ETV Bharat / state

এবিভিপি'র স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে আইনজীবীরাও - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 7:46 PM IST

RG Kar Doctor Rape and Murder: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে স্বাস্থ্যভবন অভিযানে এবিভিপি ৷ পাশাপাশি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন রাজ্যের বিভিন্ন আদালতের আইনজীবীরা ৷ ধর্ষকদের হয়ে আদালতে লড়বেন না বলে অঙ্গীকার করলেন তাঁরা ৷

RG Kar Doctor Rape and Murder
এবিভিপি'র স্বাস্থ্যভবন অভিযান (বাঁদিকে), প্রতিবাদে মিছিল আইনজীবীদের (নিজস্ব ছবি)

কলকাতা, 20 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ৷ এই অভিযানকে ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড সল্টলেকে ৷ পুলিশের প্রতিরোধে স্বাস্থ্যভবন পর্যন্ত পৌঁছতেই পারল না মিছিল ৷

দিকে দিকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ (নিজস্ব ভিডিয়ো)

আন্দোলনকারীদের দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই ৷ কেন তিনি আরজি কর-কাণ্ডে কোনও পদক্ষেপ করেননি ৷ বাংলার মুখ্যমন্ত্রী একটা মেয়েকে রক্ষা করতে পারে না ৷ তবে কেন তিনি ওই চেয়ারে বসে রয়েছেন এখনও ৷"

এবিভিপি'র স্বাস্থ্যভবন অভিযান

এ দিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় সল্টলেকে ৷ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই জারি থাকে এবিভিপি'র আন্দোলন । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করে এবিভিপি । এরপর সল্টলেক সিটি সেন্টার থেকেই শুরু হয় মিছিল ৷ ইন্দিরা ভবনের সামনে সেই মিছিলকে আটকে দেয় বিধাননগর পুলিশ ।

অভিযোগ, ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে এগোনোর চেষ্টা করেন এবিভিপির সদস্যরা । পুলিশের সঙ্গে আন্দোলোনকারীদের ধস্তাধস্তি বাঁধে । আন্দোলনকারীদের আটকাতে লাঠিচার্জ করে বিধাননগর পুলিশ । আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান । বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ ।

বারুইপুরে আইনজীবীদের প্রতিবাদ মিছিল

অন্যদিকে, আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামলেন বারুইপুর মহকুমা আদালতের আইনজীবীরা । ন্যায্যবিচার ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলেন তাঁরা । ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আদালত চত্বর থেকে এ দিন বের হয় আইনজীবীদের মিছিল । বার অ্যাসোসিয়েশনের সদস্য সবিতা চৌধুরী বলেন, "আরজি করের ঘটনায় আমরা ন্যায্যবিচার যাই এবং যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ৷"

বারুইপুর আদালত ফৌজদারি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জ্যোতিপ্রকাশ মণ্ডলের কথায়, "আমাদের আন্দোলন দেখে অভিযুক্তরা যেন হুঁশিয়ার হয়ে যায় ৷ আমরা ধর্ষকদের হয়ে আদালতে লড়ব না ৷ আমরা বিচার চাই ৷"

দক্ষিণ দিনাজপুরে আইনজীবীদের মিছিল

পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন দক্ষিণ দিনাজপুরের আইনজীবীরাও । এ দিন বালুরঘাট জেলা আদালত এবং গঙ্গারামপুর মহকুমা আদালত উভয় জায়গাতেই দু'ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় ৷ একইসঙ্গে মহকুমা আদালতের সমস্ত আইনজীবী একত্রিত হয়ে আদালত চত্বর থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করে । আইনজীবীদের মিছিল চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য বংশীহারি থানার পক্ষ থেকে আদালত চত্বর-সহ বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল ।

RG Kar Doctor Rape and Murder
দক্ষিণ দিনাজপুরের আইনজীবীদের মিছিল (নিজস্ব ছবি)

এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মিত্র জানান, "আজকে আমরা মহাকুমা আদালতের আইনজীবী এবং ক্লার্ক অ্যাসোসিয়েশন সদস্যরা একত্রিত হয়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছি । আমরা খুবই চিন্তিত ৷ কারণ ঘরের মা বোনেরা কিন্তু সুরক্ষিত নেই । আমাদের সবারই গর্জে ওঠা দরকার । সেই কারণেই আমরা আজকে পথে নেমেছি ।"

জেলা কংগ্রেসের লালবাজার অভিযান

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন লালবাজার অভিযানের আগেই ধর্মতলায় দফায় দফায় আটক হন কংগ্রেস কর্মী সমর্থকেরা । মঙ্গলবার শেষ পর্যন্ত কারওকেই বিক্ষোভ মিছিল করে লালবাজার যেতে দেওয়া হয়নি । আটক করে প্রিজন ভ্যানে করে লালবাজারেই নিয়ে যাওয়া হয়েছে বিক্ষোভকারীদের । এ দিন 3টে নাগাদ মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে লালবাজার অভিযান ছিল । আরজি কর-কাণ্ডে কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও সন্দীপ ঘোষেকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয় ৷

RG Kar Doctor Rape and Murder
দক্ষিণ দিনাজপুরের আইনজীবীদের মিছিল (নিজস্ব ছবি)

