ETV Bharat / state

দুর্গাপুরে পড়তে আসা বাংলাদেশি তরুণীকে ধর্ষণ, অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে - Bangladeshi girl raped

Bangladeshi girl raped in Durgapur: দুর্গাপুরে পড়তে এসে ধর্ষণের শিকার বাংলাদেশের এক ছাত্রী ৷ হাসপাতালের কেবিনে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Bangladeshi girl raped
ধর্ষণের শিকার বাংলাদেশের তরুণী (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 6:00 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ধর্ষণের শিকার বাংলাদেশের এক তরুণী ! অভিযোগ, বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের এক শিক্ষক ওই তরুণীকে ফোন করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন । কিন্তু, তরুণীটি তাতে রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বিশ্ববিদ্যালয়কে সে কথা জানালেও বিশ্ববিদ্যালয় উল্টে ওই অধ্যাপকেরই পক্ষ নিয়েছে। একই সঙ্গে, মেয়েটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপে জড়িত বলে পাল্টা অভিযোগ করা হয়। আদালত সুত্রে জানা যাচ্ছে, আইসিসিআর স্কলারশিপ পাওয়ার পর বাংলাদেশ থেকে এক তরুণী ভারতে আসেন পড়তে। তিনি রানিগঞ্জের টিডিবি কলেজ থেকে বাংলা বিষয়ে তার স্নাতক হন 2019-2022 শিক্ষাবর্ষে। পরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকোত্তর ডিগ্রির জন্য। 2023 সালে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি বাংলা বিভাগের সেকেন্ড সেমেস্টারের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুত্রেই বাংলা বিভাগের এক অধ্যাপকের সঙ্গে তাঁর আলাপ ও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে ।

2023 সালের 6 মার্চ ওই শিক্ষক তাঁকে দুর্গাপুরের ন্যাশানাল বুক এজেন্সি-তে নিয়ে যান বই কেনার নাম করে। সেখান থেকে রানিগঞ্জের একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। সেখানে চা খেতে খেতে এক ব্যাক্তিকে ডেকে তিনি বলেন তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। যদিও বিয়ে পরে তাদের হয়নি। 30 মার্চ মেয়েটিকে ফোনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে 7টা 50 মিনিটের মধ্যে এসএমএস করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন ওই শিক্ষক। কিন্তু মেয়েটি রাজি হননি।

মানসিকভাবে বিধবস্ত তরুণী ওই দিন রাতেই অসুস্থ হয়ে পড়েন ৷ সেই খবর তরুণী দুর্গাপুরের যে লেডিস হস্টেলে থাকতেন সেখানকার ডেপুটি রেজিস্ট্রারের থেকে জানতে পারেন বাংলা বিভাগের ওই অধ্যাপক। কারও কোনও অনুমতি ছাড়াই তরুণীকে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই হাসপাতালের কেবিনে ওই অধ্যাপক তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনায় থানায় অভিযোগ জানান তরুণী। অভিযোগ পেয়ে পুলিশ চার্জশিটে ধর্ষণের ধারা যুক্ত করে। তরুণীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে একাধিকবার অভিযোগ জানালোও কোনও লাভ হয়নি। তাঁর সঙ্গে উলটে অসহযোগিতা করা হয় বলেও অভিযোগ ৷ এরপরই আত্মহত্যা করার চেষ্টা করনে ওই তরুণী। কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছেন । প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী সোমবার তিনি বিষয়টি শুনবেন।

কলকাতা, 27 সেপ্টেম্বর: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ধর্ষণের শিকার বাংলাদেশের এক তরুণী ! অভিযোগ, বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের এক শিক্ষক ওই তরুণীকে ফোন করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন । কিন্তু, তরুণীটি তাতে রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বিশ্ববিদ্যালয়কে সে কথা জানালেও বিশ্ববিদ্যালয় উল্টে ওই অধ্যাপকেরই পক্ষ নিয়েছে। একই সঙ্গে, মেয়েটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপে জড়িত বলে পাল্টা অভিযোগ করা হয়। আদালত সুত্রে জানা যাচ্ছে, আইসিসিআর স্কলারশিপ পাওয়ার পর বাংলাদেশ থেকে এক তরুণী ভারতে আসেন পড়তে। তিনি রানিগঞ্জের টিডিবি কলেজ থেকে বাংলা বিষয়ে তার স্নাতক হন 2019-2022 শিক্ষাবর্ষে। পরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকোত্তর ডিগ্রির জন্য। 2023 সালে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি বাংলা বিভাগের সেকেন্ড সেমেস্টারের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুত্রেই বাংলা বিভাগের এক অধ্যাপকের সঙ্গে তাঁর আলাপ ও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে ।

2023 সালের 6 মার্চ ওই শিক্ষক তাঁকে দুর্গাপুরের ন্যাশানাল বুক এজেন্সি-তে নিয়ে যান বই কেনার নাম করে। সেখান থেকে রানিগঞ্জের একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। সেখানে চা খেতে খেতে এক ব্যাক্তিকে ডেকে তিনি বলেন তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। যদিও বিয়ে পরে তাদের হয়নি। 30 মার্চ মেয়েটিকে ফোনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে 7টা 50 মিনিটের মধ্যে এসএমএস করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন ওই শিক্ষক। কিন্তু মেয়েটি রাজি হননি।

মানসিকভাবে বিধবস্ত তরুণী ওই দিন রাতেই অসুস্থ হয়ে পড়েন ৷ সেই খবর তরুণী দুর্গাপুরের যে লেডিস হস্টেলে থাকতেন সেখানকার ডেপুটি রেজিস্ট্রারের থেকে জানতে পারেন বাংলা বিভাগের ওই অধ্যাপক। কারও কোনও অনুমতি ছাড়াই তরুণীকে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই হাসপাতালের কেবিনে ওই অধ্যাপক তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনায় থানায় অভিযোগ জানান তরুণী। অভিযোগ পেয়ে পুলিশ চার্জশিটে ধর্ষণের ধারা যুক্ত করে। তরুণীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে একাধিকবার অভিযোগ জানালোও কোনও লাভ হয়নি। তাঁর সঙ্গে উলটে অসহযোগিতা করা হয় বলেও অভিযোগ ৷ এরপরই আত্মহত্যা করার চেষ্টা করনে ওই তরুণী। কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছেন । প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী সোমবার তিনি বিষয়টি শুনবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.