জলপাইগুড়ি, 19 এপ্রিল: শুরু হয়েছে 18তম লোকসভা নির্বাচন ৷ নির্বাচনের প্রথম দফায় শুক্রবার বঙ্গের তিন জেলায় চলছে ভোটগ্রহণ পর্ব ৷ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ এদিন নির্ধারিত সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি ৷ প্রতিটি বুথেই নজর কেড়েছে ভোটারদের লম্বা লাইন ৷ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন একই পরিবারের 11 জন ভোটার ৷
পরিবারের সবচেয়ে বয়স্ক ভোটার পুতুল মাঝি ৷ বয়স 87 বছর ৷ বয়সের বাধাকে তোয়াক্কা না-করে পরিবারের বাকিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি ৷ হাঁটাচলা করতে পারেন ঠিক ভাবেই ৷ তাই পরিবারের বাকিদের সঙ্গে গরম উপেক্ষা করে গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে যোগ দেন পতুল ৷ জলপাইগুড়ি পৌরসভার 8নং ওয়ার্ডের বাসিন্দা মাঝি পরিবার ৷ এই মুহূর্তে সেই পরিবারের সবচেয়ে বড় পুতুল মাঝি ৷ তিনি বলেন, "ভোট দিয়ে বেশ ভালো লাগছে ৷ হাঁটতে পারি ৷ সুস্থ মানুষ আমি ৷ তাই বাকিদের সঙ্গে হেঁটেই ভোট দিতে চলে আসি ৷ হেঁটে আসতে বেশ ভালোই লাগে ৷"
পরিবারের সদস্যদের কথায়, "একসঙ্গে ভোট দিতে বেশ ভালো লাগে ৷ পরিবারের মোট সদস্য 50 জন ৷ সকলে তো একসঙ্গে ভোট দিতে আসতে পারব না ৷ তাই এই কয়েকজন এসেছি ৷" তবে এই প্রথম নয়, প্রতি বছরই সকলে একসঙ্গে ভোট দিতে আসেন মাঝি পরিবার ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ সকলে মিলে গণতন্ত্রের মহাউৎসবে যোগ দিয়েছেন তাঁরা ৷ এদিন বাকিদের সঙ্গে ভোট দিতে এসেছেন পরিবারের প্রথম ভোটারও ৷
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের তিন জেলায় বেশ শান্তিপূর্ণভাবে চলছে নির্বাচন প্রক্রিয়া বলে জানিয়েছে কমিশন ৷ বেলা1টা পর্যন্ত তিন কেন্দ্রে ভোট পড়ল 50.96 শতাংশ ৷ এর মধ্যে সর্বাধিক 51.58 শতাংশ ভোট পড়েছে আলিপুরদুয়ার কেন্দ্রে ৷ তারপরে রয়েছে কোচবিহার 50.69 শতাংশ ৷ জলপাইগুড়িতে ভোট পড়েছে 50.65 শতাংশ ৷
আরও পড়ুন: