নয়াদিল্লি, 23 জুলাই: কেন্দ্রীয় বাজেটকে মোদি সরকারের 'গোদি বাঁচানোর' চেষ্টা বলে কটাক্ষ করল তৃণমূল ৷ লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বাজেটের সমালোচনাও করেন ৷ তিনি সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, "এটি একটি ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রী দ্বারা পেশ করা শূন্য ওয়্যারেন্টি বাজেট ৷" তবে মোদি সরকারের এই বাজটে প্রশংসা কুড়িয়েছে তৃণমূলের আর এক সাংসদ শত্রুঘ্ন সিনহার ৷
মঙ্গলবার লোকসভায় দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এরপরই কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গের শাসকদল সাফ জানিয়েছে, লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গের জন্য কিছুই নেই ৷ এই বাজেটকে তৃণমূল এনডিএ-র বাজেট ভারতের জন্য নয়, বলেও জানিয়েছে ৷
This BUDGET is a complete failure with ZERO WARRANTY, presented by a FAILED FINANCE MINISTER OF A FAILED GOVERNMENT. Instead of tackling urgent issues like unemployment, rising prices and growing inflation, the BJP has crafted a budget to bribe its coalition partners and buy time…
— Abhishek Banerjee (@abhishekaitc) July 23, 2024
এদিন কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "এই বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান বাঁচানোর লক্ষ্যে। এটি এনডিএর বাজেট, ভারতের জন্য নয়।" তৃণমূল সাংসদ আরও বলেন, "গতবার এরা ওড়িশাকে অনেক প্রকল্প দিয়েছে। এখন সেখানে বিজেপি জিতেছে বিধানসভা নির্বাচনে, তাই ওড়িশার জন্যও কিছুই নেই। বাংলার জন্যও কিছুই নেই ৷"
জোড়াফুল শিবিরের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে অভিযোগ করে জানান, এই বাজেটে আদতে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটি উন্মুক্ত এবং নির্লজ্জ বৈষম্য করা হয়েছে। তিনি এক্স-এর একটি পোস্টে লিখেছেন, "এই কেন্দ্রীয় বাজেটে আবারও খোলা এবং নির্লজ্জ বৈষম্য। কেন্দ্রীয় সরকার বন্যা, ত্রাণ ও পুনর্গঠনের তহবিল থেকে শুধুমাত্র বাংলাকেই বাদ দিয়েছে ! ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে বাংলার মানুষকে আলাদা করে অন্য রাজ্যকে তহবিল দেওয়া হল। নির্বাচনে বিজেপির খারাপ ফলের জন্য এটি একটি প্রতিশোধ ৷"
দলের আরও এক রাজ্যসভার সাংসদ, সুস্মিতা দেব জানান, কেন্দ্রীয় তহবিলের পরিমাণ 1.6 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বকেয়া রয়েছে ৷ তিনি পালটা প্রশ্ন তোলেন, আদমশুমারি না করে কীভাবে বাজেট অনুশীলন করা হচ্ছে ? তাঁর কথায়, "আপনি বাজেটকে ঐতিহাসিক বলছেন, কিন্তু তিনি জানেন না জনসংখ্যা কত। 2011 সাল থেকে কোনও আদমশুমারি হয়নি। আপনি যদি সঠিক সংখ্যা জানেন না, তাহলে আপনি কীভাবে বাজেট তৈরি করবেন ?" তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, "ক্যান্সারের ওষুধ বা অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধে যে ছাড় দেওয়া হয়েছে তা প্রশংসনীয় ৷ বিহারকে যা দেওয়া হয়েছে, একজন বাসিন্দা হিসাবে এটি ভাল লাগল ৷ বিহারের জন্য এটির প্রয়োজন ছিল ৷ কিন্তু আপনি তেলেঙ্গানা, পঞ্জাব এবং পশ্চিমবঙ্গের জন্য কী করেছেন ?"