জলপাইগুড়ি, 7 এপ্রিল: প্রায় দু-মাস হয়ে গিয়েছে অথচ এখনও মেলেনি হকের টাকা ৷ বিষয়টি নিয়ে মালিকপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে আন্দোলনে নামলেন নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা ৷ এদিন সকাল হতেই কাজে যোগ দেওয়ার বদলে বিভিন্ন দাবি নিয়ে ভারত-ভুটানগামী আন্তর্জাতিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ৷
ধূপগুড়ির বানারহাট এলাকার এই চা-বাগান কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে ৷ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সাত সপ্তাহ ধরে নিজেদের প্রাপ্য় মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা ৷ বার বার বলা সত্ত্বেও কার্যত মুখে কুলুপ দিয়ে রেখেছে মালিকপক্ষ ৷ মিথ্য়ে আশ্বাস দিয়ে যাচ্ছে ক্রমশ ৷ সেকারণে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য় হয়েছেন তারা ৷ আন্দোলনকারী শ্রমিক করিশ্মা ওড়াও-এর দাবি, প্রায় সাত সপ্তাহ ধরে কাজ করেও কোনও বেতন পাচ্ছেন না । তাদের দাবি মানা না হলে ভোটই দেবেন না বলে জানিয়েছেন তিনি । তবে যে বা যারা এই সমস্যার সমাধান করবে তাদের ভোট দেবেন৷
ঘটনাচক্রে আজ জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভা করবেন তিনি ৷ এই আবহে রাস্তা অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলনে রীতিমত চাপে প্রশাসন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী ৷ তবু নিজেদের অবস্থানে অনড় রয়েছেন চা-বাগানের শ্রমিকরা ৷
রবিবার শুধু প্রচারই নয়, ধূপগুড়ির সভাস্থলের পিছনে ঝড়ে বিধ্বস্ত 10টি পরিবারের সঙ্গে দেখা করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর । সেই সভার মাত্র কয়েক ঘণ্টা আগে চা-শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গরম হয়ে উঠেছে পরিস্থিতি, তা বলাই বাহুল্য় ৷
আরও পড়ুন: