পুরুলিয়া, 25 এপ্রিল: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'বোমা' কোনটা ? পুরুলিয়া থেকে বুধবার এমনই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, গত সপ্তাহে শুভেন্দু দাবি করেন তিনি বোমা ফাটাবেন। এরপর সপ্তাহের শুরুতে সোমবারই দুটো ঘটনা ঘটে ।
এক, কলকাতা হাইকোর্টের রায়ে 25 হাজার চাকরি যায় । আর দুই, তাঁকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এখানেই অভিষেকের প্রশ্ন এর মধ্যে কোনটা বোমা । তাঁর আরও দাবি, আগে থেকে আদালতের রায় নিয়ে মন্তব্য করার পরও কেন শুভেন্দুর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এভাবে চলতে থাকলে দেশ থেকে কলকাতা হাইকোর্টটাই তুলে দেওয়া উচিত।
পুরুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একাধিক প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ করেন অভিষেক। তাঁর কাছে এসএসসি নিয়ে হাইকোর্টের রায় সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, আদালতের বিচারপতিরা এখন বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন । ২৫ হাজার লোকের চাকরি গিয়েছে। এক বিচারপতি পদ ছাড়ার আগেই বলেছিলেন তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল । তাহলে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এরপরই শুভেন্দু সম্পর্কে মন্তব্য করেন অভিষেক । একইসঙ্গে ওন্দার বিধায়কের কথাও তুলে ধরে তিনি বলেন, "এক বিধায়ক বলেছেন 59 হাজারের চাকরি যাবে । তিনি এ কথা জানলেন কী করে! যাদের চাকরি গিয়েছে আমরা তাদের পাশে আছি ।
এদিকে, দিন কয়েক আগে সভা করতে গিয়ে মালদা দক্ষিণ কেন্দ্র্রর বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে বেহায়া বলেন অভিষেক । এ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি । এই প্রসঙ্গে অভিষেক জানান, উনি বিধায়ক হওয়ার পর বাংলার দাবি নিয়ে কেন্দ্রকে একটি চিঠি দিয়েছেন দেখাতে পারলে আমি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করব । পাশাপাশি অভিষেক বলেন, "ওরা (বিরোধীরা) যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলেন তখন কী হয়!"
আরও পড়ুন: