মিছিল এগোতে না-পারায় রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর কুশপুতুল দেখা যায় ৷ তখন পুলিশ সেই কুশপুতুল কেড়ে নেয় বলে অভিযোগ ৷ কিন্তু, তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারী এবিভিপি নেতৃত্ব ও সমর্থকরা ৷ শেষে বাধ্য হয়ে কুশপুতুলটি ফিরিয়ে দেয় পুলিশ ৷

কুশপুতুল ফিরে পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় কয়েকজন আন্দোলনকারীকে ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে নিজেদের বিক্ষোভ শেষ করে এবিভিপি ৷ তবে, মহকুমাশাসকের দফতর ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয় তাদের ৷ এদিনের বিক্ষোভ নিয়ে এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী বলেন, "আরজি কর-কাণ্ডে জনমত গড়ে তুলতে হবে ৷ আমাদের দাবি এক, দফাও এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.