কলকাতা, 23 অগস্ট: শ্যামবাজারে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং নির্যাতিতার বিচার চেয়ে বিজেপির পাঁচ দিনের ধরনা কর্মসূচির আজ তৃতীয় দিন। শুক্রবার এই ধরনা কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। "এত বড় ঘটনা মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনা ঘটেছে। তাই এই মামলায় তাঁকেও একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই।" শুক্রবার এমনটাই দাবি জানালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
শ্যামবাজারে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং নির্যাতিতার বিচার চেয়ে বিজেপির পাঁচ দিনের ধরনা কর্মসূচির আজ তৃতীয় দিন। মূলত, নারী নির্যাতন, খুন-ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলা এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্যামবাজার মেট্রোর 1 নম্বর গেট সংলগ্ন এই ধরনা কর্মসূচি চলছে বিজেপির। সেই ধরনা মঞ্চে আজ উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরজি কর কাণ্ডে পুলিশকে দিয়ে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করেন তিনি।
তিনি এদিন আরও বলেন, "যে ঘটনার সময় 12 থেকে 13 জন পুলিশ আধিকারিক হাসপাতালে উপস্থিত ছিল। পুলিশ যখন এই ঘটনা জানতে পেরেছে আর কখন এফআইআর হয়েছে এই সময়ের তফাতের ব্যাখ্যা আজ আর নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়। কারণ পুলিশ জানত যে, একবার দেহ আটকে দিলে তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। তাই একদিকে মৃতার বাবা, মাকে আটকে রাখল পুলিশ ৷ অন্যদিকে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হল।"
প্রাক্তন বিচারপতির আরও সংযোজন, "এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া হতে পারে না। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য দাবি জানাচ্ছি সিবিআইয়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন অপরাধী। উনি পুলিশকে দিয়ে সমস্ত সাক্ষ্যপ্রমাণ লোপাট করিয়েছেন না-হলে এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হত না। পরে পুলিশ ভ্যান করে বলল, এই মৃতদেহ তাঁর বাবা, মা পুড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছেন।"
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, "হাসপাতালে পৌঁছনোর পরেও তাঁদের নিজের মেয়ের মৃতদেহ তিন ঘণ্টা দেখতে দেওয়া হয়নি। তারাই বলেছেন ওখানকার পুলিশ তাঁদের হেনস্তা করেছে। একমাত্র মেয়েকে হারিয়ে তাঁদের মনে অবস্থা কী ছিল সবাই জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিযুক্ত হিসেবে দেখছি। তাই আমি সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি যে, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।"
আরজি করে দুর্নীতির সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে সন্দীপ