কলকাতা, 2 জুন: নির্বাচন শেষের পর বাংলার সিংহভাগ মিডিয়া বুথ ফেরত সমীক্ষায় যে আভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে এ রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত ধরাশায়ী হতে চলেছে । অভাবনীয়ভাবে ভালো ফল করতে চলেছে বিজেপি । এই অবস্থায় রাজ্যের শাসকদল তৃণমূল কী বলে সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী ৷
দলীয় সূত্রে জানা যাচ্ছে, সংবাদমাধ্যমের এই এক্সিট পোলে একটুও বিচলিত নয় তৃণমূল ৷ বরং তারা আশা করছে বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে রাজ্যে ভালো ফলই করবে ঘাসফুল । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের এক্সিট পোলের ফলাফল দেখে দলীয় কর্মীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন । তৃণমূল জানিয়েছে, বুথ ফেরত সমীক্ষা ও জনমতের আভাস বাস্তব নয় । বিজেপি এসব করে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে বলে মনে করছে ঘাসফুল শিবির ৷ তাই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ৷
সমীক্ষায় হ্যাটট্রিকের পূর্বাভাস ! নয়া সরকারের প্রথম 100 দিনের কর্মসূচি নিয়ে বৈঠকে মোদি
তৃণমূল সূত্রের খবর, আজ অর্থাৎ রবিবার বিকেল 5টায় তিনি একটি ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন । এই বৈঠকে রাজ্যের সব জেলার জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের ডাকা হয়েছে । থাকবেন 42টি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ এছাড়াও এই বৈঠকে অংশ নেবেন আগামী 4 জুন গণনায় অংশগ্রহণকারী এজেন্টদের একটা বড় অংশ । বিশেষজ্ঞদের একাংশের মত, এক্সিট পোল দলীয় কর্মীদের মনোবল ভাঙতে পারে বলে এই বৈঠক ।
রাজনৈতিক মহলের ধারণা, এই নেতিবাচক ফল রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মিডিয়ার এই বিপরীত ফল দেখে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনওভাবেই এজেন্টরা যাতে গণনাকেন্দ্র থেকে বাইরে না আসেন সেই বার্তা দেবেন অভিষেক ৷ ফলাফল যাই হোক, গণনায় যাঁরা থাকবেন, তাঁরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন সেই নির্দেশ দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।