ETV Bharat / state

আরজি কর থেকে শিক্ষা, কোচবিহার এমজেএন হাসপাতালে সিসিটিভি’র জন্য বরাদ্দ 5 লাখ - RG Kar Doctor Rape and Murder

Security Increased in Cooch Behar MJN Medical College and Hospital: কোচবিহারের এমজেএন হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর ৷ কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরেই এমজেএন হাসপাতালের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ ৷

Cooch Behar MJN Medical College and Hospital
কোচবিহার এমজেএন হাসপাতালে সিসিটিভি’র জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 1:03 PM IST

কোচবিহার, 11 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপরতা বাড়ল স্বাস্থ্য দফতরের ৷ 48 ঘণ্টার মধ্যে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্ল্যাক স্পট চিহ্নিত করল জেলা স্বাস্থ্য দফতর ৷ সেই অনুযায়ী হাসপাতালে সিসিটিভি লাগানোর জন্য 5 লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছে ৷

কোচবিহার এমজেএন হাসপাতালে সিসিটিভি’র জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা ৷ (ইটিভি ভারত)

এমজেএন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ যা নিয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানিয়েছেন, হাসপাতালের বিভিন্ন এলাকায় ব্ল্যাক স্পট চিহ্নিত করে সিসিটিভি লাগানোর নির্দেশ এসেছে ৷ এর জন্য 5 লক্ষ বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর ৷ এছাড়া বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই হাসপাতালের উপর কোচবিহার জেলার পাশাপাশি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার ও নিম্ন অসমের একটা অংশের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল ৷ এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর চাপ সবসময় বেশি থাকে ৷ তাই রোগীর আত্মীয় পরিজনদের ভিড় লেগে থাকে ৷ মাঝেমধ্যে ছোটখাটো গণ্ডগোলের অভিযোগও উঠেছে ৷ তাই আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, পুরুষ ওয়ার্ডে মহিলারা এবং মহিলা ওয়ার্ডে পুরুষরা কোনও ভাবেই প্রবেশ করতে পারবেন না ৷ হাসপাতালে প্রবেশের সময় ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এই কাজের জন্য পুলিশকে দায়িত্ব দিয়েছে প্রশাসন ৷ এই ব্রেথ অ্যানালাইজার টেস্ট হাসপাতালের কর্মী-সহ সকলকেই করতে হবে ৷

পাশাপাশি, সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে পার্কিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেওয়া নির্দিষ্ট স্টিকার লাগানো গাড়িকেই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হবে ৷ সেই সঙ্গে হাসপাতালের ভিতরে থাকা পুলিশ ফাঁড়িকে আরও শক্তিশালী করা ও পুলিশি নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে ৷ সেই সঙ্গে 24 ঘণ্টা হাসপাতালের সিসিটিভি ফুটেজে নজর রাখতে নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ৷

কোচবিহার, 11 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপরতা বাড়ল স্বাস্থ্য দফতরের ৷ 48 ঘণ্টার মধ্যে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্ল্যাক স্পট চিহ্নিত করল জেলা স্বাস্থ্য দফতর ৷ সেই অনুযায়ী হাসপাতালে সিসিটিভি লাগানোর জন্য 5 লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছে ৷

কোচবিহার এমজেএন হাসপাতালে সিসিটিভি’র জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা ৷ (ইটিভি ভারত)

এমজেএন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ যা নিয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানিয়েছেন, হাসপাতালের বিভিন্ন এলাকায় ব্ল্যাক স্পট চিহ্নিত করে সিসিটিভি লাগানোর নির্দেশ এসেছে ৷ এর জন্য 5 লক্ষ বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর ৷ এছাড়া বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই হাসপাতালের উপর কোচবিহার জেলার পাশাপাশি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার ও নিম্ন অসমের একটা অংশের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল ৷ এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর চাপ সবসময় বেশি থাকে ৷ তাই রোগীর আত্মীয় পরিজনদের ভিড় লেগে থাকে ৷ মাঝেমধ্যে ছোটখাটো গণ্ডগোলের অভিযোগও উঠেছে ৷ তাই আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, পুরুষ ওয়ার্ডে মহিলারা এবং মহিলা ওয়ার্ডে পুরুষরা কোনও ভাবেই প্রবেশ করতে পারবেন না ৷ হাসপাতালে প্রবেশের সময় ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এই কাজের জন্য পুলিশকে দায়িত্ব দিয়েছে প্রশাসন ৷ এই ব্রেথ অ্যানালাইজার টেস্ট হাসপাতালের কর্মী-সহ সকলকেই করতে হবে ৷

পাশাপাশি, সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে পার্কিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেওয়া নির্দিষ্ট স্টিকার লাগানো গাড়িকেই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হবে ৷ সেই সঙ্গে হাসপাতালের ভিতরে থাকা পুলিশ ফাঁড়িকে আরও শক্তিশালী করা ও পুলিশি নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে ৷ সেই সঙ্গে 24 ঘণ্টা হাসপাতালের সিসিটিভি ফুটেজে নজর রাখতে নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.