ETV Bharat / state

হাওড়ার ধুলাগড় থেকে উদ্ধার 516 কেজি গাঁজা, গ্রেফতার 2 - Marijuana Seized - MARIJUANA SEIZED

Marijuana Seized from Howrah: হাওড়ার টোল প্লাজা থেকে উদ্ধার 516 কেজির গাঁজা ৷ যার আনুমানিক বাজার মূল্য 75 লক্ষ টাকা ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ ৷

Marijuana Seized from Howrah
হাওড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 4:50 PM IST

হাওড়া, 16 জুন: উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা । ঘটনাটি ঘটেছে হাওড়ার ধুলাগড়তে ৷ এই ঘটনায় গ্রেফতার দুই । কলকাতা স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার একটি বিশেষ অভিযান চালান হাওড়ার সাঁকরাইল থানার আধিকারিকরা ৷ তখন ধুলাগড়র টোল প্লাজা পেরনোর সময় একটি ছোট টাটার গাড়ি আটক করে পুলিশ ৷ তল্লাশি চালানোর পর গাড়ি থেকে 20টি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা ৷ ব্যাগগুলি গাড়ির মধ্যে বিশেষভাবে তৈরি কুটুরির মধ্যে লুকনো অবস্থায় রাখা ছিল । উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 516.10 কেজি ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য 75 লক্ষ টাকা ৷

গাড়িটি কোথা থেকে আসছিল ও কোথায় যাচ্ছিল, তার খোঁজ নিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গাড়ির চালক 23 বছরের নবী হাসান এবং খালাসি 42 বছরের বাবলু আলমকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত গাড়ির চালক নবী কোচবিহারের দিনহাটার বাসিন্দা ৷ গাড়ির খালাসি বাবলু বাঁকড়া বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে ৷

ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগাযোগ রয়েছে কি না তারও তদন্ত করে দেখছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে মাদক চোরাচালান আইনের বিশেষ ধারায় মামলা দায়ের করেছেন তদন্তকারী আধিকারিকরা । তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেই সাঁকরাইল থানা সূত্রের খবর।

হাওড়া, 16 জুন: উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা । ঘটনাটি ঘটেছে হাওড়ার ধুলাগড়তে ৷ এই ঘটনায় গ্রেফতার দুই । কলকাতা স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার একটি বিশেষ অভিযান চালান হাওড়ার সাঁকরাইল থানার আধিকারিকরা ৷ তখন ধুলাগড়র টোল প্লাজা পেরনোর সময় একটি ছোট টাটার গাড়ি আটক করে পুলিশ ৷ তল্লাশি চালানোর পর গাড়ি থেকে 20টি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা ৷ ব্যাগগুলি গাড়ির মধ্যে বিশেষভাবে তৈরি কুটুরির মধ্যে লুকনো অবস্থায় রাখা ছিল । উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 516.10 কেজি ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য 75 লক্ষ টাকা ৷

গাড়িটি কোথা থেকে আসছিল ও কোথায় যাচ্ছিল, তার খোঁজ নিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গাড়ির চালক 23 বছরের নবী হাসান এবং খালাসি 42 বছরের বাবলু আলমকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত গাড়ির চালক নবী কোচবিহারের দিনহাটার বাসিন্দা ৷ গাড়ির খালাসি বাবলু বাঁকড়া বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে ৷

ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগাযোগ রয়েছে কি না তারও তদন্ত করে দেখছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে মাদক চোরাচালান আইনের বিশেষ ধারায় মামলা দায়ের করেছেন তদন্তকারী আধিকারিকরা । তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেই সাঁকরাইল থানা সূত্রের খবর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.