কলকাতা, 11 এপ্রিল: রেড রোডের মঞ্চ থেকে শুভেচ্ছা বার্তা দিতে উঠে বিভাজনের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুরু থেকেই রেড রোডে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রেড রোডে উপস্থিত জনতার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মাইক তুলে নেন তিনি । আর দু'এক মিনিটের বক্তব্যে সেখানেই বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ নেতা । তাঁর স্পষ্ট বক্তব্য, যাঁরা হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে, ভাই-ভাইয়ের মধ্যে লড়াই করাতে চায়, আগামী দিনে তাদের বিসর্জন চাই ।
এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে উঠে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে আমার বলার কোনও অর্থ হয় না । তবুও আমি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি । আপনারা গত একমাস ধরে উপবাস করেছেন । আজ ঈদে পরিবার ও সকলের সঙ্গে আনন্দ করুন, শুভেচ্ছা রইল । আপনারা সবাই এক থাকুন । বাংলার মধ্যে যে সৌভ্রাতৃত্বের পরিবেশ, তা যেন বজায় থাকে ।"
একতার বার্তা দিতে গিয়ে অভিষেক বলেন, "চাঁদের যেমন কোনও ধর্ম হয় না, একইভাবে যে জল আমরা পান করি তারও কোনও ধর্ম হয় না, যে হাওয়ায় শ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি তারও কোন ধর্ম নেই । যাঁরা ভাবছেম ভাই-ভাইয়ের মধ্যে লড়াই করিয়ে সমাজে বিভাজন তৈরি করবেন, তাঁদের জন্যই দুটো একটা কথা আমি বলতে চাই ।"
এরপর একটি উর্দু শায়েরির অংশ উদ্ধৃত করে অভিষেক বলেন, কিরায়য়দার হ্যায় সাথি মাকান থোরি হ্যায়, জো সরকার আপনে চুনী হ্যায় জনতা মালিক হ্যায়, সরকার কিরায়দার হ্যায় । অর্থাৎ তিনি মনে করিয়ে দিয়েছেন, এই যে সরকার চলছে তার মালিক আসলে জনগণ । আর সেখানে ভাড়াটে হল সরকার । কাজেই জনতাকে সমঝে সকলকেই চলতে হবে ।
আরও পড়ুন: