কলকাতা, 2 সেপ্টেম্বর: আরজি করের নির্যাতিতাকে ধর্ষণ এবং খুনের মামলায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে ৷ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বিশিষ্টজনেরা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন । কখনও কখনও এই প্রতিবাদ সরকার ও প্রশাসনের বিরুদ্ধেও আছড়ে পড়ছে । এই অবস্থায় দলীয় নেতাদের সংযত হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সাম্প্রতিক সময় বিভিন্ন ছোট বড় নেতাদের মুখে আন্দোলনকারী চিকিৎসক এবং বিশিষ্টদের নিয়ে নানান বক্তব্য রাখতে শোনা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ৷ এই বক্তব্য আবার নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে । দল যে নেতাদের এই ধরনের বক্তব্যকে কোনওভাবে সমর্থন করে না তা ফের স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তাঁর সোশাল মিডিয়ার বার্তা থেকেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে ৷
Public representatives across party lines need to be more HUMBLE and SYMPATHETIC. I urge everyone in @AITCofficial not to speak ill of anyone from the MEDICAL FRATERNITY OR CIVIL SOCIETY. Everyone has the right to protest and express themselves— This is what sets West Bengal…
— Abhishek Banerjee (@abhishekaitc) September 2, 2024
সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "দলীয় আইন অনুযায়ী আমাদের জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে । আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বকে অনুরোধ করছি মেডিকেল ফ্রেটারনিটি বা সিভিল সোসাইটি থেকে কাউকে খারাপ কথা না বলার জন্য । প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে ।"
একইসঙ্গে তিনি এটাও বলেছেন, "এই বৈশিষ্ট্যই পশ্চিমবঙ্গকে অন্য বিজেপি শাসিত রাজ্য থেকে আলাদা করে । আমরা বুলডোজার মডেল এবং রাজনীতির নিপীড়ন কৌশলের বিরুদ্ধে আন্তরিকভাবে বরাবরই লড়াই করেছি । সেই একই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যেন পশ্চিমবঙ্গে না হয়- তা নিশ্চিত করতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময় । বাংলাকে অবশ্যই এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং যতক্ষণ না অপরাধীদের শাস্তি হয় ৷ এই অবস্থায় রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের দ্বারা যতক্ষণ না পর্যন্ত একটি ধর্ষণ-বিরোধী সময়সীমা বেঁধে দিয়ে কঠোর আইন প্রণয়ন করা হয় ততক্ষণ এই আন্দোলন থামবে না ।"