ETV Bharat / state

রাখতে চাইছেন না সন্তানরা, নববর্ষের প্রথম দিনে 97 বছরের বৃদ্ধার ঠাঁই রাস্তায়! - MOTHER Thrown Out FROM HOUSE - MOTHER THROWN OUT FROM HOUSE

Old Mother Thrown Out: বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে ৷ নববর্ষের প্রথম দিনে এমনই অমানবিক ঘটনা ঘটেছে উত্তর 24 পরগণার বনগাঁর পাইকপাড়ায় ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 9:17 PM IST

বনগাঁ, 14 এপ্রিল: কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না ৷ তেমনই অবস্থা 97 বছর বয়সী মোমেনা মণ্ডলের ৷ 9 সন্তানের মা তিনি ৷ কিন্তু সেই মায়েরই ঠাঁই হল রাস্তায় ৷ দায়িত্ব নেওয়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৃদ্ধা শাশুড়িকে রাস্তায় বের করে দেওয়ার অভিযোগ ছেলের বৌয়ের বিরুদ্ধে ৷ অমানবিক ঘটনার স্বাক্ষী রইলেন উত্তর 24 পরগণার বনগাঁ থানার পাইকপাড়ার বাসিন্দারা। খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে নাতির হাতে তুলে দিল পুলিশ। আটক অভিযুক্ত বৌমা।

নাতির বাড়িতে বসে বৃদ্ধা মোমেনা বলেন, " আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বৌমা। ঠিক মতো খেতে দিত না ৷ কিছু বলতে গেলে মারধোর করত ৷" বৃদ্ধার নাতি আলাউদ্দিন মণ্ডল বলেন, "আগে দিদা ছেলেদের কাছে থাকতেন। এখন কেউ রাখছেন। কেউ আবার রাখতে চাইছেন না।" তবে নাতির দাবি, বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি। পালা (মায়ের দায়িত্ব নেওয়ার মেয়াদ) শেষ হয়ে যাওয়ার রাস্তায় রেখে যান অভিযুক্ত বৌমা ৷ পুলিশ সূত্রে খবর, বৃদ্ধা শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় বৌমা জায়েদা মণ্ডলকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 97 এর মোমেনার 6 ছেলে ও 3 মেয়ে। বেশ কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে তিনি হয়েছেন 'ভাগের মা'। 6 ছেলের বাড়িতে ভাগাভাগি করে থাকেন। কোনও ছেলের বাড়িতে মাস খানেক থাকেন। কোথাও 2 মাস। পরের মাসে অন্য ছেলের বাড়িতে ঠাঁই হয়। মায়ের দ্বায়িত্ব নেওয়ার সময় শেষ হলে অন্য ছেলের কাছে খবর পৌঁছে যেত। সম্প্রতি সেই ভাগাভাগি নিয়েও ঝামেলা শুরু হয়।

অভিযোগ, বর্তমানে বৃদ্ধা ছেলে আতিয়ার মণ্ডলের কাছে থাকতেন। তাঁদের দায়িত্ব নেয়ার মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু পরবর্তী দায়িত্ব যে ছেলের নেওয়ার কথা ছিল তিনি নিতে চাইছিলেন না। ফলে বাংলা বছরের প্রথম দিনে বৃদ্ধাকে রাস্তায় বের করে দেন বৌমা জায়েদা মণ্ডল। বৃদ্ধাকে রাস্তায় দেখে ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ।

আরও পড়ুন

1. বৈশাখী ভূরিভোজে সামিল হবে স্কুল, মিড-ডে মিলের মেনু বেঁধে দিল স্কুল শিক্ষা দফতর

2. নাবালক-সহ পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার, নববর্ষের সকালে হুলস্থুল বরানগর

3. অর্জুন সিংয়ের দেওয়াল লিখনে কালি, শিল্পীকে মারধরও; কাঠগড়ায় তৃণমূল

বনগাঁ, 14 এপ্রিল: কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না ৷ তেমনই অবস্থা 97 বছর বয়সী মোমেনা মণ্ডলের ৷ 9 সন্তানের মা তিনি ৷ কিন্তু সেই মায়েরই ঠাঁই হল রাস্তায় ৷ দায়িত্ব নেওয়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৃদ্ধা শাশুড়িকে রাস্তায় বের করে দেওয়ার অভিযোগ ছেলের বৌয়ের বিরুদ্ধে ৷ অমানবিক ঘটনার স্বাক্ষী রইলেন উত্তর 24 পরগণার বনগাঁ থানার পাইকপাড়ার বাসিন্দারা। খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে নাতির হাতে তুলে দিল পুলিশ। আটক অভিযুক্ত বৌমা।

নাতির বাড়িতে বসে বৃদ্ধা মোমেনা বলেন, " আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বৌমা। ঠিক মতো খেতে দিত না ৷ কিছু বলতে গেলে মারধোর করত ৷" বৃদ্ধার নাতি আলাউদ্দিন মণ্ডল বলেন, "আগে দিদা ছেলেদের কাছে থাকতেন। এখন কেউ রাখছেন। কেউ আবার রাখতে চাইছেন না।" তবে নাতির দাবি, বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি। পালা (মায়ের দায়িত্ব নেওয়ার মেয়াদ) শেষ হয়ে যাওয়ার রাস্তায় রেখে যান অভিযুক্ত বৌমা ৷ পুলিশ সূত্রে খবর, বৃদ্ধা শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় বৌমা জায়েদা মণ্ডলকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 97 এর মোমেনার 6 ছেলে ও 3 মেয়ে। বেশ কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে তিনি হয়েছেন 'ভাগের মা'। 6 ছেলের বাড়িতে ভাগাভাগি করে থাকেন। কোনও ছেলের বাড়িতে মাস খানেক থাকেন। কোথাও 2 মাস। পরের মাসে অন্য ছেলের বাড়িতে ঠাঁই হয়। মায়ের দ্বায়িত্ব নেওয়ার সময় শেষ হলে অন্য ছেলের কাছে খবর পৌঁছে যেত। সম্প্রতি সেই ভাগাভাগি নিয়েও ঝামেলা শুরু হয়।

অভিযোগ, বর্তমানে বৃদ্ধা ছেলে আতিয়ার মণ্ডলের কাছে থাকতেন। তাঁদের দায়িত্ব নেয়ার মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু পরবর্তী দায়িত্ব যে ছেলের নেওয়ার কথা ছিল তিনি নিতে চাইছিলেন না। ফলে বাংলা বছরের প্রথম দিনে বৃদ্ধাকে রাস্তায় বের করে দেন বৌমা জায়েদা মণ্ডল। বৃদ্ধাকে রাস্তায় দেখে ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ।

আরও পড়ুন

1. বৈশাখী ভূরিভোজে সামিল হবে স্কুল, মিড-ডে মিলের মেনু বেঁধে দিল স্কুল শিক্ষা দফতর

2. নাবালক-সহ পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার, নববর্ষের সকালে হুলস্থুল বরানগর

3. অর্জুন সিংয়ের দেওয়াল লিখনে কালি, শিল্পীকে মারধরও; কাঠগড়ায় তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.