সালকিয়া, 2 অগস্ট: নিজের মেয়েকে চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখলেন হাওড়ার এক ব্যক্তি । হাওড়ায় বাড়ির সামনে মারণ ফাঁদে পড়ে বাবার সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল 22 বছরের যুবতীর।
বুধবার থেকে একটানা বৃষ্টির জেরে বেশ কয়েক জায়গায় জল জমেছে। সেই জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় এক কলেজ ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে । স্থানীয় সূত্রে খবর, ওই যুবতীর নাম পূরবী দাস (22), হাওড়ার তাঁতিপাড়ার বাসিন্দা । হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তরুণীর । পুলিশের প্রাথমিক অনুমান, সামনের বাতিস্তম্ভ থেকে কোনও বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। তা থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবতীর ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূরবী এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী । টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বাঁধাঘাট এলাকা । প্রায় হাঁটু জল পার করেই চলাচল করতে হচ্ছে এলাকার লোকজনকে । পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন পূরবী দাস। বাড়ির সামনে একটি তার ঝুলছিল। 80 নম্বর ভৈরব ঘটক লেন হয়ে বাড়ি ফেরার সময়েই এই ঘটনাটি ঘটে। হেঁটে যাওয়ার সময় রাস্তার উপর ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে তাঁর ছাতা ঠেকতেই ছিটকে পড়েন পূরবী। বাবার বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের সামনেই ঘটনাটি ঘটেছিল। চোখের সামনে মেয়েকে তড়িদাহত হতে দেখে ছুটে গিয়েছিলেন তিনি। সেই সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন । কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি । পরিবার সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তরুণীর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ।
এই ঘটনার পর এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন । তাঁরা বলেন, পুরপ্রশাসন এই ঘটনার পর একবারও খোঁজ পর্যন্ত নেয়নি । ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে । স্থানীয় সূত্রে খবর, 80 নম্বর ভৈরব ঘটক লেনে একটি বহুতল নির্মাণের কাজ চলছে । সেই বহুতলের মিটার থেকে অস্থায়ী ভাবে বিদ্যুৎসংযোগ নেওয়া হচ্ছিল পার্শ্ববর্তী দোকানগুলিতে। এলাকার লোকজন বার বার এ নিয়ে আপত্তি তুলেছিলেন। কিন্তু সে কথা শোনা হয়নি।
শুক্রবার ঘটনাস্থলে গিয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলেন, ‘‘বহুতল থেকে অবৈধ ভাবে ওখানে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছিল । বিষয়টি সিইএসসি কর্তৃপক্ষকে দেখতে বলেছি।’’ এই ঘটনায় পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী বলেন, ‘‘গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ করা হবে।’’ হাওড়া পৌর নিগমের পক্ষ থেকেও অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে।