দুর্গাপুর, 4 জুলাই: বর্ষা পড়তে না-পড়তেই বাড়ছে ডেঙ্গি প্রকোপ। কয়েকদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে দুর্গাপুরে। তার মধ্যেই মাথাচাড়া দিল ডেঙ্গির আতঙ্ক। দুর্গাপুর পুরনিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গাজিপাড়া এলাকায় ডেঙ্গি আক্রান্ত এক যুবক ৷ বুধবার রাতে আক্রান্ত যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
সূত্রের খবর, বছর আঠাশের ওই যুবকের নাম শেখ ইয়াহুদ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, শেখ ইয়াহুদ তাঁর মেয়েকে নিয়ে ভেলোরে চিকিৎসা করাতে গিয়েছিলেন 15 দিন আগে ৷ সম্প্রতি ফিরে এসেছেন ৷ সেখান থেকে ফেরার পরই জ্বরে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের পরামর্শ নিতেই তাঁকে রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। সেই রিপোর্টেই ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছে। আপাতত দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি ।
এলাকার ডেঙ্গির প্রকোপ দেখা দেওয়ায় নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, এলাকায় বেশকিছু নর্দমা দীর্ঘদিন ধরে ভেঙে গিয়েছে ৷ জমা জলও বের হচ্ছে না। তার উপর বর্ষা শুরু হওয়ায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে ৷ দুর্গাপুর পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, "শুনেছি বাইরের থেকে এসেছেন শেখ ইয়াহুদ। বিস্তারিত জানি না । দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে মেডিক্য়াল টিম পাঠানো হবে এলাকায় ।"
দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার ধীমান মণ্ডল বলেন, "এবছর এখনও পর্যন্ত সেভাবে ডেঙ্গির প্রভাব দেখা দেয়নি। শেখ ইয়াহুদ সম্পর্কে বিস্তারিত খোঁজ নিলে ঠিক কী ঘটেছে তা জানাতে পারব। তাঁর রক্ত পরীক্ষা কোথায় হয়েছে সেটাও খতিয়ে দেখব। ভেলোর থেকে ওই ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে ফিরেছেন কি না, তাও খতিয়ে দেখব ৷" দুর্গাপুর পুরনিগমের মেডিকেল টিম গাজী পাড়ায় যাবে বলে জানিয়েছেন তিনি ৷
এদিকে বর্ষার শুরুতে ডেঙ্গি আক্রান্তের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । এর আগেও দুর্গাপুরের পলাশডিহাতে ডেঙ্গি মারণ আকার ধারণ করেছিল ৷ ওই একই ওয়ার্ডে প্রায় 80 জনের ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল ৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের ডেঙ্গি আক্রান্তের খবর মিলতেই তৎপর প্রশাসন ৷