তাঁদের জমায়েতের স্থল ছিল টিপু সুলতান মসজিদ লাগোয়া এলাকা । কিন্তু প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে বিক্ষোভকারীরা জমায়েত করতে পারেননি । তাই সুমন পাল-সহ বেলা 3টে নাগাদ উপস্থিত সকল বিক্ষোভকারীকে পুলিশ আটক করে । এরপরে বৃষ্টি কমলে ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে ছোট বড় মিছিল আসতে শুরু করে । তাদেরও ধাপে ধাপে আটক করে কলকাতা পুলিশ ।

কলকাতা, 20 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ৷ এই অভিযানকে ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড সল্টলেকে ৷ পুলিশের প্রতিরোধে স্বাস্থ্যভবন পর্যন্ত পৌঁছতেই পারল না মিছিল ৷

দিকে দিকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ (নিজস্ব ভিডিয়ো)

আন্দোলনকারীদের দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই ৷ কেন তিনি আরজি কর-কাণ্ডে কোনও পদক্ষেপ করেননি ৷ বাংলার মুখ্যমন্ত্রী একটা মেয়েকে রক্ষা করতে পারে না ৷ তবে কেন তিনি ওই চেয়ারে বসে রয়েছেন এখনও ৷"

এবিভিপি'র স্বাস্থ্যভবন অভিযান

এ দিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় সল্টলেকে ৷ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই জারি থাকে এবিভিপি'র আন্দোলন । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করে এবিভিপি । এরপর সল্টলেক সিটি সেন্টার থেকেই শুরু হয় মিছিল ৷ ইন্দিরা ভবনের সামনে সেই মিছিলকে আটকে দেয় বিধাননগর পুলিশ ।

অভিযোগ, ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে এগোনোর চেষ্টা করেন এবিভিপির সদস্যরা । পুলিশের সঙ্গে আন্দোলোনকারীদের ধস্তাধস্তি বাঁধে । আন্দোলনকারীদের আটকাতে লাঠিচার্জ করে বিধাননগর পুলিশ । আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান । বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ ।

বারুইপুরে আইনজীবীদের প্রতিবাদ মিছিল

অন্যদিকে, আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামলেন বারুইপুর মহকুমা আদালতের আইনজীবীরা । ন্যায্যবিচার ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলেন তাঁরা । ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আদালত চত্বর থেকে এ দিন বের হয় আইনজীবীদের মিছিল । বার অ্যাসোসিয়েশনের সদস্য সবিতা চৌধুরী বলেন, "আরজি করের ঘটনায় আমরা ন্যায্যবিচার যাই এবং যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ৷"

বারুইপুর আদালত ফৌজদারি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জ্যোতিপ্রকাশ মণ্ডলের কথায়, "আমাদের আন্দোলন দেখে অভিযুক্তরা যেন হুঁশিয়ার হয়ে যায় ৷ আমরা ধর্ষকদের হয়ে আদালতে লড়ব না ৷ আমরা বিচার চাই ৷"

দক্ষিণ দিনাজপুরে আইনজীবীদের মিছিল

পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন দক্ষিণ দিনাজপুরের আইনজীবীরাও । এ দিন বালুরঘাট জেলা আদালত এবং গঙ্গারামপুর মহকুমা আদালত উভয় জায়গাতেই দু'ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় ৷ একইসঙ্গে মহকুমা আদালতের সমস্ত আইনজীবী একত্রিত হয়ে আদালত চত্বর থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করে । আইনজীবীদের মিছিল চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য বংশীহারি থানার পক্ষ থেকে আদালত চত্বর-সহ বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল ।

RG Kar Doctor Rape and Murder
দক্ষিণ দিনাজপুরের আইনজীবীদের মিছিল (নিজস্ব ছবি)

এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মিত্র জানান, "আজকে আমরা মহাকুমা আদালতের আইনজীবী এবং ক্লার্ক অ্যাসোসিয়েশন সদস্যরা একত্রিত হয়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছি । আমরা খুবই চিন্তিত ৷ কারণ ঘরের মা বোনেরা কিন্তু সুরক্ষিত নেই । আমাদের সবারই গর্জে ওঠা দরকার । সেই কারণেই আমরা আজকে পথে নেমেছি ।"

জেলা কংগ্রেসের লালবাজার অভিযান

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন লালবাজার অভিযানের আগেই ধর্মতলায় দফায় দফায় আটক হন কংগ্রেস কর্মী সমর্থকেরা । মঙ্গলবার শেষ পর্যন্ত কারওকেই বিক্ষোভ মিছিল করে লালবাজার যেতে দেওয়া হয়নি । আটক করে প্রিজন ভ্যানে করে লালবাজারেই নিয়ে যাওয়া হয়েছে বিক্ষোভকারীদের । এ দিন 3টে নাগাদ মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে লালবাজার অভিযান ছিল । আরজি কর-কাণ্ডে কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও সন্দীপ ঘোষেকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয় ৷

RG Kar Doctor Rape and Murder
দক্ষিণ দিনাজপুরের আইনজীবীদের মিছিল (নিজস্ব ছবি)

তাঁদের জমায়েতের স্থল ছিল টিপু সুলতান মসজিদ লাগোয়া এলাকা । কিন্তু প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে বিক্ষোভকারীরা জমায়েত করতে পারেননি । তাই সুমন পাল-সহ বেলা 3টে নাগাদ উপস্থিত সকল বিক্ষোভকারীকে পুলিশ আটক করে । এরপরে বৃষ্টি কমলে ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে ছোট বড় মিছিল আসতে শুরু করে । তাদেরও ধাপে ধাপে আটক করে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.