কলকাতা, 5 এপ্রিল: সন্ধ্যার ব্যস্ত সময়ে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা ৷ বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হল পরিষেবা ৷ 11 মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ তবে সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লেগে যায়। জানা গিয়েছে, নর্থ সাউথ মেট্রো করিডোরে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। ফলে মেট্রো পরিষেবায় ব্যাঘাত ঘটে। এদিন সন্ধ্যা 6.02 মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এক মহিলা আত্মহত্যা করতে আপ লাইনে চলন্ত ট্রেনের সামনে লাফ দেন। তবে চালকের তৎপরতায় কোনও রকমে মহিলার প্রাণ বাঁচে।
খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। ওই লাইনে পরিষেবা বন্ধ রেখে উদ্ধার কাজ চলে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে একজন মহিলা আপ লাইনে ঝাঁপ দেন। ওই মহিলাকে জীবিত উদ্ধার করেছে মেট্রো আধিকারিক ৷ 6.13 নাগাদ ওই রুটে পরিষেবা স্বাভাবিক হয়। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। তবে কতটা আঘাত লেগেছে সেটা আপাতদৃষ্টিতে জানা সম্ভব হয়নি ৷ প্রাথমিক চিকিৎসার পরেই তা স্পষ্ট করে বোঝা যাবে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, চালকের সতর্কতার জন্যই ওই মহিলা প্রাণে বাঁচেন। এদিন যখন আপ লাইনে মেট্রো স্টেশনে প্রবেশ করছিল তখন হঠাৎই ওই মহিলা লাইনে ঝাঁপ দেন। তবে চালক দ্রুত ব্রেক কষান বলে প্রাণে বেঁচে যান ওই মহিলা ৷ মহিলার বাড়ি কোথায় আর কেনই বা তিনি এই পদক্ষেপ নিতে গিয়েছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
আরও পড়ুন
1. হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর কাজে বাধা, অভিযোগ ট্রাফিক বিভাগের বিরুদ্ধে
2. এক টিকিটেই গ্রিন, ব্লু ও অরেঞ্জ লাইনে যাওয়ার সুবিধা; আরও সহজ মেট্রো পরিষেবা
3. ছুটছে নীল আলো...গঙ্গার নীচে সুড়ঙ্গে ঐতিহাসিক মেট্রো সফরে কলকাতা-হাওড়া